Vertina Plus এর কাজ কি ভার্টিনা প্লাস

সবসময় কমন ওষুধ নিয়ে লিখতে আর ভালো লাগে না আজকে এমন কিছু আনকমন ওষুধ নিয়ে আসলাম যেটা হয়তো আপনার কখনো ব্যবহার করা হয়নি বা আপনার জন্য কখনো কেনা হয়নি। আমি অনেক সময় একটা জিনিস ভুলে যায় ওষুধের যে মূল উপাদান আছে সেটাই আসল এবং ওপরে মোড়কের যে নাম দেওয়া আছে সেটা নকল। কিন্তু আমরা সেই নামের মাধ্যমে ওষুধকে বেশি চিনি কিন্তু আমরা যখন একই গ্রুপের ওষুধ অন্য নামে কিনতে যায় তখন কিছুটা ঘাবড়ে যায় বা মনে করে এটা হয়তো অন্য ওষুধ।

আজকে আমরা VERTINA PLUS ট্যাবলেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। Vertina Plus ট্যাবলেট তৈরিতে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড দুইটি উপাদান ব্যবহার করেছে। Vertina Plus তৈরিতে যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে সেখানে মেক্লিজিন এর সঙ্গে পাইরিডক্সিন যুক্ত করা হয়েছে। এই দুইটি উপাদান যথাক্রমে 25 মিলিগ্রাম এবং 50 মিলিগ্রাম যুক্ত করে এই প্রিপারেশন তৈরি করা হয়েছে। বর্তমান এই ওষুধের ইউনিট প্রাইজ হচ্ছে ৩.০১ টাকা।

Vertina Plus ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি

Vertina Plus নিয়ে বলতে গেলে সবার প্রথমে একটু গভীরে গিয়ে বলতে হবে তার কারণ হচ্ছে এটা সবার কাছে অপরিচিত একটি ওষুধ। এটা একটি পিঁপেরাজিনজাত এন্টিহিস্টামিন ঔষধ। এই ঔষধ বমনরোধক হিসেবে ব্যবহার করা হয়। এখানে এই ঔষধের রয়েছে এন্টিহিস্টামিন এর বৈশিষ্ট্য। এছাড়াও এই ঔষধ সংবেদনশীলতা কমায় এবং বিভিন্ন ধরনের কার্যকারিতা একই সঙ্গে সম্পাদন করতে সক্ষম।

এখন যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে সবার প্রথমে বলতে হবে যাদের সাধারণত বমি বমি ভাব হয় অথবা বমি হয় তাদের জন্য ব্যবহার করা হয় Vertina Plus ট্যাবলেট। এছাড়াও অনেক সময় বমি হওয়ার কারণে মাথা ঝিমুনি আসতে পারে এছাড়া অনেকের ক্ষেত্রে একটি রোগ আছে সেটা হচ্ছে বাসে উঠলেই হঠাৎ বমি পায় বা শরীর দুর্বল হয়ে যায়। এটা অত্যন্ত বিরক্তিকর অভিজ্ঞতা কেন জানিনা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত প্রকোপ আকার ধারণ করে যার ফলে সে কোথাও যেতেও পারে না এবং বেড়াতেও পারে না। এই ধরনের রোগের জন্য ডাক্তারেরা vartina plus ট্যাবলেট খেতে বলতে পারেন।

এছাড়াও বিকরন জনিত অসুস্থতা এবং বেস্ট টিউমার আক্রান্তে অসুস্থ রোগীদের ক্ষেত্রেও এই ওষুধটি অত্যন্ত সুন্দরভাবে ব্যবহার করা হয়। মাথা ঘোরা ভাব হয় প্রতিরোধে চিকিৎসার জন্য ব্যবহার করা Vertina Plus ,আশা করছি আপনারা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন Vertina Plus ঔষধের সঠিক কার্যকারিতা এরপর থেকে যদি ডাক্তার আপনাকে এই Vertina Plus খেতে বলে তাহলে অবশ্যই আপনি খাবেন মনে করছি।

Vertina Plus ট্যাবলেট খাওয়ার সঠিক পরিমাপ

সাধারণত প্রাপ্তবয়স্ক যাদের বয়স ১২ বছর এর বেশি তাদের জন্য বমি বমি ভাব হলে অবশ্যই দৈনিক ২৫ থেকে ৫০ মিলিগ্রাম অথবা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী Vertina Plus খেতে হবে আপনাকে। শুধুমাত্র এইখানে চিকিৎসকের অনুমতি অনুযায়ী Vertina Plus খেতে হবে এমন নয় আপনি চাইলে যে কোন সময় চিকিৎসকের অনুমতি সাপেক্ষে Vertina Plus খেতে পারেন।

এছাড়াও ভ্রমণজনিত অসুস্থতা এর ক্ষেত্রে ২৫ থেকে ৫০ মিলিগ্রাম প্রাথমিক মাত্রা এবং ভ্রমণের পূর্বে অবশ্যই এক ঘন্টা পূর্বে এই ওষুধ সেবন করে নিতে হবে। ভ্রমণের সময় যদি ২৪ ঘন্টার চেয়ে বেশি হয় তাহলে ২৪ ঘন্টা পর পুনরায় এই ওষুধ খেয়ে নিতে হবে। বিকরন যদি তো চিকিৎসার ক্ষেত্রে দুই থেকে বারো ঘন্টা পূর্বে ৫০ মিলিগ্রাম সেবন করে নিতে হবে। মাথা ঘোরার ক্ষেত্রে দৈনিক ২৫ থেকে ১০০ মিলিগ্রাম বিভক্ত মাথায় খাওয়ার অনুমতি দেওয়া আছে। আপনি যেভাবে ওষুধ খান না কেন সব সময় চেষ্টা করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে। আরেকটি বিশেষ বিষয় ১২ বছরের নিচে রোগীদের ক্ষেত্রে এই ঔষধ খাওয়ার কোন তথ্য পাওয়া যায়নি তাই আশা করছি তাদের ক্ষেত্রে এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন।।