Famotack 20 এর কাজ কি ফ্যামট্যাক ২০ এম জি

FAMOTACK 20 ট্যাবলেট স্কয়ার ফার্মাসিটিক্যালস লিঃ ট্যাবলেট। FAMOTACK 20 উৎপাদনে ব্যবহার করা হয়েছে হ্যামোটিডিন ২০ মিলিগ্রাম। এখানে শুধু ২০ মিলিগ্রামের ধরন আপনি বাজারে পাবেন না এর সঙ্গে আপনি আরো পাবেন 40 মিলিগ্রাম ট্যাবলেট এর একটি ধরন। এর পাশাপাশি এই ঔষধ সিরাপ ফরম্যাটেও পাওয়া যাবে তাই যাদের সিরাপ খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তারা এই ওষুধটি সিরাপ ফরমেটে কেন নিতে পারেন।

আমরা প্রতিনিয়তই ঔষধের বিভিন্ন খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মনে করেন আপনি একটি ঔষধ খাচ্ছেন সে ওষুধ খাওয়ার ফলে আপনি সুস্থ হতে পারছেন না তাহলে অবশ্যই আপনার মনের সন্দেহ জাগতে পারে ডাক্তার সাহেব কি আপনাকে ভুল ওষুধ দিচ্ছে। কিন্তু আমার মনে হয় এই প্রশ্নটি আপনি ঔষধ খাওয়ার পরে না করে ঔষধ কেনার সময় নিজেকে করতে পারেন এবং আমাদের এখানে দাও তথ্য থেকে সেটা যাচাই-বাছাইও করতে পারেন। চলুন জানার চেষ্টা করি আজকের FAMOTACK 20 মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা।

FAMOTACK 20 মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি

সাধারণত বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে একটি ঔষধ এবং আজকের যে ট্যাবলেট নিয়ে আমরা আলোচনা করছি সেটাও তার ব্যতিক্রম নয়। যে সকল রোগীদের শরীরে গ্যাস্ট্রিক আলসারের উপসর্গ দেখা দেয় সে সকল রোগীদের চিকিৎসার জন্য ডাক্তার সাহেব ফেমোটিডিন গ্রুপের এই ওষুধটি নির্দেশনা করতে পারে।

এ সকল রোগীদের ক্ষেত্রে ডিউটেনাল আলসারের উপসর্গ দেখা দিতে পারে তাদের ক্ষেত্রেও ঠিক একই ধরনের ঔষধ ডাক্তার সাহেব নির্দেশনা দিতে পারে। এছাড়াও কোন রোগী যদি ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার যদি লক্ষ্য করে সেই রোগের অন্তরের ওপরের অংশে রক্তক্ষরণ দেখা দিয়েছে তাহলে সে রক্তক্ষরণ প্রতিরোধে আজকের এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে। এছাড়াও যাদের তীব্র স্ট্রেস আলসার রয়েছে তাদের ক্ষেত্রেও FAMOTACK 20 ব্যবহার করা যেতে পারে।

এখান থেকে আমরা হয়তো বুঝতে পেরেছি যে পুরাতন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অথবা তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা থেকে যদি কোন ধরনের ক্ষত আমাদের পাকস্থলীতে তৈরি হয় তাহলে আজকের এই ট্যাবলেটটি সবথেকে গুরুত্বপূর্ণ ঔষধ। সাধারণত ফেমোটিদিন হিস্টামিন H-2 রিসেপ্টর বিরোধী। যার কারণে পেরিফেরাল কোষের H-2 রিসেপ্টর গুলিতে হিস্টামিনের ক্রিয়াটি সম্পূর্ণভাবে বাধা দেয়। এই ভাবেই মূলত এই ঔষধ কার্যকারিতা লাভ করে আস্তে আস্তে মানব শরীরে।

FAMOTACK 20 মিলিগ্রাম ট্যাবলেট এর খাওয়ার সঠিক নিয়ম

আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন এবং ডাক্তার এটা নির্ধারণ করতে পেরেছে যে আপনাদের গ্যাস্ট্রিকের আলসারজনিত বিভিন্ন ধরনের সমস্যা আছে অথবা অন্তরের ওপরে অথবা রক্তক্ষরণের সমস্যা আছে তাদের কি পরিমাপে ঔষধ সেবন করতে হবে সেটা এখন আমরা জানাবো। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে ২০ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবনযোগ্য। এছাড়াও ৪০ মিলিগ্রাম করে দিনে একটি ট্যাবলেট প্রতিদিন রাতে শোবার সময় খেয়ে শুতে হবে এবং এটা অবশ্যই ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেবে বলে আমি মনে করি।

এর পাশাপাশি যাদের তীব্র গ্যাসের সমস্যা আছে এবং পুরাতন গ্যাসের অনেক সমস্যা আছে তাদের জন্য সচরাচর FAMOTACK 20 মিলিগ্রাম দিনে দুইবার খাওয়ার কথা বলা হয়েছে। সবসময় ঔষধ নির্ভর করে রোগীর বয়সের উপর নির্ভর করে এবং রোগীর শরীরের যে লক্ষণ বা উপসর্গ গুলো আছে তার উপর নির্ভর করে। এখানেও এর ব্যতিক্রম নয় দিনে সর্বোচ্চ 40 মিলিগ্রাম খেতে পারবে এবং যদি সে একবারে ৪০ মিলিগ্রাম ঔষধ খেতে চায় তাহলে সবার আগে একবার খাবে ৪০ মিলিগ্রাম। এই ঔষধ ব্যবহার করা হয় সর্বোচ্চ ৪-৮ সপ্তাহর জন্য এবং আশা করা হয় রোগী যদি শারীরিক দিক দিয়ে সুস্থ থাকে তাহলে এর মধ্যেই শেষ সুস্থ হতে পারবে।