আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের এ আর্টিকেলে। আমাদের আজকের এই আর্টিকেল গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব পাঁচ মাসের গর্ভবতী বাচ্চার নড়াচড়া সম্পর্কে।
একজন গর্ভবতী মায়ের কাছে এই মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে একজন গর্ভবতী মা মন থেকে অনুভব করতে পারবে তার গর্ভের সন্তানের নড়াচড়া সম্পর্কে। একজন মায়ের কাছে হয়তো এই সময়টি অনেক খুশির এবং অনেক আবেগঘন মুহূর্তের।
গর্ভাবস্থার পঞ্চম মাসে একজন শিশু আরও সক্রিয় হয়ে ওঠে মায়ের গর্ভে। বিশেষ করে সন্ধ্যা বেলায় একজন মা তার শিশুর নড়াচাড়া বেশি অনুভব করতে পারবে এই মাসে। একজন মা এই মাসে এসে তার বাচ্চার নড়াচড়া এবং লাথি দেওয়ার মতো অনুভব করতে পারবে।
পাঁচ মাসের শেষের দিকে আপনার শিশু নিয়মিত নাড়াচাড়া এবং ঘুমের একটি রুটিন এর মধ্যে স্থির হয়ে যাবে। এ মাসে যখন মা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবে ঠিক তখনই অনুভব করতে পারবে যে শিশুটি তখন বেশি নাড়াচাড়া করছে। এ বিষয়টি একজন গর্ভবতী মায়ের কাছে খুবই আনন্দের বিষয়।
পঞ্চম মাসে শিশুর শারীরিক বৃদ্ধি
একজন গর্ভবতী মায়ের গর্ভে প্রতিটি শিশু তার নিজ নিজ গতিতে বেড়ে ওঠে। শিশুর বেড়ে ওঠা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।
পঞ্চম মাসে এসে একটি শিশু ৮ থেকে ১২ ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে। এই সময়ে শিশুর ত্বক ভার্নিক্স নামক একটি তৈলাক্ত পদার্থ দিয়ে আবৃত থাকে যা শিশুর ত্বককে সুরক্ষা দিয়ে থাকে। পূর্ববর্তী মাস গুলোতে তৈরি হওয়া হাত পায়ের আঙ্গুল এই মাসে আরো ভালোভাবে গঠিত হয়। পঞ্চম মাসে এসে শিশুর যৌনাঙ্গ ও ভোকাল কর্ড বিকাশিত হয়।
এছাড়াও পঞ্চম মাসে এসে শিশুর মুখের আকৃতি স্পষ্ট হয়ে ওঠে। স্নায়ুতন্ত্র কাজ করতে শুরু করে। এ মাসে এসে একটি নির্দিষ্ট সময়ে বাচ্চা ঘুমায় এবং নির্দিষ্ট সময়ে জেগে থাকে। এটি হতে পারে মা যখন ঘুমাচ্ছে বাচ্চা তখন জেগে থাকে আবার বাচ্চা যখন জেগে থাকে মা তখন ঘুমাচ্ছে। এ সময় থেকে বাচ্চাদের একটি ঘুমিয়ে থাকা এবং জেগে থাকার রুটিন তৈরি হয়ে যায়।
এছাড়াও মানুষের স্বাভাবিক দৈনিক রিফ্লেক্স যেমন হাম ওঠা আঙ্গুল চোষা মুখের নানা রকমের অঙ্গভঙ্গি করা হাত পা ছড়াছড়ি করার মত কাজও বাচ্চা এ সময়ে এসে এসব কিছু করতে সক্ষম হয়।
পাঁচ মাসের গর্ভবতী বাচ্চার নড়াচড়া
পাঁচ মাস থেকেই একজন মা প্রথম তার বাচ্চা নড়াচড়া অনুভব করতে পারে। এ সময়টি একজন মায়ের ক্ষেত্রে অনেক আনন্দের সময়। তবে এর পাশাপাশি এ সময় থেকে একজন মাকে অনেক সতর্ক থাকতে হয় বাচ্চার নড়াচড়া নিয়ে।
আপনার গর্বের শিশুর নড়াচড়ার হ্রাস পেলে বা পরিবর্তন হলে সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার বাচ্চা স্বাভাবিকের চেয়ে খুব কম নাড়াচাড়া করছে বা নড়াচড়ার ধরনটি বদলে গেছে এক্ষেত্রে আপনার শিশুটি যে সুস্থ না এবং গর্ভে ঠিকমতো শিশুটি বেড়ে উঠছে না এটি বোঝার প্রথম লক্ষণ হতে পারে।
তাই একজন মায়ের কাছে শিশুর নড়াচড়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গবেষণায় দেখা গেছে যে শিশুর নড়াচাড়া কমে গেলে এটি অনেক বিপদজনক একটি বিষয়। এমনকি এতে করে গর্ভের শিশু মারা যেতে পারে। আপনার শিশুর নিজস্ব নড়াচড়া এবং ঘুমানো ও জেগে উঠার ধরন গুলি জেনে রাখা ভালো। আর একজন মা যখন বুঝতে পারে তার গর্ভে শিশুটি খুব কম নাড়াচাড়া করছে ঠিক তখনই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
তবে পাঁচ মাসের সময় এত ভয় পাওয়ার কিছু নেই। এ সময় বাচ্চা নড়াচড়া কেবল শুরু করে। এ সময় থেকে হালকা ভাবে নাড়াচাড়া করবে এটি শুধুমাত্র একজন মা বুঝতে পারবেন। তারপরও খেয়াল রাখা প্রয়োজন। সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের যত্ন নিন এবং বাচ্চার নড়াচড়া অনুভব করুন।