আমরা অনেকটাই আনন্দের সঙ্গে আমাদের এই ওয়েবসাইটের আর্টিকেল গুলো তৈরি করি। ওষুধ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং সেই ঔষধ সম্পর্কে আমরা যখন শতভাগ সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে চায়, অথবা আপনাদের পাশে থাকতে চাই তাহলে সত্যি কেন জানিনা অনেক ভালো লাগে। আমরা চেষ্টা করি সব সময় সহজ ভাষাতে আপনাদের সব কিছু বোঝাতে এতে করে জটিল চিকিৎসা বিজ্ঞানের ভাষা যারা বোঝেন না তারা আমাদের এখান থেকে সহজে বুঝতে পারবেন ঔষধের গুনাগুন এবং খুঁটিনাটি সবকিছু।
চলুন তাহলে জানার চেষ্টা করি আজকের ট্যাবলেট নিয়ে এবং আজকের এই ট্যাবলেটটি সাধারণত বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এর একটি ট্যাবলেট। এখানে তারা এই ট্যাবলেট তৈরি করতে ব্যবহার করেছে সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ১০ মিলিগ্রাম। এই ওষুধের নামকরণ করা হয়েছে এট্রিজিন ট্যাবলেট। Atrizin 10mg মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা এবং প্রয়োগ বিধি সম্পর্কে জানতে আমাদের সম্পূর্ণ আর্টিকেল পড়ে ফেলুন।
Atrizin 10mg মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি
সাধারণত এই ওষুধটি ব্যবহার করা হয় সিজিনাল এবং প্যারিনিয়াল এলার্জিক রাইনাইটিস জনিত লক্ষণগুলো নিরাময়ের নির্দেশে। এই একই ধরনের ওষুধ বাজারে বহু আছে তবে ডাক্তার যদি আপনাকে এই ঔষধ খেতে বলে তাহলে অবশ্যই আপনি সেটা খাবেন তার কারণ হচ্ছে এটা অত্যন্ত ভালো মানের একটি ঔষধ এবং দেশ সেরা ভালো কোম্পানি গুলোর মধ্যে একটি কোম্পানি হচ্ছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস। এছাড়াও এই ঔষধ আপনাকে বিভিন্ন এলার্জির জনিত এজমার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।
আমরা হয়তো অনেকেই ক্রনিক এডিওপ্যাথিক আর্টিক্যারিয়া ত্বকিও লক্ষণগুলো সম্পর্কে শুনেছি। এই ধরনের সমস্যার বিরুদ্ধেও এই ওষুধটি লড়াই করতে সাহায্য করে। আমরা যদি সহজ ভাষায় আপনাদের বলি তাহলে বলি যে আমাদের এখন বিভিন্ন ধরনের ভেজাল যুক্ত খাবার খাবার কারণে শরীরের রক্তগুলো অত্যন্ত বিষাক্ত হয়ে উঠছে। যে ক্ষতিকারক পদার্থ গুলো আমাদের শরীরে প্রবেশ করছে সেই ক্ষতিকারক পদার্থগুলো আমাদের শরীরে মাংসপেশিতে ঢুকে যাচ্ছে আমাদের শরীরে হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে এবং অতিরিক্ত পদার্থগুলোর রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে চলাচল করছে।
ঠিক তখনই আমাদের শরীরের রক্ত অন্য একটি ভূমিকায় চলে যাচ্ছে যার ফলে সে সঠিক কাজ করতে পারছে না, এবং হুট করে আমরা যদি কোন কিছু খায় তাহলে সেটা সে শরীরের জন্য ভালো না মনে করে তার বিরুদ্ধে লড়াই করা শুরু করে। এই লড়াইয়ের ফলে সৃষ্টি হয় এলার্জি এবং এই এলার্জিক রিঅ্যাকশনের বিরুদ্ধে লড়াই করার জন্যই Atrizin 10 মিলিগ্রাম ট্যাবলেট আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
Atrizin 10mg মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার সঠিক নিয়ম
Atrizin 10mg মিলিগ্রাম ট্যাবলেট যাদের বয়স ৬ বছরের ওপরে শিশু রোগীদের ক্ষেত্রে দৈনিক একটি করে ট্যাবলেট অথবা শিশুর রোগীদের ক্ষেত্রে ২ চা চামচ সিরাপ খাওয়া যেতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই কাজটি আপনাকে করতে হবে এরপরে যাদের বয়স ২ থেকে ৬ বছরের মধ্যে সেই ধরনের শিশুদের ক্ষেত্রে দৈনিক এক চা চামচ করে একবার অথবা হাফ চা চামচ করে ২বার খাওয়া যেতে পারে এই সিরাপ।
এছাড়া ৬ মাস থেকে ২ বছরের একেবারে ছোট্ট শিশু বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক হাফ চাবুক চামচ করে একবার অথবা এর থেকে কম খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ১২ থেকে ২৩ মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ হাফ চা চামচ প্রতিদিন ১২ ঘন্টা পর পর ব্যবহার করা যেতে পারে।
প্রত্যেকটি ওষুধের নেয় এটারো আরো রয়েছে পার্শপ্রতিক্রিয়া, তবে এর বাস্তব প্রতিক্রিয়া খুব একটা বেশি নয় সামান্য জীবনী বা ঘুমঘুম ভাব হতে পারে। গর্ব অবস্থায় এই ওষুধ সেবন করা একেবারে বর্জন করা উচিত তবে যাদের স্তন্যদান্যকালে এই ঔষধ সেবনের প্রয়োজনীয়তা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন।