Goodgut Capsule এর কাজ কি গুডগাট ৪ বিলিয়ন ক্যাপসুল

আপনাদের কাছে এই ক্যাপসুল টি পরিচিত না হলেও আমার কাছে এই ক্যাপসুলটি অত্যন্ত পরিচিত। এটা হচ্ছে প্রোবায়োটিক কম্বিনেশন এর দ্বারা তৈরি ৪ বিলিয়ন শক্তি সম্বলিত একটি প্রোবায়োটিক ক্যাপসুল। আমরা আগেই বিভিন্ন আর্টিকেলে হয়তো আলোচনা করেছি অতীতে যখন আমরা রোগ নিরামার জন্য গাছ গাছরা ব্যবহার করতাম তখন কিন্তু এত রোগ ছিল না। চিকিৎসাবিজ্ঞান অনেক উন্নতি লাভ করেছে এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে মানুষের শরীরে থাকা রোগগুলোও বেশ উন্নত হয়েছে।

আর বর্তমানে আমাদের পৃথিবীতে যে ঔষধ গুলো ব্যবহার করা হয় তার বিভিন্ন ধরন আছে। এখন অত্যাধুনিক ঔষধ বের হচ্ছে যেগুলো মানুষ আগে কল্পনাও করতে পারত না। আজকের যে ওষুধটি নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে অত্যন্ত অত্যাধুনিক একটি ঔষধ যেখানে প্রোবায়োটিক কম্বিনেশন এর মাধ্যমে ক্যাপসুলটি তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের একটি কোম্পানি রেনেটা লিমিটেড এই ওষুধের প্রস্তুতকারক। এই ওষুধের বর্তমান ইউনিট প্রাইজ হচ্ছে ১৬ টাকা এবং আপনি ৩০ পিস এর একটি প্যাকেট পাবেন যার মূল্য ৪৮০ টাকা।

Goodgut Capsule সঠিক কি কাজ করে

যদি আমরা সঠিক কার্যকারিতা সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের একটু গভীরে যেতে হবে এবং এই ওষুধে যে প্রবায়োটিক গুলো ব্যবহার করা হয়েছে তার উপাদানগুলো সম্পর্কে জানতে হবে। এখানে প্রতিটি ক্যাপসুলে ব্যবহার করা হয়েছে? ল্যাকটোব্যাসিলাস এসিডোফিলাস ২ বিলিয়ন। এছাড়া ওখানে ব্যবহার করা হয়েছে ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস ১ বিলিয়ন। এখানে আরো ব্যবহার করা হয়েছে বিফিডোব্যাকটেরিয়াম বেফিড়াম ১ বিলিয়ন এর সমন্বয় ৪ বিলিয়ন প্রবায়োটিক। তবে এখানে ১০০ মিলিগ্রাম অন্য একটি উপাদান ব্যবহার করা হয়েছে যে উপাদানের নাম হচ্ছে ফ্লোক্তএলিগ্যাসোকারাইটস ।

এখন আসি এর কার্যকারিতা সম্পর্কে যেটা আমাদের কাছে অতি পরিচিত সেটা হচ্ছে ডায়রিয়া। সাধারণত এই প্রোবায়োটিক ঔষধ ডায়রিয়ার বিরুদ্ধে লড়াই করতে মানব শরীরের জন্য অত্যন্ত কার্যকরী এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অংশ হচ্ছে এই প্রোবায়োটিক ঔষধ। যদি ডায়রিয়া হয়ে যায় তাহলে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আপনাকে এই প্রবায়োটিক ক্যাপসুল দিতে পারে।

হজমজনিত সমস্যা অর্থাৎ যাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে এবং অল্পতেই ক্ষুধা নিবারণ হয়ে যায় এবং অনেকক্ষণ ধরে সেই পেট ভারী ভারী ভাব থাকে তাদের হজমের সমস্যা আছে। এই হজমের সমস্যা যদি নিয়মিত হারে বাড়তে থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যে কেউ যাবেন এবং ডাক্তার অবশ্যই আপনাকে বেশ কয়েকটি ওষুধের মধ্যে আজকের এই প্রোবায়োটি কম্বিনেশন Goodgut Capsule দিতে পারে।

ভ্যাজাইনাল ইনফেকশন এর কারণে অনেক সময় মেয়েদের এই ধরনের প্রোবায়োটিক ঔষধ দেওয়া হয়ে থাকে। এছাড়ো অ্যান্টিবায়োটিক জনিত ডায়রিয়া অর্থাৎ আপনি যে এন্টিবায়োটিক ব্যবহার করেছেন সেটা আপনার শরীরে খারাপ খাচ্ছে না যার কারণে আপনি এর পার্শ্ব প্রতিক্রি অনুভব করতে পারলেন। পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বিভিন্ন রোগের অনেক সময় ডায়রিয়া হতে পারে এবং এই ডায়রিয়া এতটাই খারাপ আকার ধারণ করতে পারে যে যেটা কল্পনার বাইরে। সেই সকল রোগীদের অতি দ্রুত সুস্থ করার জন্য মূলত এই Goodgut Capsule ক্যাপসুল ব্যবহার করা হয় কি করবে।

Goodgut Capsule এর সঠিক খাবার মাত্রা

আমরা যদি এর খাওয়ার মাত্রা সম্পর্কে আপনাদের বলি তাহলে প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে একটি থেকে দুটি করে প্রোবায়োটি ক্যাপসুল দৈনিক ৩বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। যেহেতু এগুলো একেবারে নতুন ধরনের ঔষধ তাই সতর্কতার সঙ্গে এই ওষুধ খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনভাবেই এই ওষুধ সেবন করা যাবে না। এখানে গর্ভাবস্থায় যদি এই ঔষধ আপনি সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে। তবে আমরা জানতে পেরেছি যে প্রোবায়োটিক ফিটাক্সের সিস্টেমেটিক সংবহনতন্ত্র পৌঁছাতে পারেনা যার কারণে ইহা কোন ধরনের ক্ষতি করতে পারে না গর্ব অবস্থায় অথবা স্তন্যদানকালে।