নয় মাসের গর্ভবতী বাচ্চার নড়াচড়া

আপনি কি নয় মাসের গর্ভবতী? এ সময় কি আপনি অনেক দুশ্চিন্তায় আছেন বাচ্চার নড়াচড়া সম্পর্কে? বাচ্চা ঠিক সুস্থ আছে কিনা সে সম্পর্কেও হয়তো অনেক চিন্তিত? তাহলে আমি বলব আপনি ঠিক জায়গাতে এসেছেন।

কারণ আপনি যদি নয় মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে বাচ্চা নড়াচড়া সম্পর্কে চিন্তাভাবনা না করে আমাদের দেওয়া আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আমরা আজকে আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি ৯ মাসের বাচ্চার নড়াচরে সম্পর্কে সকল তথ্য নিয়ে।

গর্ভাবস্থায় দুশ্চিন্তায় আবদ্ধ হন একজন মা কারণ একজন মা দুজনের সুস্বাস্থ্যের দিকে নজর রাখেন যার মধ্যে একজনের পুষ্টি সম্পূর্ণরূপে মায়ের শরীরের উপর নির্ভর করে থাকে।

মা যখন গর্ভাবস্থার নয় মাসে থাকেন তখন একজন মা তার শিশু এবং গর্ভের মধ্যে তার নড়াচড়ে সম্পর্কে উদবিগ্ন হয়ে থাকে। এই উদ্বিগ্ন টা কমানোর জন্য গর্ভধারণের চূড়ান্ত মাসের শিশুর কোন ধরনের চলাচল স্বাভাবিক তা বোঝা একজন মায়ের পক্ষে অবশ্যই গুরুত্বপূর্ণ।

তো চলুন নয় মাসে এসে বাচ্চার নড়াচড়া সম্পর্কে আমরা আলোচনা করি।

গর্ভাবস্থার নবম মাসে একটি শিশু কিভাবে নড়াচড়া করে

গর্ভাবস্থার নবম মাসে এসে শিশুর নাড়াচাড়া করার আশা করা স্বাভাবিক। বিশেষত গর্ভাবস্থার নবম মাসে এসে মায়েরা অনেক চিন্তিত থাকে। কারণ আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে একজন মা তার সন্তানটিকে জন্ম দিবে।

এটা যেমন খুশির ঠিক তেমনি অনেক চিন্তারও কারণ বটে। নবম মাসে যদি শিশুর নাড়াচাড়া কম হয় তবে বেশিরভাগ বাবা-মায়ের পক্ষে আতঙ্কিত হওয়াটাও স্বাভাবিক। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে সফল গর্ভাবস্থার জন্য মায়ের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। তাই এ সময়ে শিশুর অনিয়মিত গতিবিধি করায় উদ্বেগ হলে আপনার বিশ্রামে থাকা প্রয়োজন।

গর্ভাবস্থার নবম মাসে এসে একটি সুস্থ শিশুর প্রতি দুই ঘন্টা পর পর প্রায় ১০ বার লাথি মারা উচিত। এটি প্রসবের মাংস হয় তাই বেশিরভাগ মায়েদের পেটে শিশুর ক্রিয়া-কলাপ বাড়তে থাকা লক্ষ্য করা যায়।

তবে কিছু কিছু ক্ষেত্রে এর উল্টোটাও হতে পারে কিছু অসুস্থতা বা বিপদ ছাড়াই কেবল এমনি কিছুটা শান্ত হতে পারে। যে সকল শিশু একটু শান্ত প্রকৃতির হয়ে থাকে তারা একটু কম নাড়াচাড়া করে থাকে।

তাই এ সময়ে বেশি চিন্তা ভাবনা না করে একজন মা যদি মনে করেন সারা দিনে শিশু একেবারে নাড়াচাড়া করছে না তাহলে বসে না থেকে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

নবম মাসে শিশুর স্বাভাবিক নড়াচড়া

নবম মাসে এসে শিশুর নড়াচড়া একটি স্বাভাবিক লক্ষণ এমনকি প্রসব শ্রমের যন্ত্রণার ও সময়। এ সময় শিশু একটু ঘন ঘনই নাড়াচাড়া করে এতে করে মায়েরও অনেক অস্বস্তির কারণ হয়ে ওঠে। তবে এ সময়টি একজন মায়ের অস্বস্তির পাশাপাশি শান্তির ও সময় বটে।

এই সময়ে শিশুদের জন্য সাধারণত গতিবিধিগুলো নির্ধারণ করা শক্ত হতে পারে যেহেতু একজন গর্ভবতী মায়ের গর্ভে আর্মরা ছাড়া গড়াগড়ি খাওয়া বা পাস ফেরার জন্য তার যথেষ্ট পরিমাণে ক্ষমতা বেড়েছে প্রতিটি শিশুর নড়াচড়ার একটি অনন্য প্রবণতা রয়েছে এবং এইভাবে কোন শিশুর নড়াচড়ার কোন সঠিক বিন্যাস নেই।

একেকটা শিশু এক এক ভাবে নাড়াচাড়া করে। এমনকি একই মায়ের প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের মধ্যেও নাড়াচড়া সম্পর্কে অনেকটা পার্থক্য থাকে যেটি একমাত্র সে মা ই বুঝতে পারেন।

একজন মা যদি তার গর্ভের শিশুর সাধারন নড়াচড়ার তুলনায় খুব কম নাড়াচড়া বা পেটের তীব্র ব্যথা অনুভব করে থাকেন তবে কিছু একটা ভুল বা খারাপ হচ্ছে বলে ইঙ্গিত দিতে পারে। তাই একজন মা তার গর্ভের শিশুর গতিবিধির প্রবণতা গুলি লক্ষ্য করতে দিনে কয়েক ঘন্টা ব্যয় করায় ভালো। জাতি শিশুর নড়াচাড়া যখন আলাদা বলে অনুভূত হয় তখন সে মাছ শনাক্ত করতে পারেন।