ইমোটিল ক্যাপসুল তৈরি করেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল তৈরিতে ব্যবহার করা হয়েছে কি উপাদান? লোকেরামাইড হাইড্রোক্লোরাইড উপাদানের মাধ্যমে এই ঔষধ তৈরি করা হয়েছে। তাহলে যখন আমরা কোন কিছুর ধর্ম সম্পর্কে জানতে চাইব তখন অবশ্যই সেই ঔষধের গ্রুপ সম্পর্কে আগে জানবো। প্রধান গ্রুপের কার্যকারিতা সম্পর্কে জানলে আমরা ঔষধের কার্যকারিতা সম্পর্কে জানতে পারব।
আমরা এই আর্টিকেলে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রধান হচ্ছে Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল এর সঠিক কার্যকারিতা নিয়ে। এরপরে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এই ক্যাপসুল কি পরিমাণে আপনি খেতে পারেন। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন এই capsule এর কোন পার্শ্ব প্রতিক্রি আছে কিনা। তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি Imotil 2 এর সঠিক দিকগুলো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল এর সঠিক কার্যকারিতা কি
সাধারণত লোপেরামাইড হাইড্রোক্লোরাইড যে উপসর্গগুলো থাকলে রোগীর শরীরে ব্যবহার উপযোগী সেই উপসর্গগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। একজন রোগী যখন ডাক্তারের কাছে যায় তখন অবশ্যই ডাক্তার সর্বপ্রথম চেষ্টা করে তার রোগ নির্ণয় করতে। রোগীর কি সমস্যা আছে এবং রোগী সে সমস্যার জন্য কতটা কষ্ট করছে এবং রোগীর বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করে মূলত ডাক্তারেরা তাদের ঔষধ নির্দেশ করে। কোন সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা হবে সে সম্পর্কে আজকে জানবো।
সবার প্রথমে বলতে গেলে বলতে হয় তীব্র ডায়রিয়া। মানুষের শরীর থেকে ডায়রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই পানি বেরিয়ে গেলে হঠাৎ করে মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে যায়। যাদের প্রচুর পরিমাণে ডায়রিয়া হয় এবং কোনোভাবেই সেটা বন্ধ হয় না তখন Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা হয় বা ডাক্তারেরা তখন Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল নির্দেশনা দেয়।
এর পরবর্তীতে উদরে ব্যথা বা খিচুনিসহ ডায়রিয়া অর্থাৎ একই ধরনের সমস্যা ডায়রিয়া হতে হতে পেটে অত্যাধিক ব্যথা হচ্ছে এবং মাঝে মধ্যে খিচুড়ি হচ্ছে তখনো Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল ডাক্তারেরা নির্দেশ করতে পারে। এছাড়াও দীর্ঘস্থায়ী ডায়রিয়া আছে যাদের অর্থাৎ দীর্ঘস্থায়ী ডায়রিয়ার সমস্যার সমাধানের জন্য অন্যান্য ঔষধ কাজ না করলে ডাক্তারেরা লোপামাইট হাইড্রোক্লোরাইড ব্যবহার করে থাকেন।
অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক পরবর্তী সার্জারির ক্ষেত্রে ব্যবহার করা হয় Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল। এই ক্যাপসুলগুলো অত্যন্ত কার্যকরী হয়ে ওঠে তাই মানব শরীরে বহুবিধ ব্যবহারের জন্য ডাক্তাররা সাধারণত এই ক্যাপসুল দিয়ে থাকেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আলসারারেটিভ কোলাইটিস রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এই Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা হয়। আশা করছি আপনারা Imotil 2 এর সঠিক কার্যকারিতা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়েছেন আমাদের এই ছোট্ট আর্টিকেল থেকে চলুন জানার চেষ্টা করি এই মডেল ক্যাপসুল সঠিক খাওয়ার নিয়ম।
Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল খাওয়ার সঠিক পরিমাপ
যদি প্রাপ্তবয়স্কদের কথা বলা হয় তাহলে প্রাথমিক অবস্থায় দুটি ক্যাপসুল এবং পরে একটি করে প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর Imotil 2 মিলিগ্রাম ক্যাপসুল হতে হবে। সাধারণত ৩ থেকে ৪টি ক্যাপসুল প্রতিদিন খাওয়া যেতে পারে তবে প্রতিদিন ৮টি ক্যাপসুলের বেশি খাওয়া যাবেনা কোন ভাবে এবং এ বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
যে সকল রোগীদের বয়স ৯ থেকে ১২ বছরের মধ্যে তাদের একটি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পরে ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত পাতলা পায়খানা থামে। প্রতিদিন সর্বোচ্চ ছয়টি ক্যাপসুল খাওয়া হতে হবে এর বেশি ক্যাপসুল কোনভাবেই খাওয়ানো যাবে না। এ ছাড়াও যাদের বয়স ৫-৯ বছরের মধ্যে তাদের একটি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পর এবং পাতলা পায়খানা না থাকা পর্যন্ত ব্যবহার করতে হবে। সর্বোচ্চ প্রতিদিন ৪টি ক্যাপসুলের বেশি খাওয়ানো যাবে না।