জেস্টন ট্যাবলেট কি কাজ করে Gestin 5Mg

জেস্টন ট্যাবলেট যেখানে ব্যবহার করা হয়েছে 5 মিলিগ্রাম Allylestrenol। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আর্টিকেলের মাধ্যমে সর্বসাধারণকে জানানো এই ঔষধ এর কার্যকারিতা সম্পর্কে। স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এই ওষুধটি তৈরি করছে এবং আমরা সকলেই অবগত আছি যে এ স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর প্রত্যেকটি ঔষধ অত্যন্ত ভালো মানের ঔষধ।

স্কয়ার ফার্মাসিটিক্যালস লিঃ ৫ মিলিগ্রাম ট্যাবলেট মূলত একটি মানুষের শরীরে কেন ব্যবহার করা যাবে এবং এই ওষুধটি ব্যবহারের কি কি নির্দেশনা আছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। মূলত অনেকেই রয়েছেন যারা এই ঔষধ সম্পর্কে কিছুই জানেন না এবং না জেনে বহুদিন ধরে এই ঔষধ খাচ্ছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি একটু জেনে বুঝে ওষুধ খাওয়ার চেষ্টা করুন যেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। চলুন নিচের অংশে জেস্টন ৫ এর সঠিক ব্যবহার সম্পর্কে জানি।

জেস্টন ৫ মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কাজ কি

সাধারণত বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় জেস্টন ৫ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। সবার প্রথমে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গর্ভপাতের আশঙ্কা। যে সকল নারীদের ক্ষেত্রে শারীরিক অবস্থা দেখে অথবা যেকোনো জরুরি মুহূর্তে ডাক্তারেরা মনে করেন গর্ভপাতের সম্ভাবনা আছে তাদের গর্ভপাত ঠেকাতে এবং একটি জীবন বাঁচাতে মূলত জেস্টন ৫ ট্যাবলেট ব্যবহার করা হয়।

এছাড়াও স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে অর্থাৎ যাদের ইতিপূর্বে স্বেচ্ছায় গর্ভপাতের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। শুধুমাত্র স্বেচ্ছায় গর্ভপাতের ইতিহাস আছে এটা বললে ভুল হবে যাদের ইতিপূর্বে এমনিতেই গর্ভপাতের ইতিহাস আছে তারা যদি নতুনভাবে গর্ববতী হন তাহলে তাদের গর্ভে থাকা সন্তানকে সুরক্ষিত রাখতে জেস্টন ৫ ব্যবহার করা হয়।। অবশ্য এটার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তার যদি আপনাকে এটা ব্যবহারে উপযুক্ত মনে করে তাহলে নির্দিষ্ট সময়ের জন্য এই ওষুধ আপনাকে সেবন করতে বলবে।

এছাড়াও অকালীন প্রসবের আশঙ্কা অর্থাৎ গর্ভধারিনী মায়ের পেটে যে সন্তান আছে সেটা যদি অকালীন প্রসবের আশঙ্কা দেখা দেয় তাহলে ডাক্তার এই ঔষধ আপনাকে দিতে পারে। এই বিষয়ে একজন ডাক্তার সব থেকে বেশি অভিজ্ঞ এবং এই বিষয়ে একজন ডাক্তার পরিবেশ বসে সিদ্ধান্ত নিতে পারে তাই কোনভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ আপনি খেতে পারেন না। এছাড়াও আরো অন্যান্য এই ধরনের সমস্যার কারণে জেস্টন ৫ ব্যবহার করা হয়।

জেস্টন ৫ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার সঠিক পরিমাপ

যে সকল রোগীদের গর্ভপাতের আশঙ্কা থেকে যায় সেই সকল রোগীদের দৈনিক ৩টি করে ট্যাবলেট খেতে বলা হয়। প্রতিদিন ৩ বেলায় ৩টি করে জেস্টন ৫ মিলিগ্রাম ট্যাবলেট এই ধরনের রোগীকে ডাক্তার প্রেসক্রাইব করবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ঠিক এই ওষুধ কত দিন পর্যন্ত খেতে হবে এবং সেই উত্তরে এই ধরনের রোগীদের ক্ষেত্রে যতদিন না পর্যন্ত গর্ভপাতের আশঙ্কা চলে যায় ততদিন পর্যন্ত এই ঔষধ খেতে হবে। এতে করে আপনার এবং আপনার শরীরে থাকা সন্তানের কোন সমস্যা হবে না বরং আরো ভালো হবে। গর্বে থাকা সন্তান এর বয়স ৫ থেকে ৬ মাস পর্যন্ত থাকাকালীন এই ঔষধ সাধারণত খেতে বলা হয়।

স্বেচ্ছায় গর্ভপাতের ইতিহাস থাকলে পরবর্তীতে গর্ভধারণ হওয়ার নিশ্চিত হওয়ার মাত্র একদিনের মধ্যেই আপনাকে এই ওষুধ খাওয়া শুরু করতে হবে এবং দৈনিক এই এক থেকে দুইটি ট্যাবলেট খাওয়াতে হবে। এই ওষুধের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে যাতে সেখানে গর্ভপাত হওয়ার কোন ধরনের আশঙ্কা না থাকে। এর পাশাপাশি অকালের প্রসবের আশঙ্কা যদি থেকে যায় তাহলে ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে মাত্রা নির্ধারণ করা উচিত।তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে একজন রোগীর পক্ষে সর্বোচ্চ দৈনিক মাত্রা 40 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। তাই এখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই ওষুধ সেবন করতে পারেন।