গর্ভবতী হওয়ার লক্ষণ সমূহ বাংলা

প্রত্যেকটি মেয়েদের কাছে মাতৃত্বের স্বাদ হল অনেক সুখের একটি মুহূর্ত। এই সুখের মুহূর্তটা প্রত্যেক মেয়েরাই উপভোগ করতে চায়। একজন মহিলা গর্ভবতী কিনা তা জানতে বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে যেগুলোর মাধ্যমে সে নিশ্চিত হতে পারে সে গর্ভবতী কি গর্ভবতী নয়।

ঠিক তেমনি আপনারা অনেকেই জানতে চেয়েছেন গর্ভবতী হওয়ার লক্ষণ সমূহ সম্পর্কে। তাই আমরা আজকে নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নতুন একটি আর্টিকেল যা থেকে আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন গর্ভবতী হওয়ার লক্ষণ সমূহ সম্পর্কে সকল তথ্যগুলো।

অনেক সময় একজন মা টেস্ট এর আগেও বেশ কয়েকটি লক্ষণের দিকে নজর দিলেই গর্ভাবস্থায় নিয়ে খানিকটা ধারণা পেতে পারে। তবে আমরা অনেকেই এই ধারণাগুলো হয়তোবা জানিনা আজকে আমরা এ বিষয়েও আলোচনা করব। টেস্ট ছাড়াই খানিকটা ধারণা তৈরি হয় যে ওই মহিলা গর্ভবতী কিনা।

এটা আমরা কিভাবে বুঝব সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বহু মহিলায় পিরিয়ড মিস করে গেলে তা স্বাভাবিক ঘটনা হিসেবে নিয়ে নেন পরীক্ষার দিকে এগিয়ে যান না তবে চিকিৎসকরা বলেছেন এতে বহু জটিলতা তৈরি হতে পারে ফলে আমাদের জেনে নেওয়া উচিত যে গর্ভবতী হওয়ার লক্ষণ কি কি হতে পারে সে সম্পর্কে।

পিরিয়ড মিস হওয়া

পিরিয়ড মিস হয়ে যাওয়া গর্ভবতী হওয়ার অন্যতম একটি কারণ হতে পারে। তবে পিরিয়ড মিস হওয়ার ছাড়াও আরো বহু ধরনের কারণ থাকতে পারে গর্ভবতী হওয়ার লক্ষণ হিসেবে। তবে পিরিয়ড মিস হলে বেশি সময় অতিবাহিত না করে তা নিয়ে জলদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আপনি গর্ভবতী কিনা এটি নিশ্চিত হওয়া খুবই প্রয়োজন কারণ এখন বেশিরভাগ সময়ে কোন কোন মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম সময় থেকে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়ে থাকে।

বারবার টয়লেটে যাওয়া

বারবার টয়লেটে যাওয়াও হল গর্ভাবস্থার একটি প্রধান লক্ষণ। একজন মা যখন গর্ভবতী হন তখন বিভিন্ন হরমোন এর কারণে বারবার টয়লেটে যেতে হয়। এ সময় বারবার টয়লেটে যাওয়ার প্রবণতার তৈরি হয়। এক্ষেত্রে এটিও প্রেগনেন্সির একটি লক্ষণ বলেই ধরা হয়। গর্ভবতী হওয়া কালীন রক্তে ফ্লুইড বাড়তে থাকলে বারবার টয়লেটে যাওয়ার ঘটনা সামনে চলে আসে।

স্তনে ব্যথা অনুভূত হওয়া

একজন মায়ের গর্ভবতী হওয়ার আরেকটি লক্ষণ হল স্তনে ব্যথা অনুভূত হওয়া। হরমোনের কিছু কারণ নেট পরিবর্তনের এমনটি হয়ে থাকে। তাই গর্ভাবস্থার শুরুতেই স্তন এর পরিবর্তন এবং স্তন হালকা ব্যথা অনুভূত হয়ে থাকে। তবে কয়েক সপ্তাহ বাদে এই সমস্যা কেটে যায়।

মাথা ঘোরানো বা বমি ভাব

গর্ভবতীর আরেকটি লক্ষণ হল যেকোনো সময় মাথা ঘোরানো বা যখন তখন বমি বমি ভাব হওয়া। অনেক ক্ষেত্রে মহিলাদের বারবার বমি প্রবণতাও দেখা যায় এছাড়াও গা গোলানো ভাব যেন লেগেই থাকে এটিও গর্ভবতী হওয়ার অন্যতম একটি লক্ষণ।

গা গরম থাকা

গর্ভবতী হলে গর্ভাবস্থার প্রথম দিকে বেশিরভাগ মায়েদের অনেক সময় হালকা জ্বর বা পেটে ব্যথা দেখা যায়। এছাড়াও জ্বরের সময় তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা অনেক সময় জানান দেয় যে মহিলা গর্ভবতী। তাই গা গরম থাকাও গর্ভাবস্থার একটি লক্ষণ।

খাবারে গন্ধ লাগা

গর্ভবতী অবস্থায় স্বাদ আর গন্ধের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন দেখা যায়। সে ক্ষেত্রে পছন্দের খাবারটিও অনেক সময় ভালো লাগে না স্বাদের দিক থেকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যে খাবারটি মা আগে থেকে একদমই পছন্দ করতেন না সে খাবারটিও যেন সে সময় খুব ভালো লাগে এবং বারবার খেতে ইচ্ছা করে। এটিও হলো গর্ভাবস্থার একটি প্রধান লক্ষণ।

মেজাজের উঠানামা

একজন মা গর্ভবতী হলে হঠাৎ করেই তার মেজাজের উঠানামা করতে পারে। হঠাৎ করে মা অনেক হাসিখুশি থাকতে পারে আবার হঠাৎ করে অল্পতেই অনেক রেগে যেতে পারে।