Biofol 5 কেন খায় এই ওষুধটি খাওয়ার নিয়ম বায়োফল টেবলেট

আজকে সরাসরি আপনাদের জানতে চাই আমাদের আর্টিকেলে আপনারা কি কি তথ্য পাবেন। প্রথমত আপনারা জানতে পারবেন BIOFOL 5 ওষুধ এর প্রস্তুতকারকদের সম্পর্কে এবং এখানে কি উপাদান ব্যবহার করা হয়েছে? ওষুধ তৈরির জন্য। এর পাশাপাশি বাজারে বর্তমানে এই ওষুধের মূল্য কত এবং আপনি বাজারে গেলে কয় ধরনের ঔষধ পাবেন একই গ্রুপের।

আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো কোন কোন রোগীদের ক্ষেত্রে BIOFOL 5 ওষুধ খাওয়া যেতে পারে এবং ডাক্তারেরা কতটুকু পরিমাণ নির্ধারণ করে দিতে পারে এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে। এর পাশাপাশি আপনারা আরো জানতে পারবেন BIOFOL 5 ওষুধ যদি অতিরিক্ত হারে আপনারা খেয়ে ফেলেন অথবা এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। তাহলে চলুন ঝটপট জানার চেষ্টা করি।

BIOFOL 5 মিলিগ্রাম ট্যাবলেট

BIOFOL 5 মিলিগ্রাম ট্যাবলেট বর্তমানে বাংলাদেশের বাজারে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড বাজারজাতকরণ করছে। আমরা হয়তো সকলেই ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেডকে চিনি। তাদের পণ্যগুলো অত্যন্ত ভালো মানের হয়ে থাকে বলে তারা খুব অল্প সময়ে ভালো একটি অবস্থান ধরে রাখতে পেরেছে। মূলত এই ঔষধে ব্যবহার করা হয়েছে ক্যালসিয়াম ফলিনেট। যেটাকে আমরা ফলিক এসিড বলতে পারি। বর্তমান বাজারে আপনি এই ট্যাবলেট পাবেন ৫ মিলিগ্রাম এর একটি ধরনের এবং ১৫ মিলিগ্রামের একটি ধরনের।

BIOFOL 5 মিলিগ্রাম ট্যাবলেট এর দাম কত

আমরা যদি Biofol 5 মিলিগ্রাম এর বর্তমান বাজার মূল্য সম্পর্কে আপনাদের ধারণা দেই তাহলে এক প্যাকেটে থাকে 30 পিস এবং যার বর্তমান মূল্য হচ্ছে ২৭০ টাকা। তবে আপনি যদি প্রতি পিস আলাদাভাবে কিনতে চান তাহলে তার প্রতি পিসের মূল্য পড়বে ৯টাকা।

এছাড়াও আমরা যদি 15 মিলিগ্রাম এর ঔষধের কথা বলি তাহলে এই ১৫ মিলিগ্রাম এর প্রত্যেক পিছের দাম পড়বে ২৫ টাকা। ১৫ মিলিগ্রাম এর ঔষধ এর প্রতি প্যাকেটে থাকে ৩০ টি করে ওষুধ যার মূল্য ৭৫০ টাকা। আশা করছি এই ওষুধের দাম সম্পর্কে আপনাদের আর কোন দ্বিমত বা অজানা তথ্য থাকলো না।

BIOFOL 5 মিলিগ্রাম ট্যাবলেট সেবন মাত্রা

মূলত ফলিক অ্যাসিড ক্ষতিকারক প্রভাব হ্রাসের ক্ষেত্রে প্রতিদিন একটা করে ওষুধ খাওয়া যেতে পারে। তবে এটা ৫ মিলিগ্রাম থেকে 15 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। অবশ্যই ৬ ঘন্টা পর পর একটি করে ওষুধ খেতে পারেন। ২-৩ দিনব্যাপী এই ওষুধ আপনি খেতে পারেন। মেগারোজটেটিক অ্যানিমিয়ার চিকিৎসার ক্ষেত্রে দৈনিক একটি ৫ থেকে ১৫ মিলিগ্রামের ট্যাবলেট খেতে বলতে পারে ডাক্তার আপনাকে।

মায়ের ফল পাঁচ মিলিগ্রাম ঔষধ খাওয়ার কারণ

সাধারণত অপ্রতুল্য মিথোটেক্সটেক নির্গমন জনিত প্রভাব বাধা দানে এবং বিষক্রিয়া রাশে এই ঔষধ ব্যবহার করা হয়। এছাড়াও পুষ্টিহীনতা এবং গর্ভকালীন অবস্থাতেও এই ওষুধ ব্যবহার করা হয়। যাদের শরীর অতিরিক্ত দুর্বল এবং শরীরের ওজন অতিরিক্ত কম তাদের ক্ষেত্রে অবশ্যই এই ঔষধ নিয়মিত খেতে বলা হবে। গর্ভকালীন অবস্থাতে শরীরের ফলিক অ্যাসিড এর ঘাটতি পূরণের জন্য এই ঔষধ ব্যবহার করা হয়।

শিশুদের ক্ষেত্রে শৈশব কালে ফলেট ঘাটতি জনিত বিভিন্ন সমস্যা যদি চিহ্নিত করা যায় তাহলে দেরি না করে ঝটপট ডাক্তার এই ওষুধ খেতে বলেন। তাই অবশ্যই এই ওষুধটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ওষুধ তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনভাবেই এই ঔষধ সেবন করা যাবে না এটা সকলের মাথায় রাখতে হবে।

BIOFOL 5 মিলিগ্রাম ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া

মূলত এলার্জির জনিত ক্রিয়া ও আকস্মিক চুলকানির সাথে হাত-পা গোড়ালি মুখমণ্ডল ঠোঁট গলা আকস্মিক ফুলে উঠতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জন্য। এটা হঠাৎ করে হতে পারে অথবা ওষুধ খাওয়ার শুরুর দিক থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে তাই এই দিকগুলো আপনাকে একটু ভালোভাবে নজর রাখতে হবে। কোন কোন রোগীর ক্ষেত্রে তো আকস্মিক জ্ঞান হারানোর আশঙ্কাও দেখা গেছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য।