Bactrocin 2 ointment এর কাজ কি

আজকে চলে এলাম এমন একটি অয়েন্টমেন্ট নিয়ে যেটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি অয়েন্টমেন্ট। পরিচিত হলেও আমরা এই বিষয়টি নিয়ে কখনো গভীরভাবে চিন্তা করি না তার কারণ হচ্ছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর উপর সবসময় আমাদের ভরসা আছে। তারপরেও এই অয়েন্টমেন্ট কি কাজে ব্যবহার করা হয় এবং এর সঠিক ব্যবহার কিভাবে করতে হবে সে সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে সঠিক কিছু তথ্য জানতে হবে ।

সাধারণত বিভিন্ন ধরনের দিকনির্দেশনা আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে আমাদের এটা জানা হয়েছে যে প্রকৃতিগতভাবে উৎপাদিত একটি এন্টিবায়োটিক হচ্ছে এটা। এই ব্যাকটেরিয়া নাশক উপাদানটি গাজন প্রক্রিয়ায় সিদমনাস ফ্লোরেন্সের নামক জীবাণু থেকে উৎপাদিত হয়। এটা ত্বকের অধিকাংশ সংক্রমণের জন্য দায়ী বেশিরভাগ ব্যাকটেরিয়া ধ্বংসের কাজ করে। শুধুমাত্র এখানেই নয় এর পাশাপাশি এটা নির্দিষ্ট গ্রাম নেগেটিভ জীবাণু যেমন ইস চেরিয়া কোলাই এই ধরনের জীবাণু প্রতিরোধ করে। এটা অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এবং আমাদের মাঝে এই ওষুধের ভালো কদর রয়েছে।

Bactrocin 2 ointment কি কাজ করে

কি কাজ করে এমন প্রশ্নের উত্তরে যদি বলা হয় তাহলে বলতে হবে আপনার শরীরে যদি কোন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে এবং সে আক্রমণ থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে এই Bactrocin 2 ointment ব্যবহার করতে হবে। শুধুমাত্র যে চিকিৎসায় ব্যবহার করতে হবে এমন নয় এর পাশাপাশি প্রতিরোধ হিসেবে ও এটা ব্যবহার করা যায় অর্থাৎ আপনি আগে থেকেই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধের জন্য এটা ব্যবহার করতে পারেন। সাধারণত যাদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ক্ষতির সৃষ্টি হয় সেই ক্ষতের উপর এই অয়েনমেন্ট ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও যাদের সিজারিয়ান অপারেশন হয়ে থাকে তাদের এই অপারেশনের স্থানে এই অয়েনমেন্ট ব্যবহার করার নির্দেশনা দেন ডাক্তারেরা। এতে করে সেই স্থানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে মুক্ত করা যাবে এবং অধিকাংশ ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করা যাবে। এছাড়াও এটা বিভিন্ন ধরনের গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে এই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত বিভিন্ন স্থানে Bactrocin 2 ointment অয়েন্টমেন্ট এর ব্যবহার আমরা লক্ষ্য করেছি।

অয়েনমেন্ট এর ব্যবহারের নিয়ম একেবারে সহজ আপনিও জানেন আমিও জানি চলুন যে কোম্পানি এই অয়েন্টমেন্ট তৈরি করেছে তারা কি বলছে এই অয়েন্টমেন্ট এর ব্যবহার সম্পর্কে সেটা জানি। এখানে যে উপাদান তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মিউরোসিন অয়েন্টমেন্ট। এই উপাদানের সঠিক ব্যবহার হিসেবে বলা হয়েছে আক্রান্ত স্থানে দিনে তিনবার করে দশ দিন প্রয়োগ করতে হবে। সাধারণত এই অয়েন্টমেন্ট আপনাকে দিনে তিনবার আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হবে এবং এটা সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত আপনি করতে পারেন। দুই মাস থেকে ১৬ বছর বয়সের শিশুদের জন্য এই অয়েন্টমেন্ট ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত। তবে এখানে যেকোনো ধরনের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Bactrocin 2 ointment দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

অবশ্যই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য নেই অর্থাৎ আপনি নির্ধারিত সময়ের বেশি Bactrocin 2 ointment অয়েন্টমেন্ট ব্যবহার করবেন সেটা আপনার শরীরে ক্ষতি করবে না সেটা ভুল ধারণা। সাধারণত আক্রান্ত স্থানে জ্বালাপোড়া হতে পারে বা যন্ত্রণা ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কিছু রোগের ক্ষেত্রে শরীরে প্রচুর পরিমাণে এলার্জি জনিত চুলকানি সৃষ্টি হতে পারে অনেকের ক্ষেত্রে পেটের বিভিন্ন ধরনের ব্যথা বা বমি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এজন্য এগুলো সব সময় ফলো করবেন তার কারণ হচ্ছে এরকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে Bactrocin 2 ointment অয়েনমেন্ট এর ব্যবহার বন্ধ করে দিবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন।

স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের Bactrocin 2 ointment এর বর্তমান দাম ১৪০.৪২ টাকা। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পার্লামেন্ট ব্যবহারের নির্দেশনা আমরা দিচ্ছি। এর বাইরে কোন নির্দেশনা আমাদের কাছে নেই।