Feglo FZ ট্যাবলেট এর মূল কাজ কি সে সম্পর্কে আজকে আলোচনা করব এর পাশাপাশি আরো এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের মাঝে কিছু কমন ঔষধ রয়েছে যেগুলো আমরা রেগুলার খেয়ে থাকি বা কাউকে খেতে দেখে থাকি। কিন্তু এর মধ্যেও কিছু আনকমন ঔষধ আছে যারা বিশেষ রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজকে তেমনি একটি ট্যাবলেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি।
Feglo FZ ট্যাবলেট টি মূলত তিনটি উপাদানের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এটি একেবারে আনকমন একটি ঔষধ। এখানে আমরা এই ওষুধের নির্দেশনা সম্পর্কে আপনাদের ধারণা দিলে আপনারা পরিষ্কার ভাবে সে বিষয়টি বুঝতে পারবেন। মূলত ফেরাস অ্যাসকরবেট + ফলিক অ্যাসিড + জিংক সালফেট এই তিনটি উপাদান একত্রিত করে একটি ঔষধ তৈরি করা হয়েছে এবং এই ওষুধটি তৈরি করেছে এসিআই লিমিটেড।
এখানে তিনটি উপাদান যথাক্রমে ৪৮ মিলিগ্রাম এর সঙ্গে 0.5 মিলিগ্রাম এবং ২২.৫ মিলিগ্রাম ব্যবহার করা হয়েছে। এই ওষুধটি বর্তমানে বাজারে অ্যাভেলেবল রয়েছে এবং আপনি যদি ওষুধটি ক্রয় করতে চান তাহলে জেনে রাখুন এর প্রতি ইউনিট প্রাইস এর মূল্য পড়বে ৫ টাকা। চলুন এই ঔষধের অন্যান্য খুঁটিনাটি তথ্য জানি।
Feglo FZ ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা
সবার প্রথমে আপনাদের জানতে হবে এই ওষুধে কি প্রিপারেশন ব্যবহার করা হয়েছে। এখানে যে প্রিপারেশন ব্যবহার করা হয়েছে মূলত সেই প্রিপারেশন যে কাজগুলো করে থাকে সে সম্পর্কে জানলেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন ঔষধ এর সঠিক কার্যকারিতা সম্পর্কে। সাধারণত আয়রনের ঘাটতির প্রোফাইল ল্যাকটিসে নির্দেশিত হয় এই ওষুধ। এর পাশাপাশি বিশেষত যখন অপর্যাপ্ত ডায়েটের কারণে গর্ভাবস্থায় এবং রক্তস্বল্পতার সময়ে পরিপূরক জিংক এবং আয়রনের প্রয়োজন হয়।
সহজ ভাষায় আমরা যদি বলি তাহলে এই ওষুধে যে প্রিপারেশন ব্যবহার করা হয়েছে সেই প্রিপারেশন এর উপাদান গুলো যদি আমাদের শরীরে কম হয় তখনই মূলত ওষুধটি ডাক্তার আপনাকে নির্দেশিত করবে। অবশ্য এটা খেতে হবে এবং কি পরিমানে খেতে হবে তার জন্য বয়স কত লাগবে সে সম্পর্কে অনেকের মনে অনেক কৌতুহল জাগছে। চলুন আপনাদের কৌতুহল গুলো একেবারেই দূর করে দেয় এবং জানার চেষ্টা করি এই ওষুধ খাওয়ার সঠিক পরিমাপ।
Feglo FZ ট্যাবলেট খাওয়ার সঠিক পরিমাপ
সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে একটি করে ট্যাবলেট খাবারের আগে বা খাবারের পরে খাওয়ার ইঙ্গিত রয়েছে। তবে এখানে ইঙ্গিত বোঝানো হয়েছে এর কারণেই যে কোন রোগের পক্ষে কতটুকু ঔষধ এবং কখন সেটা খেতে হবে নিশ্চিত করতে পারে উপস্থিত ডাক্তার। আমরা যারা এই আর্টিকেল লিখি তাদের মধ্যে কেউ ডাক্তার না এবং কারো কাছে ডক্টরের ডিগ্রি ও নেই আমরা সাধারণত অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করে থাকি।
যারা এই ওষুধগুলো প্রস্তুত করেছে তারা মূলত সেই ওষুধ সম্পর্কে বেশি ভালো জানে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা বাংলায় খুব সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করি তাই এখানে আপনাদের টেনশন করার কিছু নেই। শিশুদের ক্ষেত্রে ইহার সুরক্ষা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি তাই শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন এই ওষুধটির।
Feglo FZ ট্যাবলেট এর সঠিক পার্শ্ব প্রতিক্রিয়া
আজকে আমরা জানার চেষ্টা করব এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অবশ্যই খুব লক্ষণীয় বিষয়। এ কারণে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে বমি বমি ভাব এবং বমি হওয়ার পর্যন্ত হতে পারে এবার অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। অনেকের ক্ষেত্রে হার্ট জ্বালাপোড়া এবং ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পরিমাণে ঔষধ খাওয়া অতিরিক্ত ওষুধ থেকে নিজেকে বর্জন রাখা। আশা করছি এই ঔষধ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আপনারা নিতে পারলেন।