নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার সিলেট ডাক্তার তালিকা ও ফোন নাম্বার

আজকে সিলেটবাসীর জন্য এক জরুরী তথ্য নিয়ে আমরা আমাদের এই আর্টিকেল শুরু করতে যাচ্ছি। আমি আমার জীবনে এমন অনেক অসুস্থ ব্যক্তিকে দেখেছি যারা নাক কান গলা বিষয়ক বিভিন্ন সমস্যায় ভুগছেন। কিন্তু সঠিক চিকিৎসার অভাবে তারা এই সমস্যাকে আস্তে আস্তে বড় করছেন এবং এমনও হচ্ছে ভুল ওষুধের প্রভাবে তার সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে।

যদিও এখন সকলের মনে একটাই ধারণা বাংলাদেশে ভালো চিকিৎসা হয় না বা বাংলাদেশে চিকিৎসা খাতেও রয়েছে বহু দুর্নীতি। তারপরেও এর মধ্যে আসার কথা হল আপনি যদি সঠিক জায়গাতে এবং সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ ও নাক কান গলা বিষয়ক ভালো মানে ডাক্তার হয়েছে।

এই বিষয়টি খুব সেনসিটিভ একটি বিষয় এবং আপনি যদি এই বিষয়ে ডাক্তার দেখাতে দেরি করেন তাহলে হতে পারে ছোট একটি সমস্যা থেকে আপনার সমস্যা বড় হতে পারে। অনেকের গলাতে টিউমার থেকে পরবর্তীতে সেটা ক্যান্সারের রূপ নাই। অনেকের এমন ঘটনা অনেক শোনা যায় যারা কানের বিভিন্ন সমস্যা থেকে সেটা এমন বেশি করে ফেলে যার ফলে পরবর্তীতে সে কানে শুনতে অক্ষমতা অক্ষম হয়ে পড়ে।

এই থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম উপায় হল সচেতনতা বৃদ্ধি করা। আপনি যে সমস্যায় ভোগেন না কেন আপনাকে সঠিক জায়গায় এবং সঠিক ডাক্তারের কাছে যেতে হবে আপনার চিকিৎসা গ্রহণের জন্য। অনভিজ্ঞ এবং ছোট ডাক্তার দেখিয়ে কোন লাভ হবে না চেষ্টা করতে হবে বড় মাপের ডাক্তার দেখাতে। সেই আলোকে আমরা চেষ্টা করবো সিলেট জেলায় বর্তমানে চিকিৎসা সেবা প্রদান করছে এমন বড় মাপের কিছু নাক কান গলা বিশেষজ্ঞর ঠিকানা আপনাদের দিতে।

নাক কান গলা স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তার সিলেট

আপনারা এখান থেকে ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ সিলেটে কর্মরত ইএনটি স্পেশালিস্ট ডাক্তারের খোঁজ পাবেন। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য মূলত আমাদের এই উদ্যোগ এবং আশা করব আমাদের উদ্যোগটি সফল হবে ‌।

১) ডাক্তার মোহাম্মদ মোফাকারুল ইসলাম
ফেলো ইন ক্লিনিকাল অটলজি (ইন্ডিয়া),
এমবিবিএস, ডিএলও (ডিএমসি), এম সি পি এস (ই এন টি),
চেম্বারের ঠিকানা:
ওলাসিস হাসপাতাল সিলেট
আপনি এখানে প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ডাক্তার কে পেয়ে যাবেন।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:-০১৭৬৩ ৯৯০০৫।

২) ডাক্তার সাঈদ নাফি মাহাদী
ইএনটি স্পেশালিস্ট এবং হেড নেক সার্জন
শহীদ শামসুল উদ্দিন আহমেদ হসপিটাল, সিলেট সদর।
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফ সি পি এস (ইএনটি),
ইএনটি স্পেশালিস্ট এবং হেডনেস সার্জন বিশেষজ্ঞ,
চেম্বার এর ঠিকানা:
মাউন্ট আদোরা হসপিটাল, আখালিয়া, সিলেট।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:-০১৭৬১ ৬৬৬৭৬৮।

৩) ডক্টর এম এস রহমান শামীম
অ্যাসোসিয়েট প্রফেসর, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।
mbbs, mcps,dlo, ইএনটি স্পেশালিস্ট এবং হেড নেক সার্জন।
হেডনেক সার্জারির ওপর প্রশিক্ষণপ্রাপ্ত (মুম্বাই),
চেম্বারের ঠিকানা:-
মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:-০১৭২৪ ৫১৫২।

৪) প্রফেসর ডঃ এস এস এ আল মাহমুদ সাদী
এমবিবিএস, এফসিপিএস (ইএনটি), এমএস (ইএনটি), ইএনটি স্পেশালিস্ট।
চেম্বার এর ঠিকানা:
ইবনে সিনা হসপিটাল সিলেট লিমিটেড।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:-০১৯৭২ ৮৩২৭৪১।

৫) ডাক্তার মোজাম্মেল হক
এমবিবিএস, এফ সি পি এস (ইএনটি), ইএনটি স্পেশালিস্ট।
চেম্বারের ঠিকানা:-
ইবনে সিনা হসপিটাল সিলেট লিমিটেড
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:-০১৯৭২ ৮৩২৭৪১।

আশা করছি আপনারা আমাদের এখান থেকে যোগ্য ডাক্তারদের তথ্য পেয়েছেন এবং আশা করব আপনারা এই অনুযায়ী নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আমরা নিচে আপনাদের জন্য আরো কিছু সিলেট জেলার কর্ম তো ডাক্তারদের লিস্ট নিয়ে হাজির হয়েছি আশা করব আপনারা সেই লিস্ট গুলো পড়বেন।

