আপনি যদি ৯ মাসের গর্ভবতী মা হয়ে থাকেন তাহলে আপনার জেনে রাখা প্রয়োজন নয় মাসের গর্ভবতী মায়ের লক্ষণগুলো সম্পর্কে। আমরা আজকে আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনাকে নয় মাসের গর্ভবতির লক্ষণ গুলো সম্পর্কে জানিয়ে দিব।
আশা করি আপনারা যারা জানতে আগ্রহী রয়েছেন তারা আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি নয় মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চা এখন থেকে যে কোন দিন জন্মাতে পারে।
আপনার গর্ভের ভেতরে এখন গর্ভাবস্থার মাঝা মাঝি সময়ে গজানো পাতলা চুলগুলো ঝরিয়ে ফেলছে গর্ভের ভেতরের তরলে ভেসে থাকার সময় বাচ্চাকে রক্ষার জন্য চামড়ার উপর যে মোমের মত অসমভরা ছিল সেটা এখন মিলে যাচ্ছে।
এছাড়াও আপনার বাচ্চার চামড়ার তলায় চর্বির বরফ তৈরি হচ্ছে যা ওকে জন্মানোর পরে গরম রাখতে সাহায্য করবে। সদ্য জন্মানো বাচ্চাদের গরম রাখতে হয়, এটা করার সবথেকে ভালো উপায় হল ওকে জামা কাপড়ের নিচে বুকের কাছে জড়িয়ে রাখা।
নয় মাসের গর্ভবতীর প্রসব শুরু হলে কি করে বুঝবে?
আপনি যদি নয় মাসের গর্ভবতী মা হয়ে থাকেন তাহলে এই অংশটুকু আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আপনি হয়তো ভাবছেন প্রসব শুরু হলে কি করবেন। আসলে ভাবনার কিছু নেই জেনে রাখাই ভালো। তিন ভাবে প্রসব শুরু হতে পারে।
এক হল আপনার অন্তর বাসে সাদা স্রাবের সঙ্গে রক্তের দাগ লাগতে পারে।এটা পরের একবার দুদিনের মধ্যেই প্রসব শুরু হওয়ার চিহ্ন।
২ হল আপনার হয়তো মাসিকের ব্যথার মতো খিচ ব্যথা উঠতে পারে। প্রসবজাত এগিয়ে আসে এই ব্যাথা তত জোরালো হয় নিয়মিত এবং আরো যন্ত্রণাময় হয়ে ওঠে।
তিন হল আপনার হয়তো অল্প বা অনেকটা জল ভাঙতে পারে। এরকম হলে সোজা স্বাস্থ্য কেন্দ্রে চলে যাওয়ায় উচিত।
আপনি যদি নয় মাসের গর্ভবতী হয়ে থাকেন আর উপরের উপসর্গগুলো যদি আপনি এই মাসে দেখতে পান তাহলে বসে না থেকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্র যোগাযোগ করবেন।
নয় মাসের গর্ভবতী মায়ের প্রসব বেদনায় কি করলে উপকার হয়?
যখন আপনার নবম মাস শুরু হবে তখন থেকেই আপনাকে অনেক যত্ন সহকারে চলতে হবে এবং তখন থেকে আপনার মা হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কারণ নয় মাস পড়ার সঙ্গে সঙ্গে যে কোন দিন আপনার সন্তান জন্ম নিতে পারে। যখন আপনার প্রসবের শুরু হয় তখন হয়তো আপনি অস্থির বোথ করতে পারেন।
সংকোচন গুলি যতক্ষণ সামলানো সহজ ততক্ষণ চলাফেরা করুন এবং নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে তৈরি করে ব্যাগ গুছিয়ে নিন শিশুর আগমনের জন্য প্রস্তুত হয়ে নিন। এর সাথে সাথে হাটতে যান অল্প আহার করে নিন। আপনজনদেরকে কাছে টেনে নিয়ে গল্প করুন।
এরপর ক্রমশ যখন আপনার সংকোচন গুলি জোরালো হতে থাকে তখন ওই দিকে মনোযোগ রাখুন। আপনার শরীর এবং আপনার শিশুর কি হচ্ছে তা ভেবে দেখুন নিজেকে চিন্তা মুক্ত রাখুন এবং গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নিন।
নয় মাসের গর্ভবতী লক্ষণ
আপনি যখন নয় মাসের বেলাতে প্রসব বেদনা বাড়ার সাথে সাথে আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী সংকোচন হতে শুরু হবে। ঠিক তখনই প্রসবের জোরালো সক্রিয় পর্ব এসে যাবে। প্রবল প্রসব বেদনায় সংকোচনার দ্রুত আপনার সার্ভিস খুলে দেয় আপনার শিশুর বেড়িয়ে আসার পথ তৈরি করে দেয়।
এই সংকোচনের সময় আপনি হয়তো কথা বলতে পারবেন না বা কারোর দিকে চোখ তুলেও তাকাতে বা হাসতে পারবেন না যা কাজ করছিলে সে সব বন্ধ করে আপনার হাঁটু মুড়ে বা কুণ্ডলী পাকিয়ে বসতে হবে এবং সংকোচন সামলানোর দিকে সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে। এভাবে আপনি একজন সুস্থ ও সন্তানের জন্ম দিতে পারবেন।
আশা করি আপনারা আমাদের আর্টিকেলের মাধ্যমে নয় মাসের গর্ভবতী মায়ের লক্ষণ গুলো সম্পর্কে জেনে নিতে পেরেছেন।