প্রত্যেকটি জিনিস যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি তাহলে তার সুফল আমরা পাব। আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীটাকে এতটাই সুন্দরভাবে তৈরি করেছেন যে আমরা ইচ্ছে করলে এই পৃথিবী থেকে সব থেকে সুন্দর জিনিসটি সংগ্রহ করতে পারব এবং যদি আমরা ইচ্ছে করে সব থেকে খারাপ জিনিসটাও সংগ্রহ করতে পারব। সবকিছুই আমাদের ইচ্ছা শক্তি এবং বিবেকের ওপর নির্ভর করছে এবং তার ওপর নির্ভর করে মূলত খারাপ এবং ভালো দিকগুলো আসে।
আজকে আমরা একটি অয়েন্টমেন্ট নিয়ে কথা বলব। আমরা হয়তো অনেকেই অবগত আছি অয়েনমেন্ট গুলো কি কাজে ব্যবহৃত হয়। সাধারণত আগে যে ক্রিমগুলো আমরা ব্যবহার করতাম সেই ক্রিমগুলো আপডেট ফর্ম হচ্ছে অয়েন্টমেন্ট যেটা বিভিন্ন ধরনের ক্ষত বা বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। চলুন আজকে আমরা এই CLOVATE OILMENT সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি।
CLOVATE OILMENT এর কাজ কি কি
CLOVATE OILMENT সাধারণত একটি উপাদান দ্বারা তৈরি এবং এই উপাদান হচ্ছে ক্লোবেটাসল প্রোপিউনেট। এখানে শুধুমাত্র ০.০৫% ব্যবহার করা হয়েছে এই উপাদান এবং এটা এসিআই লিমিটেডের একটি পণ্য। এই জিনিসটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ৬৮. ০২ টাকা। এটা ১০ গ্রামের একটি টিউব আপনি ব্যবহার করতে পারেন আপনার চিকিৎসার জন্য।
এখন যদি এর কার্যকারিতা সম্পর্কে আমরা বলি তাহলে সাধারণত প্রাপ্তবয়স্ক এবং এক বছরের অধিক বয়সী শিশুদের ক্ষেত্রে এই অয়েনমেন্ট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কি রোগের বিরুদ্ধে এটা নির্দেশ করা হয়েছে সেটা জানি এখন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সোরিয়াসিস এর বিরুদ্ধে লড়াই করার জন্য সাধারণত এই অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়। এর পাশাপাশি রিকেলসেটেল্ট ডার্মাটোসিস এর বিরুদ্ধে লড়াই করার জন্য এই ঔষধ ব্যবহার করা হয়।
এছাড়াও লিজেন্ডপ্লানাস এই ধরনের সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য এই অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়। সাধারণত ত্বকের চিকিৎসায় যখন কম শক্তিশালী স্তরয়েড গুলো দ্বারা সন্তোষজনক ফলাফল পাওয়া যায় না তখন এই অধিক শক্তিশালী স্টরয়েড ব্যবহার করা হয়। এবং আশা করা যায় তার পরে রোগী পুরোপুরি সুস্থ হতে পারে।
CLOVATE OILMENT ব্যবহারের মাত্রা
প্রত্যেকটি জিনিস রয়েছে আলাদা আলাদা ব্যবহার মাত্রা তাই এখানে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে সঠিক পরিভাবে আপনি ব্যবহার করছেন কিনা এবং সঠিক নিয়ম মেনে আপনি ব্যবহার করছেন কিনা। আমরা আগেও বলেছি এই অয়েনমেন্ট শুধুমাত্র এক বছরের অধিক বয়সী শিশুদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে ব্যবহার উপযোগী। আপনার যে স্থানে এই সমস্যা হচ্ছে অর্থাৎ আক্রান্ত স্থান সেখানে মসৃণভাবে দিনে দুইবার প্রয়োগ করতে হবে।
সাধারণত এখানে প্রয়োগের পূর্বে আপনাকে জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং একটি জিনিস খেয়াল রাখবেন সেখানে কোনভাবেই চুলকানো যাবে না যাতে করে আপনার সেই আক্রান্ত স্থান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে অতি উচ্চমাত্রা ক্ষমতা সম্পন্ন টপিক্যাল স্টরয়েড ব্যবহার করা হয়েছে তাই এখানে দুই সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত এই চিকিৎসা। এবং যদি সাপ্তাহিক সর্বোচ্চ মাত্রার কথা বলা হয় তাহলে ৫০ গ্রাম এর বেশি হওয়া যাবে না।
এ জিনিস এর সঠিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং সে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনি আপনার আক্রান্ত স্থানে দেখতে পাবেন তাই সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিন। গর্ভবতীদের ক্ষেত্রে মহিলাদের CLOVATE OILMENT ব্যবহারের সীমিত তথ্য রয়েছে। তাই আমরা বলতে পারি যে মায়েদের ক্ষেত্রে চিকিৎসা সম্ভাব্য ঝুঁকি অপেক্ষা প্রকাশিত ফলাফলের মাত্রা বেশি হলে গর্ভাবস্থায় এই ঔষধ ব্যবহার করা যেতে পারে।
তাই অবশ্যই সতর্কতার সঙ্গে সবসময় আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করব এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবো না। মূলত ডাক্তারের সবার প্রথমে সঠিক রোগ নির্ণয় করতে পারে এবং সঠিক রোগ নির্ণয় করতে পারলে সহজ ঔষধের মাধ্যমে একজন রোগী সুস্থ হতে পারে।