আজকে আমরা যেই ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের অত্যন্ত ভালো মানের একটি ঔষধ। Cef-3 200mg ক্যাপসুল অত্যন্ত কার্যকরী একটি ঔষধ মানব শরীরে জন্য। তবে এই ওষুধে রয়েছে আলাদা আলাদা ব্যবহার এবং বিভিন্ন ধরনের রোগীর ক্ষেত্রে আলাদাভাবে এই ওষুধ ব্যবহার করা হয়। তাই এখানে বিশেষে জানার প্রয়োজন রয়েছে এবং ডাক্তাররা কেন এই ঔষধ নির্দেশনা করবে সেটাও জানতে হবে আমাদের।
আমরা মূলত জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের তথ্য আপনাদের জন্য নিয়ে আসি এবং আপনারা যদি সে তথ্য পাওয়ার পরে একটু হলেও উপকৃত হন তাতে আমাদের অনেক ভালো লাগে। আজকে আমরা যে ওষুধ নিয়ে কথা বলব সে ওষুধ তৈরিতে মূল উপাদান ব্যবহার করা হয়েছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট। সেফিক্সিম ট্রাইহাইড্রেট ২০০ মিলিগ্রাম ওষুধের মাধ্যমে তৈরি করা হয়েছে Cef-3 200mg ক্যাপসুল। মূল উপাদানের কার্যকারিতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক।
Cef-3 200mg ক্যাপসুল এর সঠিক কার্যকারিতা কি
যদি সহজ ভাষায় বলতে চায় তাহলে এক কথায় সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট নিম্নলিখিত সংক্রমণ সমূহ প্রতিরোধে Cef-3 200mg ক্যাপসুল অত্যন্ত কার্যকরী একটি ঔষধ তাই ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আপনি এই ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য ওষুধ ব্যবহার করতে পারবেন।
অদটির মূত্রনালীর সংক্রমণ যা প্রোটিয়াস মিরাবিলিস দ্বারা হয়ে থাকে যদি এই ধরনের সমস্যা কোন রোগের শরীরে দেখা দেয় তাহলে ডাক্তারেরা অবশ্যই Cef-3 200mg ক্যাপসুল ঔষধ নির্দেশনা দেবেন। এ বিষয়গুলো একজন সাধারন মানুষ কোন ভাবে বুঝতে পারবে না তাই ডাক্তারের কাছে যেতে হবে এবং বিভিন্ন ধরনের চিকিৎসার মাধ্যমে নিশ্চিত হতে হবে তারপর ওষুধ সেবন করতে হবে।
এছাড়াও অজটিল গনরিয়া বা নেইসিরিয়া গনরিয়া দ্বারা হয়ে থাকে যে সংবেদনশীল সংক্রমণ তার বিরুদ্ধে লড়াই করার জন্য Cef-3 200mg ক্যাপসুল অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল। সাধারণত সাধারণ চোখে এই অসুখগুলো দেখা সম্ভব নয় যদি ডাক্তারের চোখে দেখে তাহলে অবশ্যই অসুখগুলো ধরা যাবে এবং তারপরে নিশ্চিত হওয়া যাবে কোন ঔষধের মাধ্যমে রোগীকে চিকিৎসা করা যাবে।
Cef-3 200mg ক্যাপসুল সঠিক খাওয়ার নিয়ম
যদি আমরা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ওষুধ খাওয়ার কথা বলে তাহলে একটি বিষয় আপনাদের আগে জানিয়ে রাখি সেটা হচ্ছে সর্বোচ্চ ৭দিন পর্যন্ত এই চিকিৎসা চালানো যাবে। তবে রোগীর যদি শারীরিক অবস্থার উন্নতি না হয় এবং রোগ অত্যন্ত তীব্র হয় তাহলে ডাক্তার চাইলে ১৪ দিন পর্যন্ত এই চিকিৎসা চালিয়ে যেতে পারে তবে অবশ্য এখানে সতর্কতার প্রয়োজন রয়েছে এবং যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।
প্রাপ্তবয়স্ক অথবা ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে প্রতিদিন এটা নির্দেশিত মাত্রা হচ্ছে ২০০ থেকে ৪০০ মিলিগ্রাম। এছাড়াও এই মাত্র আপনি একসঙ্গে খাওয়াতে পারেন অথবা বিভক্তের মাত্রায় খাওয়াতে পারেন। যদি শিশুদের বেলায় আসে তাহলে ৬ মাস অথবা তার ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে সাধারণত ৮ মিলিগ্রাম প্রতি কেজিতে দেওয়া হয়। শিশুর ওজন মেপে নিতে হবে তারপর সেখানে যদি বিভক্ত মাত্রায় এই ওষুধ দিতে হবে।
Cef-3 200mg ক্যাপসুল এর পার্শ্ব প্রতিক্রিয়া
যদি ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলতে হয় তাহলে সবার প্রথমে বলব ওষুধটি হচ্ছে সাধারণত সুসহনীয় একটি ঔষধ। তারপরেও সচরাচর যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন যা সাধারণ উচ্চমাত্রায় ওষুধ সেবনের কারণে হতে পারে। ডায়রিয়ার পরিমাণ বৃদ্ধি পেলে অবশ্যই এই ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে।
অনেকের ক্ষেত্রে মুখে বমি বমি ভাব বা বদহজমের সৃষ্টি হতে পারে অথবা পেট ফোলা তৈরি হতে পারে। মাথাব্যথা এই ঔষধ পার্শ্ব প্রতীকের একটি লক্ষণ এছাড়াও শরীরে এলার্জিক রিঅ্যাকশন ও হতে পারে তাই সতর্কতার সঙ্গে ওষুধ সেবন করতে হবে এবং এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।