এমব্রোক্স সিরাপ এর কাজ কি Ambrox Plus Syrup

ঔষধ মানুষের জীবনের জন্য একটি অপরিহার্য উপাদান। আল্লাহতালা মানুষের জন্য যেমন অসুখ সৃষ্টি করেছেন ঠিক তেমন মানুষের জন্য ঔষধ নিয়ে এসেছেন। পৃথিবীতে এমন কিছু উপাদান আল্লাহ তায়ালা দিয়েছেন যে উপাদানগুলোর রূপ পরিবর্তনের মাধ্যমে মানব শরীরের জন্য ওষুধ হিসাবে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা একটি এমন বিশেষ সেটা আপনি আলোচনা করব যেটা অনেকের গুরুত্বপূর্ণ একটি ঔষধের তালিকায় থাকে।

আমরা সাধারণত প্রত্যেকটি ঔষধের গুনাগুন এবং প্রত্যেকটি ওষুধের কার্যকারিতা সম্পর্কে নিয়মিত আলোচনা করে। তবে একটি জিনিস লক্ষণীয় যে আপনারা যারা আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন তারা দেখবেন আমরা একটু ব্যতিক্রম ধর্মী ভাবে এই ঔষধ এর সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরি। যেটা হয়তো অনেকেই করে না বা করতে চায় না। তবে আমরা একই ধারা বজায় রাখতে চেষ্টা করবো তার কারণ হচ্ছে সহজ ভাষায় বললে বেশিরভাগ মানুষই সেটা বুঝতে পারে। চলো জানার চেষ্টা করে আজকের সিরাপ এর সঠিক কার্যকারিতা সম্পর্কে।

এমব্রোক্স সিরাপ এর সঠিক কাজ কি কি

একটি মানুষের শরীরে যখন কোন রোগের উপসর্গ দেখা দিবে তখন ডাক্তার যদি সেই উপসর্গের সঠিক সমাধান করতে চায় তাহলে অবশ্যই তাকে ওষুধ লিখে দিবে। সঠিক রোগ নির্ণয় করতে পারলে সঠিক ঔষধ লিখলে অবশ্যই আল্লাহ তায়ালা সেই রোগীকে সুস্থ করে দেবেন। আজকের যে সিরাপ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা মূলত কাশি দেখতে সিরাপ তবে কি ধরনের কাশির বিরুদ্ধে এই সিরাপ লড়াই করতে পারে এবং কাশি ছাড়া এই ছাড়া অন্যান্য ওষুধের বিরুদ্ধে লড়াই করতে পারে কিনা সেটা এখন আলোচনা করব।

কাশি বলতে শুধুমাত্র যে সাধারণ কাশিকে বোঝায় এমন নয় কাশির রয়েছে বিভিন্ন ধরন। বিভিন্ন ধরনের উপনির্ভর করে বলতো এই ঔষধ দেওয়া হয় চলুন আজকে জানার চেষ্টা করি মূলত কোন কোন কাশির বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে সিরাপ ডাক্তার আপনাকে নির্দেশ দিতে পারে। কাশি ছাড়া ক্রনিক নিউমোনিয়া যাদের আছে বা যাদের এই ধরনের রোগের উপসর্গ শরীরে দেখতে পাওয়া যায় ডাক্তার তাদের এমব্রক্স সিরাপ নির্দেশনা দিতে পারে।

এছাড়াও শ্লেষ্মযুক্ত কাশি এ উপসর্গ যাতে শরীরে উপস্থিত তাদের ডাক্তার সাহেব অবশ্যই এই ঔষধ নির্দেশনা দিবে। শ্লেষ্মযুক্ত স্বাসতন্ত্রের একিউট ও ক্রনিক প্রদাহ যেমন একিউট ও ক্রনিক ব্রোকাইটিস নামক অসুখের উপসর্গ যদি কোন রোগের শরীরে দেখা দেয় তাহলে নিঃসন্দেহে এই সিরাপ অত্যন্ত কার্যকরী একটি সিরাপ। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শ্লেষ্মযুক্ত রাইনোফে রিন্গিয়াল ট্রাক এর প্রদাহ কারও শরীরে দেখা দিতে পারে এবং তার জন্য মূলত এই সেরা অত্যন্ত কার্য করে।শ্লেষ্মযুক্ত অ্যাজমার বিরুদ্ধে লড়াই করার জন্য এই সিরাপ অত্যন্ত কার্য করে বলে সকলে মনে করে।

ambrox ট্যাবলেট খাওয়ার সঠিক মাত্রা

প্রত্যেকটি ওষুধের রয়েছে আলাদা আলাদা খাবার মাত্রা সেটা আমরা সকলে বুঝি কিন্তু বোঝার পরেও কেন জানিনা আমরা নিজে নিজেই নিজের ঔষধের মাত্রা নির্ধারণ করে। এমন অনেক মানুষ আছে যারা ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ লিখে আনলেও পরবর্তীতে সেটা নিজের ইচ্ছামতো খায় যেটা সবথেকে বাজে একটি স্বভাব। ওষুধ আপনাকে যতটা সুস্থ করবে আবার সেই ঔষধ এর ভুল ব্যবহারের ফলে আপনাকে সততা অসুস্থ করবে।

আমরা হয়তো আমাদের গ্রাম বাংলাতে অনেক জিনিস উপলব্ধি করতে পারি যেখানে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই ঔষধের অপব্যবহারে। এমন কিছু ঔষধ আছে যেগুলো আপনি পরিমিত পরিমাণে খেলে সেটা ওষুধের কাজ করবে আবার যদি আপনি সেটা অতিরিক্ত মাত্রায় খান তাহলে আপনার জন্য সেটা নেশার দ্রব্য হয়ে যাবে তাই কোনভাবেই অতিরিক্ত ওষুধ খাওয়া যাবেনা। সাধারণত পেডিয়ারট্রিক্স ড্রপ হিসাবে শূন্য থেকে ছয় মাসে 0.5 মিলি করে ২বার, ৬ থেকে ১২ মাসে দিনে ১ মিলি করে ২বার, ১-২ বছর দিনে ১.২৫ মিলি করে ২বার।