থাইরয়েড টেস্ট এর খরচ কত

আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন আছে। এই বিভিন্ন ধরনের হরমোনের মধ্যে একটি হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন। সাধারণত থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোন আমাদের শরীরে প্রবেশ করে তাই এই হরমোনের নাম দেওয়া হয়েছে থাইরয়েড হরমোন। যদি কোন কারণবশত মানব শরীরে থাইরয়েড হরমোন এর পরিমাণ প্রয়োজনের তুলনায় কম অথবা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় তাহলে সেখানে অবশ্যই সমস্যা তৈরি হতে পারে। অল্প বয়সের রোগীদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ এবং অনিয়ন্ত্রিত ওজন এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।

এই থাইরয়েড চিকিৎসা প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে থাইরয়েড এর পরীক্ষা। থাইরয়েড পরীক্ষা করতে গেলে সবার প্রথমে এই পরীক্ষা সম্পর্কে অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে যেমন মনে করুন এই পরীক্ষা করতে কোন ধরনের প্রস্তুতির প্রয়োজন এবং এই পরীক্ষা করতে কত টাকা লাগে। অনেকে তো পরীক্ষার কথা শুনলেই ভয় পান মনে করেন অনেক কাটা ছেঁড়া করা হবে কিন্তু এমন কিছুই না। সাধারণত থাইরয়েড পরীক্ষা সম্পর্কে খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের এই আর্টিকেল তৈরি করা হয়েছে আশা করছি শেষ পর্যন্ত থেকে আপনারা সবকিছু জানতে পারবেন।

থাইরয়েড টেস্টের প্রস্তুতি

এই হরমোন টেস্ট এর ক্ষেত্রে একটা কথা বলে রাখি রোগীকে কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয় না। অনেক টেস্টের ক্ষেত্রে রোগীকে খেয়ে না খেয়ে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয় কিন্তু থাইরয়েড হরমোন টেস্ট এর ক্ষেত্রে রোগীকে কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয় না। রোগীর যখন ঠিক টেস্ট করার প্রয়োজন পড়ে তখন রোগী প্যাথলজিক্যাল ল্যাবে উপস্থিত হয়ে সেখানে শুধুমাত্র রক্তের স্যাম্পল প্রদান করলে চলে।

সাধারণত এই পরীক্ষার রেজাল্ট বের হতে ৭২ ঘণ্টা সময় লাগে। তাই ব্লাড সাম্পল দেওয়ার পরে রোগীকে ৭২ ঘণ্টা পর রিপোর্ট সংগ্রহ করতে যেতে হবে। এখানে কোন ধরনের প্রস্তুতির প্রয়োজন নেই আপনি যে কোন অবস্থাতেই আপনার প্রয়োজনে এই রিপোর্ট করাতে যেতে পারেন।

থাইরয়েড টেস্ট রিপোর্ট

সাধারণত আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের মতে থাইরয়েড টেস্ট এর রিপোর্ট এর একটি আদর্শ মান আছে। আমরা সকলে অবগত আছি যে থাইরয়েড হরমোন টেস্টের জন্য যে টেস্ট করা হয় তার নাম হচ্ছে টি এস এইচ। আমেরিকার থাইরয়েড এসোসিয়েশনের মতে এই টিএসএইচ এর মান যদি 0.4 থেকে 4.0 এর মধ্যে হয় তাহলে সেটা আদর্শ সমান।

তবে এই মান ওঠা নামা করে অর্থাৎ এই মান এর থেকে কম অথবা এর থেকে বেশি হয় তাহলে সেটা অস্বাভাবিক ব্যাপার। এই অবস্থাতে অবশ্যই রোগীকে চিকিৎসা করাতে হবে এবং চেষ্টা করতে হবে যেন সঠিক সময় সঠিক চিকিৎসা করা হয়। থাইরয়েড চিকিৎসায় অবহেলা করলে অনেক ধরনের বড় ক্ষতি হতে পারে।

টিএসএইচ টেস্ট করাতে কত টাকা লাগে

আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এটা অর্থাৎ থাইরয়েড পরীক্ষা করতে কত টাকা লাগে। আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই তথ্য অনুযায়ী থানা পর্যায়ের কোন সরকারি হাসপাতালে হরমোনের টেস্ট হয় না। এই হরমোনের টেস্ট করতে হলে অন্তত জেলা হাসপাতাল অথবা বিভাগীয় হাসপাতালে উপস্থিত হয়ে করাতে হবে। তবে বেসরকারি কিছু ডায়াগনস্টিক সেন্টার অথবা হাসপাতাল আছে যেগুলোতে থানা পর্যায়েও হরমোন টেস্ট করানো হয়।

এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কোথায় বিয়ে করাবেন তবে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের এটা জানানো যে কোথায় কত টাকা খরচ হবে। সরকারি হাসপাতালগুলোতে যেমন মনে করুন পরমাণু ইনস্টিটিউট এখানে যদি আপনি এই হরমোন টেস্ট করান তাহলে বর্তমানে খরচ হচ্ছে 700 টাকা। এটাই যদি আপনি বেসরকারি হাসপাতালগুলোতে করেন তাহলে আপনার খরচ হবে ১২০০ টাকা। তবে হরমোনের টেস্টের মান সরকারি হাসপাতালগুলোতেও অনেক ভালো আর পরমাণু ইনস্টিটিউটে সবথেকে ভালো হরমোনের পরীক্ষা করা হয়।