আজকে এমন এক ধরনের ক্রিম নিয়ে কথা বলব যেটা আমাদের শরীরের ওপরে থাকা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা যখন আমাদের শরীরে দেখা দেয় তখন আমরা বিভিন্নভাবে সেটাকে ঠিক করার চেষ্টা করি। শুধুমাত্র মুখে ঔষধ সেবন করলে হয় না কিছু কিছু ক্ষেত্রে ত্বকের বিভিন্ন সমস্যার জন্য উপর থেকে বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে হয়। তেমন ঔষধের মধ্যে একটি বেটামেসন অয়েনমেন্ট। আজকের আর্টিকেল থেকে এই ঔষধ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব।
এটাকে ঔষধ বললেও ভুল হবেনা আবার ক্রিম বললেও ভুল হবে না সাধারণত এটা আপনার শরীরে থাকা বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখে। তাই অবশ্যই এটা অত্যন্ত উপকারী আমাদের শরীরের জন্য এবং আমরা জানার চেষ্টা করব প্রথমত এটা কোন কোন সমস্যার সমাধানে একজন রোগীকে সাহায্য করবে। এছাড়াও দীর্ঘ কতদিন ধরে এই ঔষধ ব্যবহার করা যাবে এর পাশাপাশি আমরা জানার চেষ্টা করব বর্তমান বাজারে এর দাম কত এবং আপনি কিভাবে তার ব্যবহার করবেন।
বেটামেসন অয়েনমেন্ট এর কার্যকারিতা
আমরা এই ওষুধের নির্দেশনা সম্পর্কে সঠিক ধারণা নিয়েছি এবং আমরা জানতে পেরেছি যে এটা সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনু জীবাণু দ্বারা সংক্রমিত বাহ্যিক বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে সাহায্য করে। সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অণুজীব দ্বারা সংক্রমিত বাহ্যিক সংক্রমনে এই প্রিপারেশন ব্যবহার করা যাবে। অনেকের ক্ষেত্রে হালকা জায়গা বা হালকাভাবে পুড়ে গেলে এছাড়াও যদি ত্বকের উপর বিভিন্ন ধরনের আঘাত এছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতস্থানের নতুন চর্ম সংস্থাপনে এটা সাহায্য করে।
এখানেই শেষ নয় বহির কর্ণের প্রদাহ অর্থাৎ কানের বিভিন্ন ধরনের অপরিভাগের সমস্যা এর পাশাপাশি অষ্টপ্রচার পরবর্তী সংক্রমণ যেমন অস্ত্র পাচার পরবর্তী সেই জায়গাটার আশেপাশে বিভিন্ন ধরনের সংক্রমণ রোধে এই ঔষধ ব্যবহার করা হয়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের চিকিৎসা এটা ব্যবহার করা হয় যেমন পায়োডারমাইড সিস্টেমেটিক স্টরয়েড থেরাপীর সাথে এটা ব্যবহার করা হয়। ছোট্ট একটি ক্রিম কিন্তু এটার কাজ অনেক বেশি তাই অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে জানতে হবে এই সম্পর্কে এবং আপনি যখন সঠিক তথ্য জানতে পারবেন আপনি অবশ্যই নিজেই অবাক হবেন।
বেটামেসন অয়েনমেন্ট মাত্রা ও ব্যবহার
মূলত এটা এমন একটি প্রিপারেশন যেটা শুধুমাত্র ত্বকের উপর ব্যবহার করা যায় তাই সতর্কতার সঙ্গে এটা ব্যবহার করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। যেকোনো ধরনের সমস্যার ক্ষেত্রে টপিকাল প্রিপারেশন চামড়ায় সংক্রমিত স্থানে পাতলা আস্তরণ রূপে প্রতিদিন অন্তত তিন থেকে চারবার ব্যবহার করা যাবে। এখানে ক্ষতের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনি চারবার ব্যবহার করতে পারেন এবং আপনার ক্ষতের পরিমাণ যদি কম হয় বা সমস্যার পরিমাণ যদি কম হয় তাহলে আপনি তিনবার ব্যবহার করতে পারেন।
আস্তে আস্তে এই ক্রিম ব্যবহার করার পরিধি কমিয়ে আনতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা কমাতে হবে এবং শেষে প্রতি সাত দিনে অন্তত একবার করে এই ক্রিম ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে সাধারণত একেবারে ছোট অবস্থাতেই এই ক্রিম কোনোভাবেই ব্যবহার করা যাবে না শিশুদের বয়স দুই বছরের উপরে হলে তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সামান্য পরিমাণে ক্রিম ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তার কি বলছে সে বিষয়ে লক্ষ্য রাখুন।
বেটামেসন অয়েনমেন্ট দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
এটা স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি পণ্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 35 টাকা। গর্ভাবস্থায় এটা ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে অতিমাত্রায় ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন চামড়ার উপরে লালচে ভাব এছাড়াও রক্তনালি প্রসারিত হওয়া চামড়া পাতলা হয়ে যাওয়া এই ধরনের প্রবণতা দেখা দিতে পারে। তাই যে কোন পদক্ষেপ নেওয়ার পূর্বে একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী সেই কাজটি আপনাকে করতে হবে।