নাক কান গলা সমস্যা নিয়ে কিছু কথা

নাক কান গলা জনিত বিভিন্ন রোগ আমাদের অনেকের আছে কিন্তু আমরা সেই রোগগুলোকে একেবারে ছোট মনে করি এবং সেগুলো চিকিৎসা গ্রহণ করি না। এর পাশাপাশি সঠিক ডাক্তারকে দেখানো তো দূরের কথা আমরা সেগুলোকে অবহেলা করি কিন্তু আস্তে আস্তে যখন সেই রোগ বড় হয়ে যায় তখন আমরা বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেতে।

তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে নাক কান গলা সম্পর্কে যে কোন ধরনের সমস্যা হলে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে এবং সেটা যেন নাক কান-গোলা স্পেশালিস্ট হয়ে থাকে সেটা খেয়াল রাখতে।

তবে নাক কান গলা সমস্যা দূর করার একটি এমনটিক্স রয়েছে আপনাদের কাজে আসবে। আপনি আপনাদের একটি পদ্ধতি জানা বুঝে পদ্ধতি অনুসারে আপনারা নাক কান গলার বিভিন্ন সমস্যার একটি হলেও সমাধান করতে পারবেন এর মাধ্যমে।

নাক কান গলার সমস্যার সমাধান

আপনার যদি বিভিন্ন ধরনের নাক কান গলা জড়িত কোন সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে শুধুমাত্র একটি নিয়ম মানতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী আপনি এ রোগ অনেকটা সারিয়ে ফেলতে পারেন।

আপনাকে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে সেটা হল প্রথম উপায়। এর জন্য আপনি করতে পারেন যেকোনো ধরনের ঠান্ডা খাবার খাওয়া থেকে দূরে থাকতে পারেন। ফ্রিজে রাখা কোল্ড ড্রিংকস থেকে শুরু করে ফ্রিজে রাখা ঠান্ডা পানি এবং ফ্রিজে রাখা বিভিন্ন ধরনের রান্না করা খাবার থেকে বিরত থাকুন। আইসক্রিম খাওয়া থেকে দূরে থাকুন।

চেষ্টা করুন নিয়মিত প্রতিদিন সকাল সকাল গরম পানি দিয়ে গোসল করতে এবং ধুলোবালি থেকে নিজেকে মুক্ত রাখতে। আপনারা যদি এই নিয়মটি মানতে পারেন তাহলে অবশ্যই খুব সহজেই নাক কান গলার সমস্যার সমাধান অনেকটা নিজে থেকেই করতে পারবেন।

সেরা ৫ জন নাক কান গলা বিশেষজ্ঞ ডঃ সিলেট জেলা

৬) অধ্যাপক ডক্টর শামীম আনোয়ারুল হক
এমবিবিএস, এফসিপিএস (ইএনটি), বিএমডিসির রেজি নং:-A-18030,
অধ্যাপক ও প্রধান ইএনটি এবং হেড নেক সার্জারি বিভাগ, এম এইচ শাম্রিতা মেডিকেল কলেজ ঢাকা।
কনসালটেন্ট ইউনাইটেড হাসপাতাল লিমিটেড ঢাকা।
চেম্বারের ঠিকানা:
পপুলার মেডিকেল সেন্টার লিমিটেড, নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:-০১৭১১ ৩৪০৯৬৩। আপনারা চাইলে এই ডক্টর কে সোমবার মঙ্গলবার এবং বুধবার বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত দেখাতে পারবেন।

৭) ডক্টর নুরুল হুদা নাইম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (ইএনটি), এম সি পি এস (ইএনটি), ইএনটি বিশেষজ্ঞ এবং হেড নেক লেজার সার্জন, সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
চেম্বার এর ঠিকানা:
এন জে এল ই এন টি সেন্টার, সিলেট।
১৫ কাজলশাহ, সিলেট, ৩১০০।
শনিবার সোমবার এবং বুধবারে বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি নিয়মিত এই ডাক্তারের কাছে রোগী দেখাতে পারবেন।

৮) প্রফেসর ডঃ কাজী আক্তার উদ্দিন
এমবিবিএস, ডিএলও, বিভাগীয় প্রধান,
চেম্বার এর ঠিকানা:
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড

৯) ডক্টর আজিজুল হক মানিক
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস, ডিএলও, mcps, এফআইসিএস, হেডলেক সার্জারিতে এডভান্স ফেলোশিপ, ইএনটি বিশেষজ্ঞ ও সার্জন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

১০) ডক্টর এন কে সিনহা
এমবিবিএস, এফ সি পি এস (ইএনটি), এমএস (ইএনটি), ডি এল ও, কান না গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল,
চেম্বার এর ঠিকানা:
ডায়াগনস্টিক লিমিটেড সিলেট, বাড়ি ৩৬২-৩৬৩, নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।

আপনাদের উদ্দেশ্যে মূলত আমরা সিলেট জেলায় কর্মরত এবং সিলেট জেলায় চেম্বার আছে এমন ডাক্তারদের লিস্ট নিয়ে হাজির হলাম আশা করব আপনারা এখান থেকে আপনাদের উদ্দেশ্যে অনুযায়ী ডাক্তার এর ঠিকানা সংগ্রহ করতে পেরেছেন। এর বাইরে যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন।