লিনজলিড জ্বলিত ট্যাবলেট এর কাজ কি Linezolid 600 Mg

সাধারণত অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার সবার প্রথমে যেই কাজটি করে সেটা হচ্ছে রোগ নির্ণয়ের চেষ্টা করে। সঠিক রোগ নির্ণয় সঠিক চিকিৎসার একটি শর্ত তাই সবার প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সঠিক ডাক্তারের কাছে যেতে হবে যাতে করে আপনার রোগীর সঠিক রোগ নির্ণয় হয়। এরপর অবশ্যই রোগীকে সুস্থ করার জন্য ডাক্তার কিছু মেডিকেশন দেবে যে মেডিকেশনের নিয়ম মানতে হবে এবং ওষুধ সেবন করতে হবে।

লিনজলিড ট্যাবলেট মূলত ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর একটি ঔষধ যেখানে তারা ব্যবহার করেছে লিনজোলিড উপাদান। এখানে শুধুমাত্র একটি ভেরিয়ান্টে আপনি এই ওষুধ পাবেন এমন নয় বাজারে প্রায় 3 থেকে 4 ধরনের ভেরিয়েন্ট আছে এই ঔষধ এর। আজকে আমরা এই ওষুধের সঠিক কার্যকারিতা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই ওষুধ কিভাবে মানব শরীরে কাজ করে এবং বিভিন্ন বয়সের মানুষের জন্য কতটুকু পরিমাণে খাওয়া যেতে পারে সে সম্পর্কে বিস্তার আলোচনা হবে।

লিনজলিড ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা

প্রত্যেকটি ঔষধের একের অধিক কার্যকারিতা থাকে তার কারণ হচ্ছে তাদের উপাদানের যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী একটি অধিক কাজ করতে তারা সক্ষম। লীনে জলির একটি সিন্থেটিক নতুন শ্রেণীর ব্যাকটেরিয়া বিরোধী এজেন্ট বা অক্সাজলিডিনের অন্তর্গত। এটি গ্রাম পজিটিভ আরবিক ব্যাকটেরিয়া এবং কিছু গ্রাম পজিটিভ আনার ব্যাকটেরিয়া ও স্বল্প সংখ্যক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারিতা প্রদর্শন করে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে মানব শরীরে এই ওষুধটি কি ভাবে কাজ করে। মূলত সিলেক্টিভ ভাবে ব্যাকটেরিয়ার প্রোটিন সিন্থেসিস প্রতিহত করার মাধ্যমে কার্যসাধন করে যা অন্যান্য ব্যাকটেরিয়া বিরোধী এজেন্ট থেকে আলাদা। সরাসরি এই ওষুধ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে সক্ষম যেটা একটু ভিন্ন উপায়ে সে করে থাকে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে ব্যাকটেরিয়া মিয়া সহ অন্যান্য বিভিন্ন ইনফেকশনের কারণে এই ঔষধ ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ফেইসিয়াম ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার জন্য রোগীকে সাধারণত এই ওষুধ ডাক্তারেরা নির্দেশনা দিতে পারে। এছাড়াও যদি আমরা অন্যান্য রোগের কথা বলি তাহলে বিভিন্ন ধরনের নিউমোনিয়া ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে এই ঔষধ অনেক কার্যকরী।

অনেকের ক্ষেত্রে ডায়াবেটিক ফুড ইনফেকশন এর জন্য ব্যবহার করা হয় এই ঔষধ তাই অবশ্যই এটা মানব শরীরে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ। মানব শরীরে বিভিন্ন ধরনের স্কিন স্ট্রাক4 ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক্তার সাহেব এই ওষুধ নির্দেশনা দিতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার কারণে কমিউনিটি একুয়াড নিউমোনিয়া এর বিরুদ্ধে লড়াই করতে এই ঔষধ অত্যন্ত কার্যকর।

লিনজলিড ট্যাবলেট খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক এবং পূর্ণবয়স্ক এই দুইটি ভাগে প্রত্যেকটি ওষুধকে ভাগ করা হয় এবং এছাড়াও রোগীর অবস্থা এবং রোগীর শরীরের ওজনের ওপর নির্ভর করে ওষুধকে বিভিন্ন ভাবে বিভক্ত করে ডাক্তারেরা নির্দেশ দেয় ওষুধ খাওয়া সম্পর্কে। আজকের এই ট্যাবলেট সাধারণত শিশু যাদের জন্ম থেকে ১১ বছর পর্যন্ত বয়স তাদের ১০ মিলিগ্রাম প্রতি কেজিতে আইভি বা ওরাল দিনে 3বার দেওয়া যেতে পারে। অর্থাৎ বাচ্চার ওজনের উপর নির্ভর করে প্রতি কেজিতে ১০ মিলিগ্রাম করে দিতে হবে দিনে 3বার।

এছাড়াও যারা পূর্ণ বয়স্ক অথবা ১২ বছরের ওপরে কিশোর আছে তাদের ক্ষেত্রে ৬০০ মিলিগ্রাম আইভী বা ওরাল দিতে হবে এবং এই চিকিৎসা ১০ থেকে ১৪ দিন পর্যন্ত চালানো যেতে পারে এবং প্রতিদিন দুইবার করে ৬০০ মিলিগ্রাম ওরাল দিতে হবে। অনেকে চিকিৎসার সময়কার সম্পর্কে জানতে চান এবং চিকিৎসার সময়কাল হচ্ছে 10 থেকে 14 দিন। বলতো এগুলো সরাসরি উপস্থিত ডাক্তার সব থেকে ভালো বলতে পারে তার কারণ হচ্ছে রোগের অবস্থার ওপর নির্ভর করে মূলত এগুলো নির্ধারণ করা হয়।