Rapasin 8 এর কাজ কি

সাধারণত যেই ক্যাপসুল নিয়ে আছে কথা বলব সবার প্রথমে সেই ক্যাপসুলের পরিচিতি নিয়ে কথা বলা যাক। এখানে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেড মূলত Rapasin 8 ক্যাপসুল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই ক্যাপসুল তৈরিতে তারা মূল উপাদান হিসেবে ব্যবহার করেছে ছিলডসিন। এখন যদি কেউ প্রশ্ন করেন এই সম্পূর্ণ আর্টিকেল থেকে আমরা কি তথ্য জানতে পারবো তাহলে তাদের উত্তরে আমরা বলতে পারি আপনারা সবার প্রথমে জানতে পারবেন এই ওষুধের সঠিক কার্যকারিতা সম্পর্কে।

ওষুধের সঠিক কার্যকারিতা সম্পর্কে যখন আপনারা অবগত হতে পারবেন তারপর আপনাদের জানানো হবে ঔষধ খাওয়ার সঠিক নিয়ম। যে নিয়মটা জানা অত্যন্ত জরুরী ব্যাপার এবং নিয়ম জানা শেষ হয়ে গেলে আপনারা আরো জানতে পারবেন সঠিক পরিমাপে ঔষধ খাওয়ার নিয়ম। পরিশেষে বিভিন্ন ধরনের পার্শ্বক প্রতিক্রিয়া এবং বিভিন্ন ধরনের সর্তকতা মূলক তথ্য আমরা এখানে দেব যেটা আপনাদের বেশ কাজে আসবে। তাহলে চলুন মূল আলোচনা দেখে যাওয়া যাক।

Rapasin 8 কি কাজ করে

এটা হল একধরনের আলফা আন্ড্রেন হারজিত প্রতিপক্ষ যা সৌম্য হাইপারগাসিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। সাধারণত এই ধরনের উপসর্গগুলো যদি কোন রোগীর শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই এটা ব্যবহার করা যাবে। আমরা বিষয়টি আরো বেশি সহজ করে দিচ্ছি এখানে কিছু রোগী আছে যাদের প্রস্রাব করতে অসুবিধা হয়। প্রস্রাব করতে অসুবিধা হওয়ার মতন এরকম সমস্যা যদি কারো থেকে থাকে এবং এই উপসর্গ নিয়ে যদি কেউ চিকিৎসকের কাছে যান তাহলে অবশ্যই সে চিকিৎসক অন্যান্য ওষুধের সঙ্গে Rapasin 8 ঔষধ খাওয়ার পরামর্শ দেবেন।

মূলত অনেকের ক্ষেত্রে প্রোস্টেটের আকার পরিবর্তন হয় এবং এই প্রোস্টেটের আকারের পরিবর্তনের ফলে বিভিন্ন সময় প্রস্রাব করার অসুবিধা দেখা দিতে পারে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে অবশ্যই কোন ধরনের দেরি করা চলে না। যেই পরীক্ষাগুলো করা দরকার তৎক্ষণাৎ সেই পরীক্ষাগুলো করে নিতে হয় এবং সঙ্গে সঙ্গে ঔষধ সেবন করার পরামর্শ দিতে হয়।

Rapasin 8 ব্যবহারের সঠিক নিয়ম

ব্যবহারের সঠিক নিয়মের মধ্যে রয়েছে সঠিক পরিমাণ। সাধারণত এই ওষুধ মুখে সেবনযোগ্য একটি অংশ এবং খাওয়ার আগে অথবা পরে যেকোনো সময় এই ওষুধ খাওয়া যেতে পারে। কোনভাবেই এই ওষুধ চূর্ণ করে বা ভেঙ্গে খাওয়া যাবে না এভাবে খেতে গেলে সাধারণত এই ওষুধের কার্যকারিতা কমে আসতে পারে। হ্যাঁ অবশ্যই খেয়াল করুন খাবার সময় যেন এই নিয়ম মেনে খাওয়া হয় এবং পানির সঙ্গে খাওয়া হয় যাতে করে এই ঔষধ আপনার পাকস্থলীতে সঠিকভাবে সঠিক স্থান এ যেতে পারে।

সঠিক পরিমাপের কথা বলতে গেলে সঠিক রোগীদের জন্য প্রতিদিনের সঠিক মাত্রা হচ্ছে ৮ মিলিগ্রাম। আপনারা যদি একজন রোগীকে Rapasin 8 ঔষধ নিয়মিত খাওয়াতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এই মাত্রা আস্তে আস্তে কমিয়ে আনা হয় এবং কোন রোগীদের জন্য এই মাথা কমাতে হবে সে সম্পর্কে সঠিক দিকনির্দেশনা একজন উপস্থিত ডাক্তার আপনাকে খুব ভালোভাবে বলতে পারবে।

Rapasin 8 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

বর্তমানে বিভিন্ন ধরনের ঔষধের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ওষুধের খেতে ব্যাতিক্রম ধর্মে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি সেগুলো আপনারা আপনাদের মাথায় রাখবেন।

মাথা ঘোরা
মাথাব্যথা
নাক বন্ধ
ডায়রিয়া হওয়া
অর্থস্টাটিক হাইপারটেনশন
হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়া
বিপরীতমুখী বীর্যপাত

উপরের উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো অত্যন্ত সাংঘাতিক পার্শ্ব প্রতিক্রিয়া তাই এর মধ্যে যেকোনো একটি যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে কখনোই দেরি করা যাবে না সরাসরি নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দামের প্রসঙ্গে যদি কথা বলা হয় তাহলে উনিভেট ইউনিহেলথ ফার্মাসিটিক্যাল লিমিটেডের Rapasin 8 ক্যাপসুল এর বর্তমান দাম ২৪ টাকা। আশা করছি আপনি যেই উদ্দেশ্য নিয়েই এই ক্যাপসুল খান না কেন সেটাতে সফল হতে পারবেন।