Normens Tablet কেন খায় নরমেন্স 5mg

নারথিস্টেরন অ্যাসিটেট গ্রুপের ঔষধ হচ্ছে NORMENS TABLET । মূলত এই ওষুধটি রেনাটা লিমিটেড বাংলাদেশে বাজারজাতকরণ করছে। আজকে আমরা এই ওষুধ সম্পর্কে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে এই ওষুধ খাচ্ছেন তাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে। নিয়মিত এই ওষুধ খেলে সে কি উপকার পাবে এবং নিয়মিত কি পরিমানে ওষুধ তাকে খেতে হবে সে বিষয়ে জানতে আমরা সবসময় তাকে সাহায্য করবো।

এছাড়াও যে সকল রোগীরা দুশ্চিন্তায় আছেন দীর্ঘদিন ধরে NORMENS TABLET ট্যাবলেট খেলে তার শরীরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা বা কোন ধরনের ক্ষতি হবে কিনা তাদের এই ধরনের চিন্তা দূর করতে আমরা পাশে আছি। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং ঔষধ প্রস্তুতকারকের বিভিন্ন তথ্য অনুযায়ী ১০০% সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তাই আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ আর্টিকেল জুড়ে।

NORMENS TABLET ৫ মিলিগ্রাম ট্যাবলেট কোন অসুখে খায়

আমরা আগেই বলেছি এই ওষুধ এর উপাদান হচ্ছে নারথিস্টেরন অ্যাসিটেট। এই ঔষধ কোন অসুখের জন্য ব্যবহার করা হয় এটার প্রশ্ন অনেকেই করে থাকেন। সাধারণত যারা মেয়ে রোগী আছেন তাদের জন্য এই ঔষধ ব্যবহার করা হয় এবং তাদের বিভিন্ন গিয়নি সমস্যার প্রতিরোধের জন্য মূলত এই ওষুধ ব্যবহার করা হয়। মাসিক শুরুর পূর্ব উপসর্গে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিলে এই ঔষধ ব্যবহার করা হয়।

যাদের শারীরিক সুস্থতার জন্য মাসিক স্থগিত এর প্রয়োজনীয়তা রয়েছে তাদের ক্ষেত্রে মাসিক স্তগিতের জন্য এই NORMENS TABLET ৫ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। এছাড়াও অ্যান্ড্রমেট্রিওসিস নামক অসুখের জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। যে সকল রোগীরা এই রোগে আক্রান্ত হয়ে থাকেন বিশেষ করে মেয়েরা তাদের জন্য এই ওষুধ অপরিহার্য। অনেক সময় অতিরিক্ত রক্তচাপের কারণে মেয়েদের শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যেতে পারে তাই এখানে এই ওষুধটি ব্যবহার অপরিহার্য।

এছাড়াও ত্রুটিপূর্ণ জড়াও রক্তপাতের জন্য অর্থাৎ মেট্রোপ্লেথিয়া হিমুরেজিয়া নামক অংশকে যদি কোন মেয়ে আক্রান্ত হয় তাহলে সেটা প্রতিরোধের জন্য নরম্যান্স পাস মিলিগ্রাম ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ সেবন করতে হবে।

NORMENS TABLET ৫ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার মাত্রা

মূলত এখানে অবশ্যই আপনাকে একটি জিনিস খেয়াল করতে হবে অতিরিক্ত ওষুধ খাওয়া মোটেই শরীরের জন্য ভালো নাই তাই পরিণত পরিমাণে ওষুধ খাওয়ার চেষ্টা করুন। প্রতিপূর্ণ জোড়ায় রক্তপাতের জন্য একটি করে ট্যাবলেট দিনে তিনবার ১০ দিন পর্যন্ত খেতে হবে এবং রক্তপাত ১-৩ দিনের মধ্যে বন্ধ হয়ে গেলে সেটা ১০ দিন পরে আর খাওয়া যাবে না।

যাদের ত্রুটিপূর্ণ রক্তপাত পুনরাই হয় তাদের ক্ষেত্রে যদি ডিম বাসায় স্বাভাবিক কার্যাবলির কোন লক্ষণ দেখা না যায় তবে পুনরাবৃত্তি নিশ্চিত অর্থাৎ মাসিক চক্রের ১৯ তম দিন থেকে ২৬ তম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দুইবার করে সেবন করলে মাসিক সুনিশ্চিত হবে। এছাড়াও মাসিক পূর্ব মাস্টার অন্তর্ভুক্ত এর জন্য মাসিক চক্রের ১৯ তম দিন থেকে ২৬ তম দিন পর্যন্ত দিনে ২-৩ টি করে ট্যাবলেট সেবন করলে মাসিক পূর্ব উপসর্গ যেমন মাথা ব্যথাড় মাইগ্রেনের সমস্যা, স্তনের অস্বস্তি, শরীরের পানি ধারণ, স্পন্দন বেড়ে যাওয়া এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

NORMENS TABLET ৫ মিলিগ্রাম ট্যাবলেট এর দাম কত

রেল এটা লিমিটেড নরম্যান্স 5 মিলিগ্রাম ট্যাবলেটটি বাজারজাতকরণ করছে। বর্তমানে আমরা যদি এই পণ্যটির মূল্যে আসি তাহলে ১০০ পিসের প্যাকেটের মূল্য দাঁড়াবে 650 টাকা। সেখানে যদি কেউ এক পিস কিনতে চায় তাহলে তার খরচ হবে 6.50 টাকা।

এই ওষুধটি সত্যি মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং মেয়েদের জন্য এটা অপরিহার্য একটি ঔষধ। তাই কোনভাবে এই ওষুধ অবহেলা করা যাবে না এবং নিয়মের বাইরে গিয়ে ঔষধ খাওয়া যাবে না।