Amodis 400 এর কাজ কি Amodis 400 mg Tablet

AMODIS 400 ওষুধটি আমাদের কাছে অতি পরিচিত ঔষধ। এই ঔষধ এর উপকারিতা সম্পর্কে আমরা অল্প একটু জানি কিন্তু এর বাইরেও এই ওষুধের ব্যাপক উপকার আছে সেটা আমরা হয়তো জানি না। কাউকে যদি প্রশ্ন করা হয় তাহলে সে উত্তরে এমন ওষুধের কার্যকারিতা সম্পর্কে বলবে যাদের পেট খারাপ হয় তাদের খেলে পেট ভালো হয়ে যায়। শুধুমাত্র যে পেট খারাপ রোগীদের জন্য Amodis 400 কাজ করে এমন নয় Amodis 400 আপনার শরীরে প্রবেশ করার পরে প্রায় ১০ টি রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। এর থেকে আরও অনেক অসুখ আছে যেখানে ছোট ছোট ভাবে Amodis 400 কার্যকরী।

আজকে আমরা কথা বলব Amodis 400 মিলিগ্রাম এর ট্যাবলেট নিয়ে যেটা বাজার করন করে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। মেট্রোনিডাজল গ্রুপের 400 মিলিগ্রাম ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য শুধুমাত্র ২ টাকা। মানে এত কার্যকরী ওষুধ শুধুমাত্র দু২ টাকা দিয়ে আপনি পাচ্ছেন এটা সত্যিই অবাক করা ব্যাপার বর্তমান যুগে।

Amodis 400 মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক নির্দেশনা

মূলত নির্দেশনা বলতে এখানে বোঝানো হয়েছে কার্যকারিতা। আপনারা যারা এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে চিন্তায় আছে তাদেরকে বলব একটু ঠান্ডা হন অবশ্যই আপনার কিছু ভুল আছে যার কারণে সঠিক কার্যকারিতা আপনি পাচ্ছেন না। যদি আপনি জানতেই চান AMODIS 400 মিলিগ্রাম ট্যাবলেট কি কাজে আসে তাহলে আমাদের এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়ুন।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি বলতে হয় তাহলে এনারবিক ব্যাকটেরিয়াজনিত অস্ত্রপাচার পরবর্তী সংক্রমণ প্রতিরোধে Amodis 400 ব্যবহার করা হয়। এখানেই শেষ নয় এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত সেফটিসেমিয়া, ব্যাকটেরেমিয়া, ব্রেইন এব্সেস, এলভিস এব্সেস ইত্যাদি রোগের বিরুদ্ধে এবং বিভিন্ন অস্ত্রপাচারের পরবর্তী ক্ষত এর সংক্রমণ রোধে এই ওষুধটি ব্যাপক ব্যবহার করা হয়।।

এছাড়া ইউরোজেনেটিকাল ট্রাইকোমনিয়াসিসের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ওষুধটি। এনারবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ রোধে এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত সি ইউ ডোম ব্রেনাস কোয়ালিটিস নামক অশোকের বিরুদ্ধে লড়াই করতে পারে এটি। এখানে যতই বলবো বলে শেষ করা যাবে না আমরা তো শুধু মাত্র এর যে রোগ আছে তার এক অংশ বললাম মাত্র এর বাইরে আরো বহু রোগ আছে যার বিরুদ্ধে Amodis 400 মিলিগ্রাম সব সময় লড়াই করে।

Amodis 400 মিলিগ্রাম ট্যাবলেট এর খাওয়ার মাপ

এমডি ৪০০ মিলিগ্রাম ট্যাবলেট টি বিভিন্ন বয়সের মানুষের জন্য এবং বিভিন্ন চিকিৎসার জন্য আলাদা আলাদা পরিমাপ আছে। কেবলমাত্র একজন ডাক্তারি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন তার কারণ হচ্ছে তারা উচ্চ শিক্ষিত এবং তাদের এই বিষয়ে চর্চা রয়েছে। তবে সাধারণ মানুষ হিসেবে এ বিষয়গুলো আপনাদের মাথাতে নাও থাকতে পারে মাথাতে থাকলে ভালো না থাকলে আমরা আপনাদের পাশে আছি।

প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১০ বছরের ওপরে বাচ্চাদের জন্য ২০০ মিলিগ্রাম করে তিনবার বা 400 মিলিগ্রাম করে দুইবার সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তবে আপনি যদি 800 মিলিগ্রাম করে প্রতিদিন সকালে এবং ১-২ গ্রাম করে প্রতিদিন রাতে খাওয়ান তাহলে এই চিকিৎসার সময়কাল হবে মাত্র দুই দিন।

এর পাশাপাশি ট্রাইকোমোনিয়াসিস বাচ্চাদের ক্ষেত্রে ৭ থেকে ১০ বছর বয়সের বাচ্চাদের ১০০ মিলিগ্রাম করে দিনে তিনবার খাওয়াতে হবে। যাদের বয়স তিন থেকে সাত বছরের মধ্যে তাদের জন্য ১০০ মিলিগ্রাম করে দিনে দুইবার। এছাড়াও যাদের বয়স এক থেকে তিন বছরের মধ্যে আছে তাদের ৫০ মিলিগ্রাম করে দিনে তিনবার খাওয়াতে হবে।

তীব্র দাঁতের সংক্রমণ অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং ১০ বছরের উপরে বাচ্চাদের জন্য ২০০ মিলিগ্রাম করে দিনে তিনবার খাওয়াতে হবে। এই চিকিৎসার সময় ৩-৭ দিন পর্যন্ত থাকবে তাই সতর্কতার সঙ্গে এটা ব্যবহার করতে হবে। এছাড়াও এর বাইরে আরও প্রায় শতাধিক অসুখের বিরুদ্ধে এটার আলাদা আলাদা পরিমাপ রয়েছে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি কোনভাবেই আপনি খাবেন না বলে আমি মনে করি।