Menaril 8 mg এর কাজ কি মিনারিল

সাধারণত বিটাহিস্টিন ডাইহাইডোক্লোরাইড এই উপাদানের মাধ্যমে তৈরি করা হয় Menaril 8 mg ট্যাবলেট। ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড এই ট্যাবলেট বাজারজাতকরণ করছে। ৮ মিলিগ্রামের পাশাপাশি ১৬ মিলিগ্রামের ট্যাবলেট বাজারে পাওয়া যাবে। সাধারণত আপনি অসুস্থ অবস্থাতে যদি এই ট্যাবলেট খান তাহলে সেটা কেন খাচ্ছেন আপনার শরীরে সে ট্যাবলেট এর উপকারিতা কি সেটা জানতে অবশ্যই আজকের আর্টিকেল আপনাকে সাহায্য করবে। আমরা জীবনে এমন ঔষধ অনেক খেয়েছি যে ওষুধের উপকারিতা সম্পর্কে আমরা কিছুই জানিনা।

কিন্তু আমি বলব আপনি যখন একটি ঔষধ খাবেন তখন সেই সম্পর্কের না জেনে না বুঝে নেওয়া ওষুধ খাওয়া আপনার সব থেকে বোকামির একটি উদাহরণ। অবশ্যই সবকিছু জেনে বুঝে আপনাকে ওষুধ খেতে হবে এবং সবকিছু জেনে বুঝে ওষুধ খাওয়ার জন্য সহযোগী হিসেবে সবসময় আপনি আমাদের পাশে পাবেন। আজকে আমরা Menaril 8 mg ট্যাবলেটের খুঁটিনাটি সকল তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের এই ছোট্ট আর্টিকেলের মাধ্যমে আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন।

Menaril 8 mg কি কাজ করে

 

সাধারণত এই ট্যাবলেট যেই উপসর্গগুলোর জন্য নির্দেশনা করা হয় তার মধ্যে রয়েছে মেরিনয়ারস ডিজিজ। সাধারণত এটা এমন একটি ঔষধ যা একটি হিস্টামিন এনালগ যার উৎপত্তি ঘটে মেনিয়ার্স সিনড্রোম রোগের ক্ষেত্রে হিস্টামিনের সফল প্যারেন্টেরাল ব্যবহার কর এরপরে। সাধারণত এই ঔষধ ক্ষুদ্র রক্তনালীর রক্ত পরিবহনে উন্নতি ঘটে মাথা ঘোরা উপসর্গ কমায় এবং এর ফলশ্রুতিতে মেমব্রেনাস ল্যাবেরিনহে চাপ কমে যায় এবং মেরিনয়ারস ডিজিজের উপসর্গের উন্নতি ঘটে। আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তাদের কাছে অবশ্যই এটা সমস্যার সমাধান তবে এইভাবে যদি আপনারা বুঝতে না পারেন আমরা কিছু সহজ রোগের নাম আপনাদের সামনে তুলে ধরছি যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই ওষুধের সঠিক উপকারিতা।

মূলত যে ধরনের রোগীগুলোর দীর্ঘদিন ধরে মাথা ঘোরার সমস্যা আছে অনেকের ক্ষেত্রে কানের ঝিনঝিন শব্দ বা ধীরে ধীরে শ্রবণশক্তি হারানোর প্রবণতা আছে তাদের জন্য এই ঔষধ ব্যবহার করা হয়। অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলোর কারণে অনেক সময় বমি বমি ভাবের সৃষ্টি হয় তাই এই ধরনের উপসর্গ নিয়ে যখন কোনো রোগী একজন ডাক্তারের কাছে আসে অবশ্যই ডাক্তার তাকে Menaril 8 mg ট্যাবলেট খাওয়ার সাজেশন করবেন বলে আমরা মনে করি। অবশ্যই এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ব্যাপার যে এই ঔষধ সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনারা জানতে পারলেন এখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করলে আশা করা যায় আপনাদের এই সমস্যার সমাধান হবে।

Menaril 8 mg খাওয়ার সঠিক পরিমাপ

যারা প্রাপ্তবয়স্ক মানুষ আছে তাদের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসাবে সাধারণত এই ঔষধ ৮ থেকে ১৬ মিলিগ্রাম দিনে তিনবার বিশেষ করে খাবারের সাথে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের যদি উপরে উল্লেখিত উপসর্গগুলো থাকে তাহলে অবশ্যই ডাক্তারেরা এই নিয়ম মেনে তাদের ঔষধ খেতে ফেলবেন। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে সাধারণ মাত্রা নির্ধারণ করে দেওয়া হয় সেখানে 24 থেকে 48 মিলিগ্রাম মাত্রা আপনি পেতে পারেন। যতই গুরুতর সমস্যা হোক না কেন এমন কোন তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যেখানে উল্লেখ করা হয়েছে দিনে সর্বোচ্চ ৪৮ মিলিগ্রামের ঔষধ এর বেশি কাউকে খাওয়ানো যাবে। শিশুদের ক্ষেত্রে অবশ্যই এটা ব্যবহার করা যাবে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া সেটা আপনাকে করতে হবে।

Menaril 8 mg দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া

আমরা যদি পার্শ্ব প্রতিক্রিয়া দিকে লক্ষ্য করি তাহলে মারাত্মক কোন পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় না তবে মাঝেমধ্যে মাথা ব্যথা বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে চুলকানির সমস্যা পাওয়া যেতে পারে। দামের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এর Menaril 8 mg ট্যাবলেট এর দাম ৩ টাকা।