প্রত্যেকটি ওষুধের রয়েছে আলাদা আলাদা গুরুত্বপূর্ণ কাজ এবং সেই ওষুধ যদি এই কাজগুলো ভালোভাবে করতে পারে তাহলেই সেই ওষুধকে ভালো ওষুধ বলা চলে। পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের ভালো মন্দ দিক আছে ঠিক ঔষুধেরও রয়েছে ভালো-মন্দ দিক। Traxyl 500mg এমজি ক্যাপসুল সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি। যেহেতু একটি ওষুধের ভালো-মন্দ দিক সম্পর্কে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে অবশ্যই সেই ঔষধ সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখা উচিত।
মূলত এই ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়েছে ট্রানেক্সামিক 500 মিলিগ্রাম। এই ওষুধ প্রস্তুতকারক হচ্ছেন নূভিস্তা ফার্মা লিমিটেড। এই ওষুধের বর্তমান ইউনিট প্রাইজ হচ্ছে ২৩.৪৪ টাকা। ৫০০ মিলিগ্রাম ক্যাপসুল ফরমেটে আপনি এই ঔষধ বাজারে অ্যাভেলেবল পাবেন এর সঙ্গে পাবেন 500 মিলিগ্রাম এর ইঞ্জেকশন ফরমেট। এই ওষুধ কেন নির্দেশনা দেওয়া হয় এবং এই ওষুধের সঠিক কার্যকারিতা কি এর পাশাপাশি এই ঔষধ কিভাবে মানব শরীরে কাজ করে সে সম্পর্কে জানতে আজকে আমরা একটি ছোট্ট আর্টিকেল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।
Traxyl 500mg ক্যাপসুল এর সঠিক কার্যকারিতা কি
সাধারণত একটি ঔষধ অনেক ভাবে কাজ করতে পারে এবং এই ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ গুলো তো একের সঙ্গে কয়েকশো অসুখের বিরুদ্ধে লড়াই করতে পারে। আজকে যে ওষুধটি কথা বলব সেটা একটি ভালো মানের ঔষধ এবং এই ওষুধ কত কাজের বিরুদ্ধে লড়াই করতে পারে সেটা বলে শেষ করা যাবে না চলুন জানার চেষ্টা করি অল্প করে।
মেডিসিনাল সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রক্তক্ষরণ থেকে শুরু করে পরিপাক নালী সম্বন্ধ নিয়ে রক্তক্ষরণ রোধে এই ঔষধ ব্যবহার করা হয়। Traxyl 500mg লিভার সিরোসিস জাতীয় রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে সৃষ্ট রক্তক্ষরণে নিবারক হিসেবে ব্যবহার করা হয় Traxyl 500mg ট্যাবলেট।
এর পাশাপাশি সার্জারিতে যদি এর ব্যবহার করা হয় তাহলে যে ধরনের অপারেশনের পূর্বে নিবারক হিসেবে বিশেষ করে ফুসফুস বা হার্ট এছাড়াও রক্ত সঞ্চালনতন্ত্র থেকে শুরু করে পেট সংক্রান্ত অপারেশনের পূর্বে নিবারক হিসেবে ব্যবহার করা হয় এই গুরুত্বপূর্ণ Traxyl 500mg ক্যাপসুল। সাধারণত বিভিন্ন ধরনের আঘাত জনিত অপারেশনে এই ওষুধ রক্তক্ষরণ বন্ধের কাজে অত্যন্ত কার্যকর।
এবার আসি ইউরোলজি বিভাগে এবং ইউরোলজি বিভাগের বিভিন্ন ধরনের সমস্যা মানুষের জন্য কতটা গুরুতর সেটা আমরা জানি। তার মধ্যে কিছু সমস্যা যেমন প্রোস্টেট গ্রন্থি অথবা মূত্রথলে ও কিডনি অপারেশনের পূর্বে যদি নিবারক হিসেবে কোন ঔষধ ব্যবহার করা হয় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ হতে পারে Traxyl 500mg ক্যাপসুল। এছাড়াও এই অপারেশন গুলোর পরবর্তী সময় রক্তক্ষরণ বন্ধের চিকিৎসাও এই ওষুধ ব্যবহার করা হয়।
স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগের বিভিন্ন ধরনের সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য Traxyl 500mg ক্যাপসুল অত্যন্ত আদর্শ একটি ঔষধ। বলতো জরায়ু থেকে রক্তক্ষরণ থেকে শুরু করে ফাংশনাল মেন মেট্রো হেজিয়া ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে পারেTraxyl 500mgক্যাপসুল।
নাক, কান, গলা, বিভাগের যেকোনো ধরনের সমস্যা বা যেকোনো ধরনের সার্জারিতে ব্যবহার করা হয়
Traxyl 500mg । টনসিল কেটে ফেলা থেকে শুরু করে নাক কান গলায় যেকোনো ধরনের অপারেশন করা হয় এবং সেই অপারেশনের নিবারক হিসাবে এবং অপারেশনের পরবর্তী সময়ে রক্তক্ষরণ রোধে ব্যবহার করা হয় Traxyl 500mg capsule।
এছাড়া মুখো গহ্বর সম্বন্ধনীয় বিভিন্ন ধরনের অপারেশন এবং বিভিন্ন ধরনের রক্তক্ষরণ রোধে ব্যবহার করা হয় এই ক্যাপসুল। সহজ ভাষায় বলতে গেলে এইটা একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক যেটা মানুষ শরীরের জন্য অত্যন্ত পরিচিত। মুখের চোয়াল থেকে শুরু করে মুখমণ্ডলের ভেতরে এবং দাঁতের উঠানো থেকে শুরু করে তাদের বিভিন্ন রক্তক্ষরণ রোধে Traxyl 500mg ক্যাপসুল অত্যন্ত কার্যকরী। মানব শরীরে হওয়া বিভিন্ন ধরনের টিউমার অপারেশন থেকে শুরু করে টিউমার অপসারণের ক্ষেত্রে Traxyl 500mg ট্যাবলেট এর ব্যবহার দেখা গিয়েছে।