ফেনাডিন এর কাজ কি Phenadine

আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের এ আর্টিকেলে। আমরা সব সময় সুস্থ থাকি না প্রত্যেকটি মানুষ সুস্থ থাকার পাশাপাশি অসুস্থ হয়ে যায়। আর এর জন্য আমরা বিভিন্ন ধরনের ঔষধ সেবনের মাধ্যমে আবার সুস্থ হয়ে উঠি। আজকে আমরা আমাদের আর্টিকেলে একটি পরিচিত ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ওষুধটি হয়তো অনেকেরই পরিচিত একটি ওষুধ হতে পারে।

আবার অনেকেই রয়েছে যারা এই ওষুধটি সম্পর্কে কিছুই জানেন না এবং এই ওষুধ টির নামও আপনাদের কাছে অপরিচিত হতে পারে। যাইহোক আজকের আর্টিকেলে আমরা যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটি সম্পর্কে আপনারা যারা জানতে আগ্রহী রয়েছেন তাদের অবশ্যই কষ্ট করে আমাদের আর্টিকেলটি সম্পন্ন করতে হবে।

আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই ওষুধটির নাম হচ্ছে ফেনাডিন। ফেনাডিন ঔষধটি কি কাজ করে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি? এবং এই ওষুধটি সম্পর্কে যাবতীয় যত তথ্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। শুধু ফেনাডিন নামটি হয়তো অনেকেই চেনেন না তবে ফেক্সোফেনাডিন নামটি হয়তো অনেকেরই পরিচিত। চলুন তাহলে আমরা ফেক্সোফেনাডিন ওষুধটি সম্পর্কে সবকিছু জেনে আসি।

ফেনাডিন এর কাজ

ফেক্সোফেনাডিন ওষুধটি আমাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতে পারে। ঠান্ডা জাতীয় যে সকল সমস্যা আমরা ভুগে থাকি এলার্জি সর্দি কাশি এসব গুলোর বিরুদ্ধেও লড়ে যায় ফেক্সোফেনাডিন ওষুধটি। এছাড়াও যাদের গলা ব্যথা সমস্যা রয়েছে তাদের জন্য ডাক্তারেরা ফেক্সোফেনাডিন ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

এছাড়াও যাদের খিটখিটে চোখ এর সমস্যা রয়েছে তাদের জন্য ফেক্সোফেনাডিন দারুন কাজ করে থাকে। যাদের নাকের সমস্যা রয়েছে এবং তেজস্ক্রিয় তক এছাড়াও হাই ফেক্সোফেনাডিন এর চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো এন্টিহিস্টি মাইন্ড একটি ঔষধ। এটি শরীরের যে কোন অংশে এলার্জি জাতীয় লক্ষণগুলির জন্য দায়ী হস্টামাইন নামক শরীরের রাসায়নিক পদার্থগুলোকে ব্লক করে রাখে যার ফলে অ্যালার্জি জাতীয় লক্ষণগুলি ভালো হয়ে যায়।

 

ফেনাডিন খাওয়ার আগে কিছু সতর্কতা।

প্রত্যেকটি ওষুধ খাওয়ার আগেই আমাদের তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে রাখা উচিত। ফেনাডিন খাওয়ার আগেও কিছু সতর্কতা রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের আর্টিকেলের এই অংশে আমরা এখন আলোচনা করব। এমন কিছু সতর্কতা রয়েছে যা ওষুধ গ্রহণ করার আগে আমাদের মেনে চলা উচিত। ঔষধ গ্রহণ করার আগেই আপনাকে নিম্নলিখিত সমস্যাগুলো ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নিতে হবে।

আপনার যদি কোন ওষুধ সে বনে এলার্জির সমস্যা থাকে তাহলে সেটা বলতে হবে। এছাড়াও আপনার যদি লিভারের কোন সমস্যা থেকে থাকে তাহলেও ডাক্তারকে বলতে হবে। গর্ভাবস্থায় বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করে থাকলে আপনাকে খাদ্য তালিকা গত সম্পূরক গুলি গ্রহণ করেছেন কিনা বা ভেষজ পণ্য ব্যবহার করেছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এবং এ বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে।

আপনি যদি অন্য কোন রোগের জন্য অন্য কোন ওষুধ নিয়মিত গ্রহণ করে থাকেন তাহলে ফেনাডিন গ্রহণ করার আগে অবশ্যই এ বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন। কারণ ফেনাডিনের সাথে অন্য কোন ঔষধ খেলে কোন ক্ষতির আশঙ্কা রয়েছে কিনা সেটা একমাত্র ডাক্তারেরাই বলতে পারবে তাই এই সব কিছু বিষয় নিয়ে অবশ্যই ফেনাডিন গ্রহণ করার পূর্বে আপনার ডাক্তারের সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন।

ফেনাডিন খাওয়ার পরামর্শ কোন সময় দেয়া হয়

একজন বিশেষজ্ঞ ডাক্তার একজন রোগীকে ফেনাডি ন খাওয়ার পরামর্শ কোন সময় দিয়ে থাকেন সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। রিতু অনুযায়ী এলার্জি রাইনাইটিস ফেক্সোফেনাডিন মৌসুমী এলার্জিগুলির উপসর্গগুলি চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়। যা নাকফোলা, চোখের জল, ছিদ্র ইত্যাদি অন্তর্ভুক্ত করতে পারে। ফেক্সোফেনাডিন ইউটিক্লিয়ার উপসর্গের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন ত্বকের ঝিল্লি।