Napa Extend এর কাজ কি নাপা এক্সটেন্ড ৬৬৫ মি.গ্রা.

নাপা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। এই নাপা বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আগের দিনে নাপা যেটাকে আমরা প্লেন না বা বলে থাকি সেটা বেশি ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে সেটা বিভিন্ন পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনের ফলে নাপা পরিবর্তন হয়ে NAPA EXTEND হয়েছে। আমরা সকলের নাপা এর সঠিক ব্যবহার সম্পর্কে জানি মূলত নাপা কি অসুখের বিরুদ্ধে লড়াই করতে পারে সেটাও আমরা জানি।

তবে এই নাপা অতিরিক্ত খেলে অবশ্যই আমাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা সম্পর্কে আমরা কি অবগত আছি? আমার কাছে মনে হয় এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের কারোই ধারণা নেই । তাহলে চলুন আমাদের সব থেকে পরিচিত ঔষধ যেটা নাপাক সেই ঔষধ সম্পর্কে জানার চেষ্টা করি এবং এর কোন পার্শ্বপ্রতীকে আছে কিনা সেটাও জানার চেষ্টা করি। সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সঙ্গে থাকবেন যেখানে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবেন আপনার জন্য।

NAPA EXTEND এর মূল কাজ কি

Napa Extend এই ওষুধটিতে ব্যবহার করা হয়েছে প্যারাসিটামল ৬৬৫ মিলিগ্রাম। সহ প্যারাসিটামল ৬৬৫ মিলিগ্রাম ব্যবহারের ফলে নাপা থেকে এটাকে NAPA EXTEND নামকরণ করা হয়। আমাদের সকলের ধারণা যে এটা শুধুমাত্র আমাদের জ্বর আসলে সেটা ব্যবহার করা যাবে কিন্তু জ্বর ছাড়া যে এই ওষুধটি বহু কাজে ব্যবহার করা হয় সেটা আমরা অনেকেই জানিনা।

সহজ ভাষায় আপনাদের একটি জিনিস বুঝিয়ে দিই সেটা হচ্ছে আপনার শরীরে যদি কোন ব্যথা হয় তাহলে সেই ব্যাথা নিরাময়ের কাজের NAPA EXTEND সবথেকে ভালো কার্যকরী জিনিস। বিষয় হচ্ছে যে ব্যাথা নাশক যে ঔষধ গুলো আছে সেগুলো যদি সরাসরি আপনারা সেবন করেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বা কিডনিতে সে ওষুধগুলো ক্ষতি করে। তবে এই নাপা ঔষধ যদি আপনি ব্যথার বিরুদ্ধে ব্যবহার করেন তাহলে ব্যথার বিরুদ্ধে আস্তে আস্তে কাজ করবে এটা তারপরও কিডনিকে কোন ধরনের ক্ষতি ছাড়াই আপনার ব্যথা নিরাময় নাপা ব্যবহার করা যেতে পারে।

ব্যথার মধ্যে যেকোনো ধরনের ব্যাথা যেমন ইনফ্লুয়েঞ্জার জনিত ব্যথা দাতের ব্যথা মাথাব্যথা থেকে শুরু করে মেয়েদের ঋতুস্রাবের ব্যথা বা মচকে যাওয়ার ব্যথা অন্তরে ব্যথা এই ধরনের সকল ব্যথার বিরুদ্ধে লড়াই করতে পারে এই প্যারাসিটামল। আরেকটা বিষয় যদি অপারেশন পরবর্তী সময়ে আপনার কোন ব্যথা হয় সেখানেও এই প্যারাসিটামল অর্থাৎ NAPA EXTEND ব্যবহার করা হয়।

শিশুদের শরীর অনেক নাাজুক থাকে এবং সেই শরীরে অতিরিক্ত ব্যথার ওষুধ দিলে সে সহ্য করতে পারবে না।তাহলে এখন একমাত্র উপায় হচ্ছে শিশুদের যে কোন ধরনের জ্বর সর্দি এবং যেকোনো ধরনের শারীরিক ব্যথার কারণে আপনি তাকে প্লেন নাফা দিতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আশা করছি আপনারা ব্যাপার কার্যকারিতা সম্পর্কে একটি ভাল ধারণা পেলেন আমাদের আজকের এই আর্টিকেল থেকে।

NAPA EXTEND এর খাওয়ার নিয়ম

সাধারণত যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের এক থেকে দুইটি করে ট্যাবলেট এখানে অনেকে প্রশ্ন করতে পারে এক থেকে দুইটি ট্যাবলেট কিভাবে সম্ভব। মূলত এই নাপা অর্থাৎ প্যারাসিটামল কাজ করে মানব শরীরের ওজনের ওপর নির্ভর করে তাই যাদের ওজন একটু বেশি তাদের দুইটি করে ট্যাবলেট খাওয়া যেতে পারে প্রতি 6 ঘন্টা থেকে ৮ ঘন্টা পর পর। এক দিনের হিসাব করলে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ আটটি করে ট্যাবলেট খাওয়ার অনুমতি আছে।

এর ব্যতিক্রম হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ যারা শিশু বাচ্চা তাদের যদি ব্যথা জনিত কারণে অথবা জড় জনিত কারণে নাপাক প্রয়োগ করা হয় তাহলে কোনভাবেই নিজের পরামর্শ দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন না। সরাসরি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি যেতে হবে যার সুপরামর্শ অনুযায়ী আপনি এই কাজটি করতে পারবেন।