Montelukast 10mg এর কাজ কি মন্টে‌লুকাস্ট

সাধারণত আমরা যারা নিয়মিত বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট বিভিন্ন ধরনের বুকের ব্যথা ভোগ করে তাদের জন্য অত্যন্ত আদর্শ ঔষধ হচ্ছে মন্টিলুকাস্ট। সাধারণত এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামকরণ করে বিভিন্ন ট্যাবলেট বাজারজাতকরণ করছে । আজকে আমরা এই মূল উপাদানের কিছু কার্যকারিতা সম্পর্কে জানব যাতে করে আপনি একটি ধারণা পেতে পারেন কোন কোন সমস্যার জন্য আপনাকে এই ওষুধ ডাক্তার লিখতে পারে। জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন জ্ঞান আহরণ করেই যাবেন।

পৃথিবীটা এত বড় এবং পৃথিবীতে এত জ্ঞান আছে যে আপনি সারা জীবন ধরে সেটা আহরণ করতেই থাকবেন তারপরেও শেষ হবে না। আজকে ঠিক যেমন আমাদের প্রত্যেক পাঠকরা জানতে পারবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধের খুঁটিনাটি যেটা তার ভবিষ্যতে অনেক উপকারে আসতে পারে। এই একই উপাদান ব্যবহার করে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ওষুধ তৈরি করেছে এর মধ্যে কয়েক ধরনের মধ্যে একটি রয়েছে চার মিলিগ্রামের ট্যাবলেট একটি রয়েছে পাঁচ মিলিগ্রামের ট্যাবলেট।

Montelukast 10mg কি কাজ করে

সাধারণত এই ওষুধ কি কাজ করে এই প্রশ্ন যদি কেউ করে থাকে তাহলে সে প্রশ্নের উত্তরে বলব শুধুমাত্র একটা কাজ না বেশ কয়েক ধরনের কাজ করে তবে কোন কোন রোগের ক্ষেত্রে এটা প্রয়োগ উপযোগী সেটা এখন জানব। একজন রোগী যখন ডাক্তারের কাছে আসে এবং তার শরীরে যদি এজমার আক্রমণ এর উপসর্গ দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং এজমার ক্রনিক চিকিৎসায় এই Montelukast 10mg ব্যবহার করা হয়।

এছাড়াও বিভিন্ন সময়ে দেখা যায় যে ব্যায়াম জনিত শ্বাসনালের সংকোচন সমস্যা নিয়ে ডাক্তারেরা বিভিন্ন ধরনের রোগী দেখেন এ ধরনের ক্ষেত্রে অন্যান্য ঔষধের পাশাপাশি Montelukast 10mg অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ। শুধুমাত্র এটাই নয় শ্বাসনালীর বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে এই ঔষধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ডাক্তার যখন একজন রোগীকে দেখেন তখন অবশ্যই সবার প্রথমে চেষ্টা করেন সঠিক রোগ নির্ণয় করতে এবং তিনি যখন সঠিক রোগ নির্ণয় করতে পারদর্শী হবেন তখন সেই রোগের সুস্থ হওয়ার হার বেড়ে যাবে।

এছাড়াও বিভিন্ন ধরনের এলার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময় এই ঔষধ ব্যবহার করা হয়। এরমধ্যে রয়েছে মৌসুমী এলার্জিক রাইনাইটিস ও পেরিনিয়াল এলার্জির রাইনাইটিস। উভয় ক্ষেত্রেই এই ধরনের রোগের উপসর্গ যদি একজন রোগীর শরীরে খুজে পাওয়া যায় তাহলে দেরি না করে অবশ্যই অন্যান্য ঔষধের পাশাপাশি ডাক্তারেরা Montelukast 10mg খাওয়ার পরামর্শ দেবেন।

Montelukast 10mg খাওয়ার সঠিক মাত্রা

মনে করুন প্রাপ্তবয়স্ক যাদের হাঁপানি বা মৌসুমী এলার্জিক রাইনাইটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডাক্তার এরা মূলত 10 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার খেতে বলবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক পরিমাণে ঔষধ খাচ্ছেন তার কারণ হচ্ছে সঠিক পরিমাণে ওষুধ না খেলে সেখানে সফলতা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। একই সমস্যা নিয়ে যদি বিভিন্ন ধরনের শিশুর ডাক্তারের কাছে আসে তাহলে কিছু কিছু শিশুর ক্ষেত্রে যেমন 6 থেকে ১৪ বছর বয়সী শিশুর জন্য মন্টিলুকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন। দুই থেকে চার বছরের শিশুদের জন্য মন্টিলুকাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার খাওয়ার পরামর্শ দেন। আরো ছোট শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও বড়দের অন্যান্য চিকিৎসার জন্য দিনে সর্বোচ্চ ১০ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিতে পারেন একজন ডাক্তার।

Montelukast 10mg দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত ডায়রিয়া বা পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের জটিল সমস্যার সৃষ্টি হতে পারে এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। তবে গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন দুশ্চিন্তা বেড়ে যাওয়া হঠাৎ করে মাথা ঘোরা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিরক্তি ভাব অনুভূত হয়। দামের প্রসঙ্গে আসলে বর্তমানে বিভিন্ন কোম্পানি অনুযায়ী Montelukast 10mg ট্যাবলেট এর দাম ১৫ টাকা থেকে ১৮ টাকার মতো হবে।