Cef-3 400mg এর কাজ কি সেফ ৩

আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই আর্টিকেলে যেখান থেকে আপনারা Cef-3 400mg এর সঠিক কার্যকারিতা সম্পর্কে খুব সুন্দর ভাবে জানতে পারবেন। আজকে আমরা খুব সূক্ষ্মভাবে আপনাদের সঙ্গে এই ঔষধ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি তাই একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন। আপনারা হয়তো অবগত আছেন যে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড বহুদিন যাবত এই ওষুধটি বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ করছে। এই ক্যাপসুল উৎপাদনে তারা ব্যবহার করেছে সেফিক্সিম ট্রায়হাইড্রেট। এখানে যে মূল উপাদান ব্যবহার করা হয়েছে? সেটা অত্যন্ত কার্যকরী একটি উপাদান।

Cef-3 DS 400mg ক্যাপসুল ব্যবহার করা হয়েছে সেই মূল উপাদান কতটা কার্যকরি আমাদের শরীরের জন্য সেটা জানার প্রয়োজন রয়েছে। প্রস্তুতকারকের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজকে আমরা আপনাদের এই তথ্যগুলো দিতে চলেছি। তবে একটি জিনিস পরিষ্কার ভাবে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে একজন ডাক্তার যখন রোগীদের চিকিৎসা প্রদান করে তখন সবার প্রথমে তিনি চেষ্টা করে সেই রোগীর লক্ষণগুলো দেখে একটি রোগ নির্ণয় করতেন। রোগের উপর নির্ভর করে তিনি রোগীদের ওষুধ লিখে থাকেন তাই সঠিক বিষয়গুলো একজন ডাক্তার খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে।

Cef-3 DS 400mg সঠিক কাজ কি

সেফিক্সিম ট্রায়হাইড্রেট হচ্ছে তৃতীয় প্রজন্মের ব্যাকটেরিয়া ধ্বংসকারী এন্টিবায়োটিক। এটা মুখে সেবনযোগ্য অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। এটা মূলত তখন কাজ করে যখন একটি ব্যাকটেরিয়া মানব শরীরে তার কোষ প্রাচীর তৈরি করে। এই কোষ প্রাচীর তৈরি করার সময় এই এন্টিবায়োটিক সেই কোষপ্রাচীর কে ধ্বংস করে দেয় যার ফলে ব্যাকটেরিয়া তার শক্তি ধরে রাখতে পারে না এবং আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আজকে আমরা এই ওষুধ এর সঠিক কার্যকর্তা সম্পর্কে জানার চেষ্টা করব।

আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়ে থাকে। তবে যে সকল রোগীদের ক্ষেত্রে অজটিল মূত্রনালীর বিভিন্ন সংক্রমণ হয় তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য ডাক্তারেরা রেফার করতে পারেন Cef-3 DS 400mg ক্যাপসুল। অজটিল গনোরিয়া অত্যন্ত সাংঘাতিক একটি রোগ এবং সেই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য Cef-3 DS 400mg ক্যাপসুল অত্যন্ত কার্যকরি একটি ঔষধ। ফ্যারেনজাইটিস এবং টনসিলাইটিস এই ধরনের রোগের প্রায়ই আক্রান্ত হয়ে রোগী ডাক্তারের পরামর্শ নিতে আসে এবং তখন ডাক্তারেরা চাইলে তাকে Cef-3 DS 400mg ক্যাপসুল দিতে পারে নির্দিষ্ট পরিমাণে।

Cef-3 DS 400mg খাওয়ার পরিমাপ

এই ক্যাপসুল তার পরিমাপ সম্পর্কে বলতে গেলে সবার প্রথমে বলতে হয় আমরা যতটুকু জানি এই ঔষধের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত চিকিৎসা চালানো যেতে পারে। এটা নির্ভর করবে রোগীর সুস্থতার ওপর এবং রোগীর শরীরে গঠনের ওপর সব মিলিয়ে ডাক্তার সরাসরি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। যাদের বয়স ১২ বছরের ওপরে অর্থাৎ যারা প্রাপ্ত আসলো তাদের খেতে প্রতিদিন ২০০ থেকে ৪০০ মিলিগ্রাম ক্যাপসুল খেতে হবে অর্থাৎ এই ক্যাপসুল অর্ধেক করে দুইবার আপনি খেতে পারেন অথবা একবার সরাসরি ওষুধ খেতে পারেন। যাদের বয়স এর থেকে কম তাদের ক্ষেত্রে সাধারণত এই ওষুধ সরাসরি খাওয়া যাবেনা সিরাপ ব্যবহার করতে হবে।

Cef-3 DS 400mg ক্যাপসুল এর পার্শ্ব প্রতিক্রিয়া

এন্টিবায়োটিক যতটা কার্যকরী আমাদের শরীরের জন্য সেই অ্যান্টিবায়োটিকের খারাপ ব্যবহার হতে পারে আমাদের শরীরের সবথেকে বড় খারাপ দিক। এখন বিজ্ঞানীরা সব থেকে বেশি চিন্তায় আছেন মানব শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট নিয়ে তার কারণ হচ্ছে বিভিন্ন খাবার উৎস থেকে আমাদের শরীরে যে পরিমাণ এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে কোন অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করবে না তখন আমরা বিভিন্ন ইনফেকশনে আক্রান্ত হয়ে মারা যাবো। তাই অবশ্যই এন্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।