Frenxit Tablet এর কার্যকারিতা, Frenxit Tablet এর পার্শ্ব প্রতিক্রিয়া Franxit 0.5 mg

কোন ওষুধ কি কাজ করে সেটি না জেনে হুটহাট ওষুধ খাওয়া সবথেকে বড় বোকামি। আমি আমার জীবনে এমন মানুষ অনেক দেখেছি এবং আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন যে আশেপাশে এমন মানুষ অনেক দেখেছেন যারা হুটহাট করে নিজে থেকে ওষুধ খায়। যদিও ফার্মেসীর দোকানগুলোতে প্রেসক্রিপশন ছাড়া কোনো ঔষধ বিক্রি করার অনুমতি নেই তারপরও বিভিন্ন ধরনের চাপ বিভিন্ন ধরনের কথাবার্তার কারণে তারা ওষুধগুলো বিক্রি করতে বাধ্য হয়।

যারা অসুস্থ রোগী আছে তাদের মানসিকতা এমনিতে ভালো থাকে না তাই তাদের সব সময় সতর্ক থাকার চেষ্টা করতে হবে ভুলভাল ওষুধ খেয়ে আপনি যদি আরও বেশি অসুস্থ হন তাহলে সেই দায় কারো নয়। Frenxit Tablet নিয়ে আজকে আলোচনা করব এবং আশা করব আপনারা আমাদের সঙ্গে থেকে জানতে পারবেন Frenxit Tablet এর সঠিক কার্যকারিতা সম্পর্কে। মনে করুন আপনি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছে এবং ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে আরো অন্যান্য ঔষধের পাশাপাশি আপনাকে একটি Frenxit Tablet খেতে বলল এখন আপনি ভেবে পাচ্ছেন না কেন Frenxit Tablet খেতে বলল।

Frenxit Tablet খাওয়ার সঠিক নির্দেশনা

মূলত কি কাজ করে এর সঠিক উত্তরই হচ্ছে সঠিক নির্দেশনা অর্থাৎ একজন ডাক্তার আপনাকে কি নির্দেশনা দিবে এই ওষুধ সম্পর্কে সেটা এখন আমরা জানাবো। Frenxit Tablet এর কাজ অনেক তাই আপনারা ধৈর্য সহকারে এর উপকার বা কাজগুলো সম্পর্কে জানুন।

সবার প্রথমে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা যেটা আমাদের শরীরে আমাদের চামড়ার মত লেগে থাকে সে সম্পর্কে কথা বলে। যারা এই দুশ্চিন্তাকে নিজের পিছু ছাড়তে পারছে না তাদের জন্য Frenxit Tablet একটি ভালো ঔষধ। এ পাশাপাশি যারা উদাসীনতায় ভোগেন এবং অবসন্নতা যাদের ঘিরে রেখেছে তাদের জন্য Frenxit Tablet হতে পারে একটি ভালো ঔষধ। এ থেকে বড় সমস্যা যেমন সাইকো জেনিক ডিপ্রেশন থেকে শুরু করে ডিপ্রেসিভ নিউরোসিস নামক অসুখগুলো যাদের আক্রান্ত করেছে তাদের জন্য Frenxit Tablet ডাক্তার নির্দেশনা দিয়ে থাকে।

Frenxit Tablet খাওয়ার সঠিক পরিমাণ

এই ওষুধটি কোন বয়সে রোগীদের জন্য এবং কোন অসুখের জন্য কতটুকু খেতে হবে সেটা আজকে আমরা জানাবো। তবে আমরা যেহেতু বাড়াবাড়ি একটি কথা বলে আজকেও সেই কথা না বললে হয়তো পেটের ভাত হজম হবে না কারণ। আসলে ডাক্তার ছাড়া কোন ঔষধ খাওয়া ঠিক নয় সেটা পাগলও জানে তাই পাগল তো পাগল খানায় যায় ডাক্তারের কাছে ওষুধ নিতে।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত দিনে দুইটি ট্যাবলেট সকালে ও দুপুরে এবং যারা মারাত্মক রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে মাত্র দুইটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে তাও আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এর মধ্যে যারা বৃদ্ধ আছে তাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তারা একটি ট্যাবলেট খেতে পারেন। দীর্ঘমেয়াদী সেবন মাত্রা অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে এই ওষুধ খেতে হবে তাদের জন্য সাধারণত একটি করে ট্যাবলেট সকালে খেতে হয়।

Frenxit Tablet এর পার্শ্ব প্রতিক্রিয়া

আজকে আমরা এই ঔষধ এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব তার কারণ হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যদি আমাদের শরীরে থাকে এবং সেটা যদি আমরা নির্ণয় না করতে পারি তাহলে এই ওষুধ আমাদের যতটা উপকার করবে তার থেকে বেশি ক্ষতি করবে। মূলত এই ঔষধের পার্শপ্রতিকরা খুব কম দেখা যায় তবে ক্ষণস্থায়ী অস্থিরতা ও ইনসামনিয়া হতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যেটা একজন রোগীকে তীক্ষ্ণভাবে পরিলক্ষিত করতে হবে। তারপরে সে ডাক্তারের কাছে গিয়ে ঔষধ পরিবর্তন করিয়ে নিতে হবে।

যদি আপনি প্রশ্ন করেন Frenxit Tablet এর কাজ কি তাহলে সে উত্তরে আমরা বলব ডিপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদক আসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া দূর করতে এই ওষুধ ব্যবহার করা হয়।