আগের দিনে যখন ঔষধ আবিষ্কার হয়েছিল না তখন গাছ গাছড়ার মাধ্যমে মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করত। মূলত শিক্ষার হার আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার কারণে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এবং বিভিন্ন ধরনের গবেষণার ফলে সে চিকিৎসা বিজ্ঞান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রূপান্তর হয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন ঔষধ আবিষ্কার হচ্ছে নতুন নতুন রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য। এইতো আমরা কয়েক বছর পিছিয়ে গেলেই মহামারির কথা মনে করতে পারব এবং সেই মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য যে ঔষধ বর্তমানে বাজারে আছে সেটা এখনো পুরোপুরি কার্য করে ওষুধ না।
তার কারণ হচ্ছে যে কোন রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য যে ওষুধগুলো বাজারে আনা হয় তার পেছনে কমপক্ষে এক দশকের গবেষণার প্রয়োজন রয়েছে। এরপরে সেই গবেষণা থেকে যে ফল পাওয়া যাবে সেখানে প্রাক্টিক্যালি অর্থাৎ বিভিন্ন জায়গাতে এটা ব্যবহার করে দেখতে হবে মানব শরীরের জন্য সত্যিই এই ঔষধ গুলো কার্য করে কিনা তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই আমরা প্রত্যেকটি ঔষধ খেয়ে যতটা হালকা ভাবে নেই ততটা হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই তার কারণ হচ্ছে প্রত্যেকটি ঔষধ তৈরিতে প্রচুর পরিমাণে গবেষণার প্রয়োজন হয়।
MOZACIL 500 মিলিগ্রাম ক্যাপসুল তৈরিতে ব্যবহার করা হয়েছে এমোক্সিসিলিন ট্রাইহাইড্রেট ৫০০ মিলিগ্রাম।। Mozacil 500 ক্যাপসুল বর্তমানে বাজারজাতকরণ করছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তারা একেবারেই সঠিক জায়গাতে এসেছেন বলব। চলুন জানার চেষ্টা করি MOZACIL 500 মিলিগ্রাম ক্যাপসুল এর সঠিক কার্যকারিতা।
MOZACIL 500 মিলিগ্রাম ট্যাবলেট এর কার্যকারিতা
সবার প্রথমে নাক কান গলা নিয়ে শুরু করি এবং নাক কান গলাতে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ইনফেকশন হয়ে থাকে। এই ইনফেকশনের কারণে বিভিন্ন ধরনের সংক্রমণ হয় এবং শুধুমাত্র তে বাহ্যিক দিক দিয়ে ইনফেকশন হবে এমন নয় ভেতর বা ইন্টার্নাল দিক দিয়ে ইনফেকশন হয়। কয়েকটি উদাহরণ দিতে যাচ্ছি যেমন টনসিলাইটিস থেকে শুরু করে সাইনোসাইটিস এই ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক্তার যে কোন রোগীকে নির্দেশনা দিতে পারে এই ওষুধ ব্যবহারে।
এর মধ্যে নিম্ন শ্বাসনালী সংক্রমণ যেমন নিউমোনিয়া একিউট এবং ক্রনিক ব্রংকাইটিস। সমাজ ভাষায় বলতে গেলে ফুসফুস জনিত যে ধরনের সমস্যা আছে সেই সকল সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারে এমোক্সিসিলিন ট্রায়হাইডেট। তাই এখানে MOZACIL 500 ক্যাপসুল এই ধরনের রোগের বিরুদ্ধে যে কোন ডাক্তার নির্দেশনা দিতে পারে। এছাড়া উত্তম ও নরম করার সংক্রমণ অর্থাৎ আমাদের শরীরে যে নরম টিসুগুলো রয়েছে সে টিস্যুগুলোর বিভিন্ন ধরনের সংক্রমণ ঠেকাতে বা বিভিন্ন ধরনের ক্ষত সেরে তুলতে ব্যবহার করা হয় MOZACIL 500 ক্যাপসুল।
এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভেনারাল ডিজিজ যেমন একিউট আনকমপ্লিকেটেড গনোরিয়া অত্যন্ত সাংঘাতিক একটি সমস্যা। এই সমস্যার বিরুদ্ধে ও লড়াই করার ক্ষেত্রে এমোক্সিসিলিন-ট্রাইহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমোক্সিসিলিন ট্রাইহাইডেট 500 মিলিগ্রাম ব্যবহার করা হয় এই ধরনের রোগের বিরুদ্ধে। এছাড়াও যে ধরনের রোগীদের দাঁতের অ্যাপসেস অর্থাৎ দাঁতের শর্ট টান থেরাপির প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে এমোক্সিসি মিলিগ্রাম ক্যাপসুল এর প্রয়োজন রয়েছে।
অনেকের ক্ষেত্রে জেনিতো ইউরেনারি ট্র্যাক সংক্রমণ যেমন সিস্টালাইটিস এই ধরনের রোগ হয়ে থাকে তাদের ক্ষেত্রে মূলত এমোক্সিসিলিন ট্রাইহাইড্রেট ৫০০ মিলিগ্রাম ব্যবহার করা যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডিউটি লাল আলসার বা এর ঝুঁকি কমাতে এই ওষুধ ব্যবহার করা হয় পূর্ব থেকে।
MOZACIL 500 মিলিগ্রাম ক্যাপসুলের সঠিক সেবন মাত্রা
এমোক্সিসিলিন ট্রাইহাইড্রেট এর ব্যবহারের কথা বলতে গেলে সবার প্রথমে বলতে হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ২৫০ মিলিগ্রাম করে দিনে৩বার ব্যবহার করা যাবে তবে যাদের তীব্র সংক্রমণের ভয় আছে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ মিলিগ্রাম করে৩বার ব্যবহার করা যাবে। এছাড়াও১০ বছরের নিচে 125 মিলিগ্রাম করে দিনে ৩বার ব্যবহার করা যাবে সর্বোচ্চ।