Oxat 20mg এর কাজ কি অক্সাট ২০

আমরা সাধারণত ঔষধের নাম গুলোই বেশি পড়ে থাকে এবং এই নামগুলোর সঙ্গে বেশি পরিচিত। এখানে একটি সহজ ওষুধের উদাহরণ আমরা টানতে পারি সেটা হচ্ছে নাপা। নাপা বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের একটি পণ্য কিন্তু তারা এখানে উৎপাদনে ব্যবহার করে প্যারাসিটামল। মূল কার্যকারে উপাদান হচ্ছে প্যারাসিটামল এবং নাপা শুধু হচ্ছে একটি নাম কিন্তু তারপরেও নাপা এতটাই আমাদের মাঝে পরিচিত যে আমরা নাপা ছাড়া আর কিছু বলি না। কারণ হচ্ছে আমরা মনে করি সেই ওষুধই হচ্ছে নাপা বা ওষুধের মূল্য উপাদান হচ্ছে না আপ এই নাপা দ্বারা যে কার্যকর কাজগুলো হবে অন্য ওষুধ দ্বারা কোনভাবে হবে না

কিন্তু ঠিকই দেখুন অন্যান্য কোম্পানি যখন সেই একই প্যারাসিটামল ব্যবহার করে এস অথবা ডুয়েট এই ধরনের ঔষধ গুলো তৈরি করছে সেই ওষুধগুলো আমরা ব্যবহার করছি না মনে করছে এগুলো আবার অন্য ওষুধ। কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা আজকের যে ওষুধটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে এ স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি পণ্য। তারা প্যারোজেটিন হাইড্রোক্লোরাইড ২০ মিলিগ্রাম উপাদান ব্যবহার করে একটি ট্যাবলেট তৈরি করে এবং তারা এই ট্যাবলেটের নাম দিয়েছে OXAT 20MG ।

Oxat 20mg ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি

কার্যকারিতা বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যে উদ্দেশ্যকে সামনে রেখে ওষুধ খাবেন সে উদ্দেশ্য কি হবে অর্থাৎ আপনার শরীরে কোন রোগ হলে আপনি এই ওষুধ খাবেন। একজন রোগী যখন বিপদগ্রস্ত অবস্থায় ডাক্তারের কাছে যায় এবং নিজের অসহায়ত্ব ডাক্তারের কাছে বলে তখন ডাক্তার তার শরীরে কিছু উপসর্গ খোঁজার চেষ্টা করে এবং সেটা হচ্ছে রোগের উপসর্গ। আইডিয়া অনুযায়ী যদি রোগের উপসর্গ খুঁজে পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী সে তাকে চিকিৎসা দেয় আজকের এই ঔষধ কোন উপসর্গ থাকলে একজন ডাক্তার একজন রোগীকে দেবে সেগুলো জানবো।

বিষন্নতা সম্পর্কে আমরা সকলে অবগত আছি এবং কমবেশি সকলের জীবনে কোন না কোন সময় এমন এসেছে যেখানে বিষন্নতা আপনাকে গ্রাস করে ফেলেছে। এই ধরনের বিষন্নতা থেকে বেরিয়ে আসতে একজন রোগীকে একজন ডাক্তার স্বাভাবিক অবস্থায় Oxat 20mg ট্যাবলেট রেফার করতে পারে। এছাড়াও অবশেষে অবসেসিব কম্পালসিপ ডিসঅর্ডার এই ধরনের উপসর্গ রোগীর শরীরে দেখা দিলে ডাক্তার এই ওষুধ লিখবে।

অনেক রোগী শরীরে বিভিন্ন ধরনের প্যানিক ডিসঅর্ডার দেখা দেয় এবং অনেকের ক্ষেত্রে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা দেয়। এ ধরনের সমস্যা পুরোটাই হচ্ছে মানসিক সমস্যা যেটা অনেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না যার কারণে এই সমস্যায় দীর্ঘদিন ধরে পড়ে যায় যার কারণে সে তার জীবন পুরোটাই এলোমেলো করে ফেলে। যাতে সে আবার পুনরায় নরমাল জীবনে ফিরে আসতে পারে এবং তার পরিবার এবং পরিজনকে সুন্দর একটি সময় উপহার দিতে পারে তার জন্য তাকে এই ওষুধের দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।

সহজ ভাষায় বলতে গেলে বিভিন্ন ধরনের এনজাইটিজনিত বিভিন্ন ধরনের মানসিক সমস্যা প্রতিরোধে ডাক্তারেরা Oxat 20mg ট্যাবলেট রোগীকে দিতে পারে। তবে বিষয়টি এমন নয় যে আপনার এই ধরনের বিভিন্ন চিন্তা বা দুশ্চিন্তা মাথায় আসছে আপনি নিজে থেকে ডাক্তার সেজে বাজার থেকে এই ওষুধ কিনে খেয়ে ফেললেন। অবশ্যই সমস্যা হলে আগে ডাক্তারের কাছে যাবেন তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবে।

Oxat 20mg ট্যাবলেট এর সঠিক খাবার পরিমাপ

প্রত্যেকটা ট্যাবলেটের সঠিক পরিমাপ রয়েছে যে পরিমাপ অনুযায়ী সে ট্যাবলেট খেলে সুস্থ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তবে অবশ্যই সৃষ্টিকর্তা যাকে সুস্থ রাখতে চান তিনি এমনিতেই সুস্থ থাকেন। দৈনিক ২০ মিলিগ্রাম করে একক মাত্রায় খাওয়া যাবে Oxat 20mg ট্যাবলেট। অসুস্থ হলে দুশ্চিন্তা করবেন না তার কারণ হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তা’আলা আপনার পরীক্ষা নিয়েছেন এবং চেষ্টা করবেন আল্লাহতালার কাছে ক্ষমাপ্রার্থনা করতে এবং তার দেখানো পদ্ধতি অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে।