নাপা এক্সট্রা এর কাজ কি Napa Extra – Tablet

আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আর্টিকেলে যেখান থেকে আপনারা আপনাদের অতি পরিচিত ঔষধ নাপা এক্সট্রা সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য জানতে পারবেন। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে নাপা এক্সট্রা শুধুমাত্র জ্বরের বিরুদ্ধে লড়াই করেনা নাপা এক্সট্রা একের অধিক অসুখের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং নাপা এক্সট্রা সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন।

নাপা এক্সট্রাটে মূলত দুইটি উপাদান ব্যবহার করা হয়েছে এবং এই দুইটি উপাদানের মধ্যে প্রধান উপাদান হচ্ছে প্যারাসিটামল এবং এখানে প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম ব্যবহার করা হয়েছে। এর পরে ব্যবহার করা হয়েছে ৬৫ মিলিগ্রাম ক্যাফেই। এই দুইটা একত্রিত করে একটি ফর্মেশন তৈরি করা হয়েছে যেখানে নাপা এক্সট্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসেবে বর্তমানে পরিচিত। বেক্সিমকো ফার্মা এই সুন্দর ওষুধটি বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ করছে।

নাপা এক্সট্রা ট্যাবলেট সঠিক কি কাজ করে

আমরা সকলেই অবগত আছি যে জ্বর হলে আমাদের নাপা খেতে হয় তাই সরাসরি আমরা বলতে পারি যে নাপা এক্সট্রা মূলত একটি জ্বরের ওষুধ। তবে জ্বর হলে শুধুমাত্র নাপা খেলেই হত কিন্তু কেন নাপা এক্সট্রা খাচ্ছেন তার কারণ হচ্ছে এটা কাজ করে জর্জনিত ব্যথা অর্থাৎ একই সঙ্গে আপনার শরীরে জ্বর ভালো করবে এবং জ্বরের কারণে যে ব্যথাগুলোর সৃষ্টি হবে তার বিরুদ্ধে লড়াই করবে।

এর পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হলে নাপা এক্সট্রা খাওয়া যেতে পারে। মাইগ্রেনের মাথার ব্যথা , সাধারণ সর্দি , কন্ঠ নারীর প্রদাহ ইত্যাদি কঠিন এবং জটিল রোগের বিরুদ্ধে লড়াই করতে ডাক্তারেরা নাপা এক্সট্রা প্রেসক্রাইব করে থাকেন। এই কথাগুলো শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন তার কারণ হচ্ছে আপনারা এতদিন জানতেন নাপা এক্সট্রা শুধুমাত্র জ্বরের বিরুদ্ধে লড়াই করতে পারে কিন্তু এতটা শক্তিশালী ঔষধ আরো কি কি কাজ করতে পারে সেটা জানতে পেরে অবাক হওয়াটাই স্বাভাবিক।

এছাড়াও কান ব্যথা থেকে শুরু করে বাতের ব্যথা পিঠ ব্যথা নাক ব্যথা এই ধরনের ব্যথার বিরুদ্ধে লড়াই করতে পারে নাপা এক্সট্রা। মূলত এই ওষুধের জন্য আপনি একটি জিনিসের দিক দিয়ে লাভবান হবেন সেটা হচ্ছে সরাসরি ব্যথার ওষুধ খেলে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হয় বলতে গেলে সরাসরি কিডনিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এই ওষুধ খেলে আপনি এই ধরনের কোন ক্ষতিগ্রস্ত হতে পারবেন না। এই সকল কারণেই মূলত নাপা এক্সট্রা এতটা জনপ্রিয় এবং এর পাশাপাশি মেয়েদের যে সকল ঋতুস্রাব জনিত ব্যথা আছে সেই ব্যথা নির্মূলেও নাপা এক্সট্রা ব্যবহার করা হয়।

নাপা এক্সট্রা ট্যাবলেট এর খাওয়ার সঠিক পরিমাণ

যেকোনো ধরনের নাপা খাওয়া নিয়ে আমাদের দেশে অনেক হাস্যরস আছে। আমরা বিভিন্ন কৌতুকে দেখেছি যে অনেকেই বলেছে যে কোন রোগের বিনিময়ে তিন বেলা প্যারাসিটামল খেলেই হবে। এই কৌতুক বাস্তবে রূপ ধারণ করেছে তার কারণ হচ্ছে মানুষ না পায় এত পরিমাণ খাচ্ছে যে মুড়ি ও বানজাদ পায় না। চলুন জানার চেষ্টা করি নাপা এক্সট্রা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কতটুকু খাওয়ার অনুমতি আছে এবং সে কতটুকু খেতে পারবে।

সবার প্রথমে একটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই নাপা এক্সট্রা ১২ বছর বয়সের নিচে কাউকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নাপা এক্সট্রা ট্যাবলেট খেতে হবে। ১২ বছরের বেশি যারা আছেন তাদের ক্ষেত্রে শরীরের অবস্থা এবং ওজনের ওপর নির্ভর করে প্রতিদিন 6 থেকে 8 ঘণ্টা পর পর একটি করে নাপা এক্সট্রা ট্যাবলেট খাওয়ার অনুমতি দেওয়া যায়। তবে অবশ্যই একজন মানুষের পক্ষে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আটটি নাপা এক্সট্রা ট্যাবলেট খাওয়ার অনুমতি আছে তাও আবার ডাক্তারের সুপরামর্শ এবং পরামর্শ অনুযায়ী।