Limbix Tablet এর কাজ কি লিমবিক্স ট্যাবলেট

পৃথিবীতে আপনি যত বড় হবেন ততই আপনার দায়িত্ব বেড়ে যাবে এবং আপনার দুশ্চিন্তাও বেড়ে যাবে। তাইতো ছোটবেলায় যখন মনে করতাম কবে বড় হব মনে হতো তাহলে হয়তো স্বাধীনতা পাব। কিন্তু এখন দেখছি যতই বড় হচ্ছি ততই দিন দিন আমি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি এবং আমার প্রতি আমার প্রিয়জনের দায়িত্বটাও বেড়ে যাচ্ছে। কিছু করার নেই আল্লাহ তায়ালা আমাদের এর জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তায়ালার দায়িত্ব এবং প্রিয়জনদের দায়িত্ব পালন করতে পারলে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারব।

তবে এর মাঝে কিছু দুশ্চিন্তা এবং কিছু খারাপ ভাবনা আমাদের শরীরে জাগতেই পারে এবং যার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এই ধরনের কিছু সমস্যার সমাধানের জন্য লিম্বিক্স ট্যাবলেট অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। আজকে আমরা জানার চেষ্টা করব ওষুধটি সম্পর্কে এবং এই ওষুধের সঠিক নির্দেশনা এর পাশাপাশি খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া গুলো।

Limbix Tablet এর মধ্যে ব্যবহার করা হয়েছে সাধারণত ২টি উপাদান। এই উপাদান ২টির সংমিশ্রণে একটি ল্যাবরেটরীজ লিমিটেড মূলত Limbix Tablet বাজারজাতকরণ করেছে। এই ওষুধ এর বর্তমান বাজার মূল্য প্রতি পিচের দাম ৮ টাকা। তরুন নিচের অংশে আমরা জানার চেষ্টা করি এর উপকারিতা সম্পর্কে এবং কার্যকারিতা সম্পর্কে।

Limbix Tablet মূলত কি কাজ করে

এমন কোন ওষুধ নেই যেটা শুধুমাত্র একটি অসুখের বিরুদ্ধে লড়াই করে। তবে সাধারণ চোখে আমরা শুধুমাত্র একটি ওষুধের একটি উপকার দেখতে পাই কিন্তু অবশ্যই সে একের অধিক উপকার করে সেটা আমরা জানি না। সাধারণত মাঝারি থেকে তীব্র মাত্রায় বিষন্নতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রোধে ব্যবহৃত হয় Limbix Tablet। আমরা আগেও বলেছি এখনও বলেছি বিষন্নতা আমাদের আস্তে আস্তে গ্রাস করে এবং এটা এমন ভাবে আমাদের শরীলকে এবং মনকে অসুস্থ করে ফেলে যে আমরা হাজার চেষ্টা করলেও এখান থেকে বেরিয়ে আসতে পারি না।

মূলত এই ধরনের বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে প্রথম সপ্তাহ থেকে যে লক্ষণসমূহের উন্নতি লক্ষ্য করা যায় সেগুলো হল নিদ্রাহীনতা অপরাধবোধ বা মূল্যহীনতা এবং উত্তেজক ও মানসিক বিভিন্ন সমস্যা যেমন শারীরিক উদ্বিগ্নতা ও আত্মহত্যার প্রবণতা এবং এর সঙ্গে রয়েছে খুদা মান্দা। এই অসুখগুলো চোরাবালির মত আপনি যতটা চাইবেন এখান থেকে বেরিয়ে যেতে আপনি ততটাই এর মধ্যে তলিয়ে যাবে।

পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা দুশ্চিন্তা উদ্বিগ্নতাকে জয় করতে পেরেছে এবং পুনরায় নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে। প্রতিদিনই আপনি আশেপাশে খবর পাবেন যে কেউ না কেউ আত্মহত্যা করেছে যেটা মানবজাতির ইতিহাসে সবথেকে বড় কলঙ্ক। আপনি যেই ধর্মই মানুন না কেন প্রত্যেকটি ধর্মে আত্মহত্যা মহাপাপ বলে আমি জানি তাই যে ব্যক্তি আত্মহত্যা করে তখন তার মানসিক অবস্থা কতটা বিকৃত হয়ে যায় সেটা সম্পর্কে আমরা হয়তো বুঝতে পারছি। মূলত এই ধরনের সমস্যা মোকাবেলায় ডাক্তারেরা নির্দেশনা দেয় ওষুধটি খাওয়ার জন্য ।

Limbix Tablet খাওয়ার নিয়ম

পর্যাপ্ত কেবলমাত্র লক্ষণ ও ব্যক্তির ক্ষেত্রে কার্যকারিতা আলাদা। এই ওষুধটি সঠিক কি পরিমাণ কোন ব্যক্তির লাগতে পারে সেটা উপস্থিত ডাক্তার বলতে পারবে। উপরে যে অসুখ গুলোর কথা আমরা উল্লেখ করেছি আপনি যদি সেই ধরনের মানসিক রোগে আক্রান্ত হন তাহলে দেরি না করে একজন ডাক্তারের কাছে যাবেন।

ডাক্তার ছাড়া কোনভাবেই এর খাবার পরিমাণ আমরা আপনাদের বলতে পারব না। তার কারণ হচ্ছে রোগীর মানসিক এবং শরীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে এই ওষুধটি দেওয়া হয় এবং এটা এতটাই জরুরী যে কোনভাবেই ভুল ওষুধ দিলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে।

এই ওষুধের অন্যান্য অসুখের মতো প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই কোনভাবেই এই ওষুধকে অবহেলা করা যাবে না এবং যদি বিভিন্ন ধরনের দুর্বলতা থেকে শুরু করে ক্ষুধামন্দা এবং অতিরিক্ত অস্থিরতার সৃষ্টি হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ পরিবর্তন করে নিতে হবে।