আমাদের ঔষধ নিয়ে লিখতে ভালো লাগে তার কারণ হচ্ছে কাছ থেকে আমরা ভুল চিকিৎসার কারণে বহু মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছি। আমরা মূলত শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই ওয়েবসাইট তৈরি করেছে যেখান থেকে আপনি আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারেন। আমরা চাই যতটা সম্ভব সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে তার কারণ হচ্ছে ওষুধ নিয়ে যদি কোন ধরনের ভুল তথ্য আমরা ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেয় তাহলে সেটা হতে পারে অনেক রোগীর ক্ষতির কারণ।
আজকে যে ওষুধের কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। সাধারণত Mylax 50 ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়েছে টোলপেরিসন হাইডোক্লোরাইড। তাই যদি আমরা সরাসরি এই ওষুধের এই গ্রুপ উপাদানের কার্যকারিতা সম্পর্কে জানি তাহলে মূলত এর সঠিক কার্যকারিতা সম্পর্কে আমাদের ধারণা হবে।
আমাদের ছোট আর্টিকেলে আমাদের সঙ্গে থাকুন এবং জেনে নিন Mylax 50 ট্যাবলেট মূলত কোন কাজে ব্যবহার করা হয় এবং এই ঔষধ এর সঠিক কার্যকারিতা কি। আপনারা চাইলে এর পার্শ্ব প্রতিকরা এবং সঠিক ডোজ সম্পর্কে আমাদের এই আর্টিকেল থেকে সংগ্রহ করতে পারবেন সঠিক তথ্য।
Mylax 50 কিভাবে কাজ করে
সাধারণত এমন কিছু উপসর্গ রয়েছে যেই উপসর্গগুলো রোগীর শরীরে ডাক্তাররা চিহ্নিত করতে পারলে মূলত Mylax 50 ট্যাবলেটটি তাকে সাজেস্ট করবে। এখানে যে উপসর্গগুলো রয়েছে তার মধ্যে স্নায়ুতান্তরিক রোগজনিত বেশ কয়েকটি উপসর্গ রয়েছে চলুন সেগুলো সম্পর্কে জানি। পিরামিডাল ট্রাক্টর আঘাত, মাইলোপ্যাথি, মস্তিষ্ক ও স্নায়ূরুজ্জ প্রদাহ ইত্যাদি।
এছাড়াও অনেকের ক্ষেত্রে ঐচ্ছিক পেশিনের টোন বৃদ্ধির চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। আপনারা সকলেই হয়তো বুঝতে পেরেছেন সাধারণ কোন সমস্যার বিরুদ্ধে নয় এটা অত্যন্ত গুরুতর সমস্যার বিরুদ্ধে ব্যবহারকারী একটি ঔষধ তাই এই ওষুধের যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের মাঝে।
এছাড়াও পেশীর খিচুনি অথবা পেশির স্থায়ী সংকোচন অথবা অনমনীয়তা এই ধরনের সমস্যা সমাধানের জন্য ডাক্তারেরা নিয়মিত রোগীদের Mylax 50 ট্যাবলেট খেতে বলেন। যদি আপনার এই ধরনের কোন সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার নির্ধারণ করবে আপনার কি সমস্যা হয়েছে তার পরেই তিনি আপনাকে ঔষধ সাজেস্ট করবেন।
এছাড়া রক্তনালীর বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে Mylax 50 ট্যাবলেটটি তাই ডাক্তার যদি কাউকে এই ওষুধ খেতে বলে তাহলে ধরে নিতে হবে এই সকল অসুখের কারণে বলতো ডাক্তারেরা এই ওষুধ থাকে খেতে বলেছে।
Mylax 50 মাত্রা ও সেবন বিধি
ওষুধের ক্ষেত্রে মাত্রা এবং সেবন বিধি জানা টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধ খাওয়ার নিয়মে সবার প্রথমে যেটা বলা হয় সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন ঔষধ খাওয়া যাবে না কিন্তু আমরা কেন জানিনা তার উল্টোটাই বেশি করি। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের প্রেসক্রিপশন ছাড়া আমরা ঔষধ বেশি কিনে এবং বেশি খায় এটা আমাদের একটি বদ অভ্যাস। আশা করি আমরা সকলেই এই অভ্যাস পরিবর্তন করতে পারবো তবে চলুন আজকে জানার চেষ্টা করে Mylax 50 ট্যাবলেট এর সঠিক পরিমাপ।
পূর্ণবয়স্কদের ক্ষেত্রে রোগীর প্রয়োজনীয়তা অনুযায়ী এবং সহনশীলতার ওপর নির্ভর করে ৫০ থেকে ১৫০ মিলিগ্রাম দৈনিক তিনবার খাওয়ানো যেতে পারে। এছাড়াও যাদের শিশু রোগী হিসেবে ধরা হয় এবং বয়স তিন মাস থেকে ছয় বছরের মধ্যে তাদের 45 মিলিগ্রাম প্রতীক কেজিতে তিনটি বিভক্ত মাত্রায় দিতে হবে। অর্থাৎ ওজন যা হবে তার সঙ্গে ৫ মিলিগ্রাম করে খুন করতে হবে এবং মোট সংখ্যাকে একদিনে তিনটি ভাগ করে খাওয়াতে হবে।
এছাড়াও যাদের বয়স একটু বেশি অর্থাৎ 6 থেকে ১৪ বছরের মধ্যে তাদের দুই থেকে চার মিলিগ্রাম খাওয়াতে হবে বিভিন্ন মাত্রা ভেদে। তবে অনুরোধ থাকবে যেহেতু শিশুদের বেলায় একটু বাড়াবাড়ি না করাই ভালো তাই অনুরোধ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। তারপর পরামর্শ অনুযায়ী শিশুকে ওষুধ খাওয়াবেন।