গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ

একজন মা যখন জানতে পারেন সে গর্ভবতী তখন থেকেই তার মধ্যে কিছু লক্ষণ দেখা যায় গর্ভবতী হওয়ার। তবে কিছু কিছু মায়ের ক্ষেত্রে এ লক্ষণগুলো প্রকাশ পেতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। একেকজনের গর্ভাবস্থার সময়টি একেকরকম ভাবে চলে যায়। কোন কোন মা রয়েছে প্রথম সপ্তাহ থেকে এসে নিশ্চিত হয় এবং বুঝে নিতে পারে যে সে গর্ভবতী আবার কোন কোন মা রয়েছে এক থেকে দুই মাস হয়ে যায় এরপরেও কোন উপসর্গ না থাকায় সে বুঝতেই পারে না যে সে গর্ভবতী।

আপনারা অনেকে জানতে চেয়েছেন গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ সমূহ সম্পর্কে। তাই আমরা আজকে আপনাদের সুবিধার্থে নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নতুন একটি আর্টিকেল যার মাধ্যমে আমরা আলোচনা করব গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ সমূহ সম্পর্কে বিস্তারিত সব তথ্য।

গর্ভধারণ হলো একটি মায়ের ক্ষেত্রে পুরো নয় মাসের এক দীর্ঘযাত্রা শারীরিক নানা পরিবর্তন আর মানসিক টানা পৌরনে এক এক মায়ের জন্য গর্ভধারণের গল্পগুলোও তাই একেক রকমের হয়ে ওঠে। প্রতিদিনের সরিলার মনের এই পরিবর্তনগুলো কম-বেশি সব মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে তবে এগুলো সম্পর্কে ধারণা থাকলে নিজের সাথে মিলিয়ে নেওয়া অনেকটাই সহজ হয়ে যায় তাই এসব সম্পর্কে মোটামুটি ধারণা রাখা আমাদের সবারই প্রয়োজন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।

গর্ভাবস্থার প্রথম সপ্তাহ

গর্ভাবস্থার প্রথম সপ্তাহ গুলো চলে যায় আওদো প্রাণের সঞ্চার হল কিনা তা বুঝতে বুঝতেই। সর্বশেষ মাসিকের উপর ভিত্তি করে সম্ভাব্য প্রসবের দিন গণনা ঠিক করা হয়ে থাকে এক্ষেত্রে শেষ মাসিকের প্রথম দিনটিকে বিবেচনা করা হয় এবং এই দিনের পর থেকে দুই সপ্তাহের মধ্যে গর্ভসঞ্চার শুরু হয়।

অনেকেই রয়েছেন যারা গর্ভধারণের পরিকল্পনা করেননি এমনকি করলেও তাদের এই সময় গুলো টের পাবার আগেই চলে যায়। আবার অনেকেই প্রথমবার মাসিকের তারিখ চলে গেলেও ভাবতে থাকেন বোধহয় কোন কারণে দেরি করে পিরিয়ড শুরু হতে যাচ্ছে। এই সপ্তাহে একেকজনের মন মানসিকতা একেক রকমের হয়ে থাকে কারণ প্রথম সপ্তাহে কেউ ভালোভাবে বুঝতেই পারে না যে সে গর্ভবতী কিনা।

প্রথম সপ্তাহে গর্ভবতী মায়ের শরীরে যা পরিবর্তন ঘটে

প্রথম সপ্তাহে গর্ভবতী মায়ের শরীরে যে পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কে আমরা আমাদের আর্টিকেলের এই অংশে আলোচনা করব। প্রথম সপ্তাহে একজন মায়ের খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না তবে কারোর কারোর এ সময় থেকেই দুর্বল অনুভূতি হতে পারে এবং ঘন ঘন বাথরুমে যাওয়ার দরকার হতে পারে।

এছাড়াও দ্রুত মেজাজ পরিবর্তন শুরু হতে পারে এ লক্ষণগুলো অনেকটা স্বাভাবিক সময়ে মাসিক হওয়ার আগে এবং মাসিকের সময়ে হরমোন জনিত উঠানামার কারণে ঘটে থাকতে পারে। তাই প্রথম সপ্তাহে কোন মা ভালোভাবে নিশ্চিত হতে পারে না যে সে গর্ভবতী কিনা।

এছাড়াও কিছু কিছু মায়ের ক্ষেত্রে পিরিয়ড অনিয়মিত হয় বলে পিরিয়ড বন্ধ হয়ে গেলেও তারা শিওর হতে পারে না যে গর্ভবতী কিনা। গর্ভাবস্থার প্রথম সপ্তাহে বাইরে থেকে বোঝানো গেলেও শারীরিক পরিবর্তনের শুরু হয়ে যায় ভেতরে ভেতরে। হরমোনের পরিবর্তন সকালে বমি ভাব সবকিছুতে ক্লান্তি শুরু হয়ে থাকে প্রথম সপ্তাহ থেকেই। তাই প্রথম থেকে যদি খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ না হয় তবে জটিলতা গুলো পরে ভালোভাবে চেপে বসতে পারে।

প্রথম সপ্তাহে বাচ্চার গড়ে ওঠ

সফল গর্ভধারণের প্রথম সপ্তাহ সময় টি বাচ্চাটি এখনো একটা ডিম্বানু মাত্র। ডিম্বাণুটি ওভারি থেকে বের হয় গর্ভনালীর ভেতরে ভ্রমণরত থাকে। তবে ঠিক কোন সময়টিতে গর্ভসঞ্চার হবে সেটি বলা খুবই কঠিন। ডিম্বাণুটি একসময় শুক্রাণু সাথে মিলিত হবে জরায়ু দেয়ালে বসে যাবে এরপর কোষ বিভাজনের মাধ্যমে ভ্রুনটি আকারে বড় হতে থাকবে। তাই প্রথম সপ্তাহের এর সময়টিতে আপনি ঠিক গর্ভবতী নন কারণ গর্ভ সঞ্চারের ব্যাপারটি আপনার মাসিক শেষের দুই সপ্তাহ পর থেকে ঘটে থাকে।