DISOPAN 0.5 ট্যাবলেটটি বাজারজাতকরণ করে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড। এখানে যেই গ্রুপের ঔষধ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ক্লোনাজিপাম। এখন আমরা জানার চেষ্টা করব এই ক্লোনাজিপাম ০.৫ মিলিগ্রাম ট্যাবলেটটি একজন রুগীর শরীরে কি কি কাজে আসে। প্রথমত আমরা ১০০% সঠিক তথ্য আপনাদের দিচ্ছি এতে করে আপনাদের মনে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো সরে যাবে। এরপরে রোগীর সঠিক পরিচর্যার ক্ষেত্রে আপনি নতুন নতুন তথ্য পাবেন যেটা আপনাকে আরো ভালোভাবে রোগীর সেবা করতে সাহায্য করবে।
আপনি যদি নিজেই রোগী হয়ে থাকেন তাহলে আপনাকে এই ওষুধ সমনে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা তারা করতে পারে তবে আপনি যদি আমাদের আজকে তথ্য পড়েন তাহলে অবশ্যই সেই দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হবেন। অনেকেই মনে করে অনেক বড় বড় সাংঘাতিক অসুখের জন্য সাধারণত এই ওষুধ দেওয়া হয়। আপনাদের এরকম বহু প্রশ্নের উত্তরে আজকে আমরা আলোচনা করব আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকছেন।
DISOPAN 0.5 মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক নির্দেশনা
DISOPAN 0.5 মিলিগ্রাম ট্যাবলেট কোন রোগের বিনিময়ে লড়াই করে এবং এর মূল কাজ কি সেটা এই অংশে আলোচনা করা হবে। সহজ ভাষায় বলতে গেলে এগোরাফোবিয়া সহ বা ব্যতীত প্যানিক ডিসঅর্ডারের জন্য এটি নির্দেশিত হয়। আকস্মিক ভীত এবং পুনর পুনর আকস্মিক ভীত হলে এই রোগের লক্ষণ দেখা দেয় এবং এই সময় ডাক্তার সাহেব প্রাথমিক অবস্থাতে আপনাকে এই ঔষধ খেতে বলবে।
এছাড়া এটি এককভাবে বা অন্যান্য ওষুধের সাথে গ্যাসপূট সিনড্রোম কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে। দীর্ঘদিন ধরে ক্লোনাজিপাম ব্যবহারের কার্যকারিতা অর্থাৎ ৯ সপ্তাহের অধিক ব্যবহারের ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত ক্লিনিক্যাল পর্যবেক্ষণ করা হয়নি। গৃহকালীন ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযোগী বিবেচনা করে রোগীকে ক্লোনাজিপাম দিতে পারেন তবে এখানে রোগী নিজে থেকে এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণ করতে পারবে না।
DISOPAN 0.5 মিলিগ্রাম ট্যাবলেট সেবন এর সঠিক মাত্রা
আজকের এই ওষুধটি কোন বয়সের মানুষের জন্য প্রযোজ্য এবং তার ওজন কত হলে সে কতটুকু ঔষধ খেতে পারবে সে সম্পর্কে আলোচনা করব। যদিও এটা সঠিক নির্ধারণ করে দিতে পারে আপনার ডাক্তার তারপরও আমরা সবসময় এই তথ্যগুলো দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। সবার প্রথমে প্রাপ্তবয়স্কদের কথা বলি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ মাত্রা ১.৫ মিলিগ্রাম দিনে তিনবার খাওয়া যেতে পারে। এছাড়াও এর দৈনিক সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করা যায় ২০ মিলিগ্রাম যেটা অতিরিক্ত অসুস্থ রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
এছাড়াও প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা শুরু হতে পারে 0.25 মিলিগ্রাম থেকে এবং এটা বৃদ্ধি পেয়ে ০.১০০ মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। তবে অবশ্য এটা বিভক্ত মাত্রায় দিতে হবে । যদি শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করার প্রয়োজন পড়ে তাহলে শিশুদের ঝিমানো ভাব কমানোর জন্য প্রারম্ভিক মাত্রা হতে পারে 0.01 থেকে 0.03 মিলিগ্রাম প্রতি কেজিতে। তবে এটা ১০ বছর বা ৩০ কেজি ওজন পর্যন্ত সীমাবদ্ধ।
DISOPAN 0.5 মিলিগ্রাম ট্যাবলেটের প্রতিক্রিয়া
এই ওষুধটি অতিরিক্ত মাত্রায় কোন ভাবে খাওয়া যাবে না। ক্লোনাজিপাম ব্যবহারের ক্ষেত্রে সচরাচর যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার মধ্যে মস্তিষ্কের অবসন্নতা অন্যতম। তবে সিজার রোগীদের মধ্যে ৫০% এর ক্ষেত্রে মাথা ঘোরা এবং ৩০% রোগীদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত চলাচল হতে পারে এই ঔষধ এর পার্শপ্রতিক্রিয়া। কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সময় সাথে সাথে চলে যায় তবে ২৫ % রোগীদের ক্ষেত্রে আচরণগত বিভিন্ন সমস্যা দেখা যায়।
এছাড়াও আপনারা যদি একটু তীর্থ ভাবে লক্ষ্য করেন তাহলে অস্বাভাবিক বাঁধভঙ্গি থেকে শুরু করে খিচুনি হওয়া সিদ্ধান্ত হীনতায় ভোগা বিভিন্ন ধরনের মানসিক বিষণ্ণতা স্মৃতি লোভ পাওয়া অথবা হ্যালুসিলেশন এই ধরনের ঔষধ এর পার্শ্বপ্রতিক্রিয়া। এর পাশাপাশি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়া এবং অনিদ্রা এবং বুক ধরফর করা হতে পারে এই ওষুধের আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া।