Cloron 0.5 এর কাজ কি ক্লোন ০.৫এম জি ট্যাবলেট

আপনি যে ওষুধটি খাচ্ছেন সেটা কতটা সুরক্ষিত আপনার জন্য আপনি কি সঠিক পরিমাণে ওষুধ খাচ্ছেন? আপনি যে সমস্যার জন্য ওষুধগুলো খাচ্ছেন সেই সমস্যার জন্য ওষুধগুলো কি ঠিক খাওয়া হচ্ছে সেটা কি আপনি কখনো যাচাই করেছেন? এরকম অনেক কিছুই আমরা মনে অজান্তে করে থাকি কিন্তু এখন সময় হয়েছে সেই পরিবর্তন আনার এবং প্রত্যেকটি জিনিস সম্পর্কে জ্ঞান আহরণ করার চেষ্টা আমরা করব। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ওষুধের সকল তথ্য সংগ্রহ করতে পারবেন একেবারে সহজ বাংলা ভাষায়।

এস কে এফ ফার্মাসিটিক্যালস এর Cloron 0.5 ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়েছে ক্লোনাজিপাম। আজকে আমরা এই ট্যাবলেট এর সঠিক ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনাদের এই ট্যাবলেট এর পরিচিতি তুলে ধরব। শুধুমাত্র যে একই ধরনের ট্যাবলেট বাজারে রয়েছে এমন নয় এর পাশাপাশি ১ মিলিগ্রামের ট্যাবলেট এবং ২ মিলিগ্রামের ট্যাবলেট এবং ২.৫ মিলিগ্রামের ট্যাবলেট বাজারে রয়েছে। চলুন এর বিভিন্ন ধরনের ব্যবহার এবং অন্যান্য তথ্য জানার চেষ্টা করি ।

Cloron 0.5 কি কাজ করে

অধিকাংশ রোগীর ক্ষেত্রে এই ট্যাবলেট নিয়ে যে ভুল ধারণা আছে সেটা হচ্ছে এটা একটি ঘুমের ঔষধ। অবশ্যই এটা কোন ধরনের ঘুমের ঔষধ নয় এবং ঘুমের জন্য সরাসরি ভাবে কোনোভাবেই আপনাকে এটা সাহায্য করবে না। সাধারণত আমরা যতটুকু জানতে পেরেছি প্যানিক ডিসঅর্ডারে এটি নির্দেশিত হয়। এছাড়াও হঠাৎ করে ভয় পাওয়ার প্রবণতা যদি সৃষ্টি হয় তাহলে এই ধরনের রোগীদের Cloron 0.5 ট্যাবলেট খাবার নির্দেশ দেওয়া হয়। সাধারণত বিষয়টি হচ্ছে এমন যে ধরনের রোগীদের বেশি চিন্তা হয় বেশি ভয় হয় কোন কিছু অল্প দেখলে বেশি ভয় হয় এই ধরনের রোগীদের এটা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় Cloron 0.5 ট্যাবলেট।

এছাড়াও আরো কিছু সমস্যার সমাধানে এটা ব্যবহার করা হয় যেমন এবসেন্স সিজার এর রোগী যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস অকার্যকর তাদের ক্ষেত্রে এটা নির্দেশ করা যেতে পারে। এই ধরনের বিভিন্ন চিকিৎসার জন্য এটা ব্যবহার করা হয় তাই আপনি যদি মনে করেন এটা ঘুমের ঔষধ তাহলে বলব সেটা ভুল ধারণা।

Cloron 0.5 ট্যাবলেট এর সঠিক ব্যবহার

সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে যেমন সিজার ডিজঅর্ডার এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা হতে পারে ১.৫ মিলিগ্রাম দৈনিক তিনবার। তবে যে কোন ধরনের রোগের ক্ষেত্রে এর প্রারম্ভিক মাত্রা হতে পারে 0.5 মিলিগ্রাম। এটা রোগের শারীরিক অবস্থা এবং রোগের সুস্থতার উপর নির্ভর করে আস্তে আস্তে বাড়ানো যেতে পারে এবং তারপরে আবার আস্তে আস্তে কমানো যেতে পারে। আমরা বেশ কয়েক জায়গাতেই তথ্য গ্রহণ করেছি এবং এখান থেকে জানতে পেরেছি একজন রোগীর পক্ষে সর্বোচ্চ দৈনিক ২০ মিলিগ্রাম Cloron 0.5 ট্যাবলেট খাওয়া উচিত এর বেশি কোনভাবেই খাওয়া যাবেনা।

এশারফ পেনিক ডিজাডার এর ক্ষেত্রে প্রাথমিক মাত্রা শুরু হতে পারে ০. ২৫ মিলিগ্রাম করে দিনে দুইবার। এটা আস্তে আস্তে বৃদ্ধি করা যাবে সর্বোচ্চ এক মিলিগ্রাম পর্যন্ত । শিশুদের ক্ষেত্রেও এই ঔষধ ব্যবহার করা হয় তবে শিশুদের ক্ষেত্রে কোন ধরনের মাত্রা আমরা এখানে নির্ধারণ করে দিতে পারছিনা আপনাকে একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তারের কাছে গিয়ে রোগ নির্ণয়ের পরে তার থেকে এই মাত্রা নির্ধারণ করিয়ে নিতে হবে।

Cloron 0.5 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে দীর্ঘদিন ধরে এই ওষুধ ব্যবহারের ফলে মস্তিষ্কে অবসন্নতার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঔষধ খাওয়া শেষ করুন। সিদ্ধান্ত হীনতায় ভুগতে পারে অনেকের ক্ষেত্রে স্মৃতি লোভ পাওয়ার মতন সমস্যার সৃষ্টি হতে পারে। দামের প্রসঙ্গে যদি আসি তাহলে এস কে এফ ফার্মাসিটিক্যালস Cloron 0.5 ট্যাবলেট এর দাম বর্তমানে ৭ টাকা।