আপনি কি গর্ভবতী হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নিচ্ছেন? গর্ভধারণের জন্য নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাফেরা করছেন? তবে আপনার পিরিয়ড এখনো মিস হয়নি? তাহলে কি করে পিরিয়ড মিস হওয়ার আগে বুঝবেন যে আপনি গর্ভবতী? সে বিষয়ে যদি জানতে চান তাহলে আমি বলব আপনি সঠিক জায়গাতে এসেছেন কারণ আজকে আমরা আমাদের আর্টিকেলে আলোচনা করতে এসেছি পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার যেসব লক্ষণসমূহ রয়েছে সেই লক্ষণগুলো সম্পর্কে।
আশা করি আমাদের দেওয়া আর্টিকেলটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি অবশ্যই মিলিয়ে নিতে পারবেন পিরিয়ড হওয়ার আগেই বুঝে যাবেন যে আপনি গর্ভবতী কিনা। এর জন্য অবশ্যই আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে তো চলুন জেনে নেই।
গর্ভ রোপন, রক্তপাত এবং খিচুনি
মাসিকের খিচুনি হালকা রক্তপাত এবং দাগ লাগা যা গর্ভ রোপনের রক্তপাত নামের সাধারণত অভিহিত করা হয়ে থাকে তবে গর্ভাবস্থার কিছু প্রাথমিক ও স্পষ্ট লক্ষণ হিসেবেও পরিচিত। নিষিদ্ধ ডিম নিজেকে জরায়ুর দেয়ালে সংযুক্ত করে যার ফলে গর্ভের উপর হয়ে থাকে।
আপনার যদি মাসিক চক্র নিয়মিত হয়ে থাকে তবে গর্ভের ওপর রক্তপাতের লক্ষণগুলি পিরিয়ড মিস করার এক সপ্তা বা ঐরকম সময় আগেই ঘটে থাকে। অবশ্যই মিলিয়ে দেখুন যদি আপনার এই লক্ষণটি থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী আর সেটি পিরিয়ড মিস হওয়ার আগেই।
শরীরের মৌলিক তাপমাত্রা বেড়ে যাওয়া
গর্ভবতী হওয়ার আরেকটি লক্ষণ হল শরীরের মৌলিক তাপমাত্রা আগের তুলনায় অনেকাংশে বেড়ে যাওয়া। ডিম্ব স্ফুটনের আগে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আপনার পিরিয়ড চক্রের পরে স্বাভাবিকের ফিরে আসে। তবে গর্ভাবস্থা এর পুরো সময় জুড়ে শরীরের মৌলিক তাপমাত্রা বেশি থাকার প্রবণতা অনেকাংশে বেড়ে যায়।
গর্ভ রোপন হয়ে গেলে সিস্টেম এর মধ্যে একটি নতুন জীবনকে জায়গা দেওয়ার জন্য শরীর নিজেকে প্রস্তুত করে তোলে যার ফলে তাপমাত্রা বেড়ে যাওয়াটা একটি স্বাভাবিক উপসর্গ বলে বলা হয়ে থাকে। এই উপসর্গটিও আপনি আপনার সাথে মিলিয়ে নিন যদি মিলে যায় তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনি গর্ভবতী আর এটি পিরিয়ড মিস হওয়ার আগেই।
ব্যথাযুক্ত কমল এবং ভারী স্তন
গর্ভবতী হওয়ার আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো স্তন ভারী হয়ে যাওয়া এবং হালকা হালকা ব্যথাযুক্ত অনুভব করা। ব্যথাযুক্ত কমল ভারী স্তন হলো পিরিয়ড মিস করার একসপ্তাহ আগে লক্ষ্যনীয় গর্ভাবস্থায় একটি লক্ষণ। এটি প্রায় প্রত্যেক গর্ভবতী মায়েদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর এটি পিরিয়ড মিস হওয়ার আগে থেকেই শুরু হয়ে থাকে। তাই আপনি নিজের সঙ্গে এই লক্ষণটিও মিলিয়ে নিন যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি হয়তো বা গর্ভবতী।
অবসাদ এবং ক্লান্তি
গর্ভাবস্থার বেশ কয়েকটি লক্ষণের মধ্যে আরেকটি লক্ষণ হল অবসাদ এবং ক্লান্তি অনুভব করা। হরমোনের পরিবর্তন আপনাকে সারাক্ষণ ক্লান্ত এবং অবসন্ন রাখবে। অবসাদ এবং ঘুমঘুম ভাব গর্ভবতী হওয়ার প্রাথমিক চিহ্ন সমূহ ছোট টুকিটাকি কাজ করার পর ক্লান্ত বোধ করা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়।
প্রোজেস্টেরনের মাত্রাকে ঘুমানোর প্রবণতা বৃদ্ধির জন্য দায়ী করা হয় এবং প্রথম ত্রৈমাসিকের পুরো সময়টিতে এরকমই থাকে। তাই আপনার শরীরের সাথে যদি এই লক্ষণটিও মিলে যায় তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি গর্ভবতী আর সেটি পিরিয়ড মিস হবার আগেই আপনি জেনে যাবেন।
খাদ্যের আকাঙ্ক্ষা, গন্ধের প্রতি বিতৃষ্ণা
গর্ভবতী মায়েদের প্রধান লক্ষণ গুলোর মধ্যে আরেকটি লক্ষণ হল খাদ্যের আকাঙ্ক্ষা এবং গন্ধের প্রতি বিতৃষ্ণা হওয়া।গর্ভাবস্থার হরমোন গুলি আপনার প্রিয় খাবার গুলির আকাঙ্ক্ষা করার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে থাকে এবং এটি কিছু গন্ধের প্রতি বিতৃষ্ণা জাগাতে পারে। গন্ধের প্রতি সংবেদনশীলতা হঠাৎ বেড়ে যেতে পারে এবং সাদ কটু লাগা এবং খাদ্যের প্রতি ব্রিটিশ না জাগা গর্ভধারণের পর প্রাথমিক সপ্তাহ গুলোতে ঘটে থাকে। তাই এই লক্ষণ কেউ যদি আপনার মিলে যায় তাহলে আপনি বুঝে নিবেন যে আপনি গর্ভবতী।