Montene 10 এর কাজ কি মন্টিনা ১০ এম জি ট্যাবলেট

Montene 10mg মন্টেলুকাস্ট সোডিয়াম গ্রুপের একটি ঔষধ। Montene 10mg অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। সাধারণত Montene 10mg ট্যাবলেট যখন আবিষ্কার করা হয় তারপর থেকে মানুষ অনেকটা স্বস্তিতে শ্বাস নিতে পারে তার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট এবং বিভিন্ন ধরনের হাঁপানের বিরুদ্ধে লড়াই করার জন্য মূলত Montene 10mg ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। চলুন আমরা এই ওষুধের আরো তথ্য বিস্তারিত জানার চেষ্টা করি।

মূলত এই ট্যাবলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর প্রত্যেকটি ঔষধ অত্যন্ত ভালো এবং উন্নত মানের এবং রোগীর শরীরে এই ঔষধ গুলো অত্যন্ত কার্যকরী। Montene 10mg ট্যাবলেট স্কয়ার ফার্মাসিটিক্যালসের একটি পণ্য যার বর্তমান ইউনিট প্রাইজ হচ্ছে ১৬ টাকা। একজন রোগী কেন এই ঔষধ খাবে অথবা রোগের শরীরে কি ধরনের উপসর্গ দেখা দিলে ডাক্তার থাকে এই ঔষধ খেতে বলবে তা নিচে উল্লেখ করা হলো।

Montene 10mg ট্যাবলেট এর সঠিক কাজ কি

মূলত যারা এজমা রোগী আছেন তারা এক কথায় এই ওষুধকে খুব ভালো বলাবেই চিনবেন। মন্টোলিকাস্ট সোডিয়াম উপাদান দ্বারা তৈরি করা হয়েছে Montene 10mg ট্যাবলেট। সাধারণত যাদের প্রচুর পরিমাণে এজমা আছে তাদের ক্ষেত্রে প্রধান ঔষধ হচ্ছে Montene 10mg ট্যাবলেট। মন্টিলুকাস্ট সোডিয়াম অত্যন্ত কার্যকরী এই ধরনের অ্যাসমার চিকিৎসার জন্য তাই কোন রোগী যদি এজমার লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে যান অথবা যাদের অ্যাজমা আছে এবং নিয়মিত ওষুধ খাচ্ছেন তাদের জন্য Montene 10mg ট্যাবলেট নির্দেশিত ঔষধ।

এছাড়া অনেকের ক্ষেত্রে ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন বা প্রতিরোধে ব্যবহার করা হয় মন্টিলুকাস্ট সোডিয়াম। এখানে উল্লেখ্য যে ডাক্তারের প্রধান কাজ হচ্ছে রোগীর রোগ নির্ণয় তাই তিনি যদি এই লক্ষণগুলো একজন রোগীর শরীরে দেখতে পান তাহলে অবশ্যই মন্টোলিকাস্ট সোডিয়াম তাকে নির্দেশ করবে। তবে মন্টিলুকাস্ট সোডিয়াম নির্দেশ করার জন্য অবশ্য রোগীর শারীরিক অবস্থা এবং তার রোগের অবস্থার ওপর নির্ভর করে তাকে ওষুধ খাওয়ার পরিমাপ ঠিক করে দেবে ডাক্তার।

এর পাশাপাশি মন্টিলুকাস্ট সোডিয়াম একের এর অধিক রোগের বিরুদ্ধে কাজ করতে পারে তার মধ্যে হচ্ছে সকল ধরনের এলার্জিটিক রাইনাইটিস। বিভিন্ন ধরনের ঋতুতে বিভিন্ন ধরনের এলার্জি মানব শরীরে দেখা দেয় এবং সকল ধরনের এই অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে মন্টিলুকাস্ট সোডিয়াম ডাক্তারের নির্দেশিত একটি অত্যন্ত উন্নত মানের ঔষধ। যারা অনেক সময় দেখা যায় যে দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য মন্টিলুকাস্ট সোডিয়াম ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে।

Montene 10mg ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম

যাদের বয়স ১৫ বছরের ওপরে তাদের ক্ষেত্রে এই মন্টিলুকাস্ট সোডিয়াম ঔষধ সর্বত্র ১০ মিলিগ্রাম প্রতিদিন খাবার নির্দেশনা আছে। যাদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে তাদের পাঁচ মিলিগ্রাম করে প্রতিদিন একবার খেতে হবে এবং যাদের বয়স ২-৪ বছর তাদের মন্টিলুকাস্ট ৪ মিলিগ্রাম করে দিনে একবার খেতে হবে। যারা একেবারে ছোট অর্থাৎ ৬মাসের শিশু বাচ্চা এবং যাদের বয়স ৬ মাস থেকে ৪ বছরের মধ্যে তাদের জন্য ৪ মিলিগ্রাম ওরাল সলিউশন প্রতিদিন একবার খাওয়াতে হবে।

Montene 10mg ট্যাবলেট এর সতর্কতা

সাধারণত প্রত্যেকটি ওষুধে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঠিক যেমন ডায়রিয়া হতে পারে এছাড়াও রোগীদের জ্বর আসতে পারে পাশাপাশি পরিপাকতন্ত্রের অস্বস্তি অনুভব করতে পারে। অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব হতে পারে বা অনেকের বমিও হয়ে যেতে পারে এছাড়াও অ্যালার্জির রিএকশন তো আছেই। অনেকের ক্ষেত্রে শ্বাস নেওয়ার ক্ষেত্রে উর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে।

অস্বাভাবিক পাশব প্রতীকের মধ্যে রয়েছে স্নায়বিক যন্ত্রণা থেকে দুশ্চিন্তা বা পেশির বেদনা। অনেকের ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে বা অস্বাভাবিক আচরণ হতাশায় রোগা মাথাব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। রক্তক্ষরণ থেকে শুরু করে বিরক্তিভাব বা অসুস্থতা বোধ এছাড়াও মাংসপেশির বেদনা বা ফুলে ওঠা এই ঔষধের অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া।