ফেনাডিন ১২০ এর কাজ কি Fenadin 120 mg

আপনারা যারা আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করেন এবং আমাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলো নিয়মিত পড়েন তারা অবশ্যই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ভালোভাবে বোঝেন। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সঠিক চিকিৎসার প্রচুর পরিমাণে অভাব রয়েছে। এবং কিভাবে সুস্থ থাকা যায় এবং কোন খাবারগুলো খেলে মানুষ সুস্থ থাকে সে সম্পর্কে জ্ঞান আমাদের খুব কম আছে। যার কারণে খুব অল্প বয়সেই আমাদের শারীরিক বিভিন্ন দুর্বলতা দেখা দিচ্ছে এবং আস্তে আস্তে এটা আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের দেশ এবং আমাদের গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূলত আমরা বিভিন্ন ওষুধের বিভিন্ন তথ্য আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরি। আমরা এমন ভাবে তথ্যগুলো তুলে ধরতে চেষ্টা করে যেখানে যে মানুষটি কিছুই বোঝে না সেই মানুষও একবার আমাদের তথ্যগুলো করলে সবকিছু খুব পরিষ্কার ভাবে বুঝতে পারবে। ফেনাডিন 120 হচ্ছে অপসনের ফার্মা লিমিটেড এর একটি পণ্য এবং সেখানে তারা এই ঔষধ তৈরি করতে ব্যবহার করেছে ফেক্সো ফেনাডিন হাইড্রোক্লোরাইড। আমরা যদি এই ঔষধের সঠিক কার্যকারিতা সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই ঔষধ সম্পর্কে আমাদের জানতে হবে।

ফেনাডিন 120 এর কাজ কি

প্রত্যেকে ঔষধ মানব শরীরে একের অধিক কার্যকারিতা নিয়ে বাজারে আসে। আপনারা যারা এখন পর্যন্ত এই ওষুধ সম্পর্কে জ্ঞান রাখেন না তাদেরকে বলব আপনারা অবশ্যই জানেন যে এই ওষুধ সঠিক কি কাজ করে। সঠিক কার্যকারিতা সম্পর্কে যদি আপনাদের জ্ঞান না থাকে তাহলে আমরা আজকে আপনাদের সেই জিনিসগুলো আস্তে আস্তে জানানোর চেষ্টা করব।

সাধারণত আজকের এই ফেনাডিন 120 ট্যাবলেট মূলত ১২ বছরের ওপরে প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য প্রযোজ্য। এ ধরনের রোগীদের ক্ষেত্রে যাদের সাধারণত বিভিন্ন ধরনের মৌসুমী এবং প্যারিনিয়াল এলার্জিক রিএকশন দেখা দেয় তাদের ক্ষেত্রে এই ওষুধ প্রযোজ্য। স্বাভাবিকভাবে যাদের শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ যেমন হাঁচি, থেকে শুরু করে লেকিনেশন, চুলকানি, চোখ লাল হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেয় তাদেরকে ডাক্তার ফেনাডিন 120 রেফার্ড করেন।

এছাড়াও অনেকের ক্ষেত্রে নাক তালু ও গলা চুলকানিও দেখা দিতে পারে এবং যার কারণে যদি সে নিকটস্থ ডাক্তারের কাছে যায় তাহলে সে ডাক্তার অবশ্যই তাকে ফেনাডিন 120 ট্যাবলেট খেতে বলবে। অনেকে মনে করে শুধুমাত্র এলার্জিক রিঅ্যাকশনের কারণে ফেনাডিন 120 ট্যাবলেটের ডাক্তার একজন রোগীকে খেতে বলে কিন্তু এর বিপরীত অনেক রোগ আছে যার বিরুদ্ধে লড়াই করার জন্য ফেনাডিন 120 অত্যন্ত কার্যকরী।

সাধারণত ক্রনিক এডিওপ্যাথিক অ্যারটিকেরিয়া এই ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে ফেনাডিন 120। মূলত সাধারণত যাদের প্রাপ্তবয়স্ক অবস্থায় এই ধরনের রোগের লক্ষণ দেখা দেয় তাদের এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য ফেনাডিন 120 ডাক্তাররা নির্দেশনা দেয়। বিভিন্ন ধরনের ছত্রাকের লক্ষণ অথবা ছত্রাকের উপসর্গ যদি শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই এই ঔষধ আপনাকে দেওয়া হবে। এছাড়াও ছত্রাক জনিত বিভিন্ন সমস্যা যেমন শরীরে চামড়ার উপর চাকার সংখ্যা এবং আরো অন্যান্য জিনিস রাস করতে মূলত ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম ট্যাবলেট অত্যন্ত কার্যকরী।

ফেনাডিন 120 এর সঠিক খাওয়ার নিয়ম

সাধারণত প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স ১২ বছরের ওপরে এই ধরনের রোগীদের যদি উপরে উল্লেখিত উপসর্গগুলো থাকে এবং ডাক্তার যদি তাদের নির্দেশ দেয় ফেনাডিন 120 মিলিগ্রাম ট্যাবলেট খেতে তাহলে তারা দৈনিক ৬০ মিলিগ্রাম করে অর্থাৎ অর্ধেক ট্যাবলেট করে দুইবার অথবা একবার ১২০ মিলিগ্রাম ট্যাবলেট খেতে পারবে। এছাড়াও যাদের বয়স ৬ থেকে ১১ বছর তাদের ক্ষেত্রে 30 মিলিগ্রাম করে ফিক্সোফেনাডিন অথবা ৬০ মিলিগ্রাম করে একবার ফেনাডিন ট্যাবলেট খেতে পারবে।

যদি এর বাইরে কারো ফেক্সোফেনাডিন খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সিরাপটা খেতে পারবে। আর এই ওষুধের পরিমাণ যেকোনো সময় পরিবর্তন করা যাবে তবে এখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই পরিবর্তনটি আপনাকে করতে হবে।