দুই মাসের গর্ভবতী মায়ের লক্ষণ

আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের এ আর্টিকেলে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন দুই মাসের গর্ভবতী মায়ের লক্ষণগুলো সম্পর্কে। তাই আমরা আজকে আপনাদের সুবিধার্থে নিয়ে এসেছি আমাদের আর্টিকেল এর মাধ্যমে দুই মাসের গর্ভবতী মায়ের লক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা গর্ভবতী কিন্তু বুঝতেই পারেন না।

আবার অনেক মায়েরা রয়েছে যারা প্রথম মাস থেকে বুঝে নিতে পারে যে সে গর্ভবতী। গর্ভবতী হওয়ার কিছু কিছু লক্ষণ থাকে যা আমরা দ্বিতীয় মাস থেকেই বুঝে নিতে পারি সেই লক্ষণগুলো সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো। আশা করি আমাদের আর্টিকেলটি পড়লে আপনারা শিওর হতে পারবেন। তো চলুন সেই লক্ষণ গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

দুই মাসের গর্ভাবস্থার সাধারণত কিছু লক্ষণ

দুই মাসের গর্ভবতী মায়েদের সাধারণত কিছু লক্ষণ লক্ষ্য করা যায়। এছাড়াও মা নিজেই সে লক্ষণগুলো অনুভব করতে পারে। চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

বমি ভাব বা সকালের অসুস্থতা

বেশিরভাগ মায়েদের ক্ষেত্রেই গর্ভাবস্থার দ্বিতীয় মাসে বমি বমি ভাব বা সকালে অসুস্থতার লক্ষণটি অনুভব করা যায়। এই সাধারণ শব্দটি আপনি সর্বত্র সবার কাছে শুনেছেন। প্রায় সমস্ত নারী আবিষ্কার করেছেন যে বমি বমি ভাবটা সকালে স্পষ্ট হতে পারে তবে সারাদিন ধরেই থাকতে পারে। আবার কারোর কারোর ক্ষেত্রে সকালের অসুস্থতা টা নাও হতে পারে।

সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করেই যদি আপনার বমি বমি লাগে এবং মাথা ঘুরে তাহলে আপনি হয়তো বুঝে নিতে পারবেন যে আপনি গর্ভবতী। এছাড়াও গর্ভবতী হওয়ার প্রধান লক্ষণ হচ্ছে প্রতি মাসে আপনার যে পিরিয়ড হয় সেই পিরিয়ড সবার আগে বন্ধ হয়ে যাবে। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার এই পিরিয়ড হবে না। তবে কারোর কারোর ক্ষেত্রে হয়েও থাকে।

অস্বাভাবিক মুড সুইং

গর্ভাবস্থার প্রাথমিক মাসগুলোতে হঠাৎ করে আপনার অস্বাভাবিক মুড সুইং হতে পারে। অনেকের ক্ষেত্রে পাগলের মত হরমোন গুলি আপনার শরীরকে গ্রহণ করতে শুরু করে আপনাকে এক মিনিট আনন্দিত ও সুখী অনুভব করেন এবং পরবর্তী মিনিটেই উত্তেজিত ও হীনমানতা হয়ে যাবেন।

এরকম লক্ষণগুলো গর্ভবতী মায়ের লক্ষণ হতে পারে। তাই আপনি যদি হঠাৎ করেই রাগান্বিত হয়ে যান অথবা হঠাৎ করে অনেক খুশি খুশি ভাব মনে হয় তাহলে হয়তো বুঝে নিতে পারবেন যে আপনি গর্ভবতী।

ঘন ঘন প্রস্রাব করা

একজন গর্ভবতী মায়ের সবথেকে বেশি লক্ষণ হল ঘনঘন প্রস্রাব করা। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে প্রথম থেকেই আপনার ঘন ঘন প্রস্রাব হবে। এটি হল একটি প্রধান লক্ষণ। এই লক্ষণটি প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়ের ক্ষেত্রে হয়ে থাকে। তবে কারোর ক্ষেত্রে একটু কম কারোর ক্ষেত্রে একটু বেশিও হতে পারে।

প্রসাবের অনুভূতি অনেক বেশি অধিপত্য বিস্তার করে এবং আপনি ক্রমাগত প্রসাব করার প্রয়োজনীয়তা অনুভব করবেন এ সময়ে। এটি একজন গর্ভবতী মায়ের হরমোনের কারণেই হয়ে থাকে। তাই এটিও একটি স্বাভাবিক লক্ষণ।

স্তনের আকার এবং মাপ বৃদ্ধি

আপনি যদি দুই মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন যে আপনার স্তনের আকার এবং মাপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আপনার স্তন কিছুটা ব্যথা অনুভূতি হবে। এটি সম্পূর্ণ একটি গর্ভবতী মায়ের সাধারণ লক্ষণ। আপনি গর্ভবতী হলে এমনিতেই বুঝতে পারবেন যে আপনার স্তন স্বাভাবিকের তুলনায় বেশ সংবেদনশীল এবং স্পর্শকাতর ও খুব প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে।

খাবারের জিনিসের জন্য প্রবল ইচ্ছা

আপনি যদি দুই মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি লক্ষ্য রাখবেন হঠাৎ করেই বিভিন্ন ধরনের খাবারের জিনিসের প্রতি আপনার প্রবল ইচ্ছা জাগবে। এমনকি যে খাবারটা আপনি কখনোই পছন্দ করতেন না হঠাৎ করে আপনার সেই খাবার খাওয়ার জন্য ইচ্ছা জাগবে। এটিও হলো একজন গর্ভবতী মায়ের স্বাভাবিক লক্ষণের মধ্যে একটি।