গর্ভবতী হওয়ার প্রথম মাসের লক্ষণ

গর্ভবতী হলো একজন মায়ের সবথেকে আনন্দের মুহূর্ত। একজন মেয়ের জীবনে তার গর্ভের সন্তান জন্ম দানের মাধ্যমে সে মায়ের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। আমরা আজকে আমাদের আর্টিকেলের মাধ্যমে আলোচনা করতে এসেছি গর্ভবতী হওয়ার প্রথম মাসের লক্ষণ গুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য নিয়ে। আপনি যদি এক মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আমাদের আর্টিকেলটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমাদের আর্টিকেলটি পড়লে আপনি এ সময়ে সবকিছু সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।

গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়গুলোতে একজন মায়ের অভিজ্ঞতা

গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে গুলোতে একজন মায়ের বিশেষভাবে অনেক কিছু অভিজ্ঞতা থাকতে পারে সেই সম্পর্কে আমরা আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমাদের দৈহিক গঠনতন্ত্র নিখুঁত এবং এর মধ্যে যা কিছুই পরিবর্তন ঘটে থাকুক না কেন সেগুলো তাৎক্ষণিকভাবে অনুভব করা যেতে পারে। এই একই জিনিস গর্ভবতী মায়েরাও অনুভব করতে পারে।

একজন গর্ভবতী মা যখন বুঝতে পারেন সে গর্ভবতী তখন থেকে সে তার শারীরিক গঠন শরীরের বিভিন্ন অংশ সবকিছুই বুঝে উঠতে পারে অন্যরকম ভাবে। এ সময় একজন মা যতটা না আনন্দিত হয়ে থাকেন যতটা না সুখ অনুভব করে থাকেন তার থেকে বেশি অনুভব করে থাকেন কিছু কিছু উপসর্গ। একজন মা যখন গর্ভবতী হয়ে থাকেন তখন সে গর্ভবতী হওয়ার সাথে সাথে দেহেও এই একই রকম ইঙ্গিত গুলি বুঝতে শুরু করে।

এই লক্ষণ গুলি হালকা ধরনের হতে পারে যেমন স্তন বেদনা অবসাদ ক্লান্তি এবং অসুস্থতা বোধ করা। তবে সকল মায়েদের মধ্যে হয়তো তাদের গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়েগুলোতে একই রকমের উপসর্গগুলি দেখান নাও দিতে পারে তবে অধিকাংশ মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম মাসের মধ্যে মাসিক বাদ যাওয়া তাদের গর্ভবতী হয়ে ওঠার প্রথম একটি উপসর্গ হতে পারে।

প্রথম মাসে গর্ভাবস্থার লক্ষণ এবং উপসর্গ

একজন মা যখন গর্ভাবস্থার প্রথম মাসে প্রবেশ করে থাকেন তখন থেকেই গর্ভাবস্থার বহু লক্ষণ এবং উপসর্গগুলিকে অনুভব করে থাকেন। যদিও এগুলি প্রাক মাসিকের লক্ষণ গুলির মতো আরো প্রদর্শিত হতে পারে এবং আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে। এখানে কিছু উপসর্গ সম্পর্কে আমরা আপনাদের সাথে আলোচনা করব।

মাসিক বাদ যাওয়া

গর্ভবতী হওয়ার প্রথম মাসের একটি বিশেষ লক্ষণ হল মাসিক বাদ যাওয়া। যখন একজন মায়ের নিয়মিত মাসিক হয় এবং হঠাৎ করে মাসিক বাদ যাওয়া অর্থ গর্ভাবস্থার একটি বৃহৎ সংকেত। একজন মা গর্ভধারণ করার সাথে সাথে সে মায়ের দেহ প্রজেস্টেরন হরমোন নিঃসরণ শুরু করে দেয়। মায়ের মাসিক বন্ধ হওয়ার জন্য আবার এই হরমোনগুলিও দায় রয়ে যায়।

সামান্য রক্তপাত বা দাগায়িতকরণ

একজন মায়ের প্রথম মাসের গর্ভাবস্থায় হঠাৎ করে সামান্য রক্তপাত বা দাগাই তো করন হতে পারে এটিও একটি স্বাভাবিক লক্ষণ।। নিষিদ্ধকরণ প্রক্রিয়াটির সময় যখন ডিম্বাণুটি নিজেকে জড়াইতে সংলগ্ন করে সে সময় সামান্য পরিমাণে রক্তপাত বা হালকা দাগ বা টান অনুভূত হয়ে থাকতে পারে একজন মায়ের। বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়তো লক্ষ্য করা যেতে পারে যখন আপনি আপনার যৌনাঙ্গ পরিষ্কার করে ধৌত করেন বা মোছেন ঠিক সেসময়।

স্তনের নমনীয়তা

একজন গর্ভবতী মায়ের প্রথম মাস থেকেই তার স্তনে স্পর্শ করলেই তাতে ব্যথা অথবা নমনীয়তা অনুভব করা শুরু হতে পারে। এটিতে একজন মায়ের প্রাক মাসিক লক্ষণগুলির সহিত বেশি মিল রয়েছে। তবে একজন মা যদি লক্ষ্য করেন মাসিক বন্ধ হওয়ার পর তার স্থানের নমনীয়তা বিশেষভাবে রয়েছে তাহলে সে বুঝতে পারে যে সে গর্ভবতী।

মেজাজ এর পরিবর্তন হওয়া

একজন মায়ের শরীরে হরমোনের মুখ্য পরিবর্তনগুলি হতে থাকার কারণে প্রথম মাস থেকেই সে মায়ের মেজাজ এর দ্রুত পরিবর্তন হতে পারে। কোন এক মুহূর্তে মা হয়তো খুব মেজাজি থেকে মনে প্রফুল্লতা অনুভব করে থাকতে পারেন আবার ঠিক তার পর মুহুর্তে হয়তো বা আবার সে মায়ের মনে বিষাদ আর হতাশা বোধের ছায়া নেমে আসতে পারে।

বারবার শৌচাগারে গমন

গর্ভাবস্থার প্রথম মাস থেকেই মায়ের বারবার শৌচাগারে গমন করতে হয়। কারণ এ সময় থেকে একজন গর্ভবতী মায়ের বারবার প্রস্রাব হয়ে থাকে।