যে ওষুধ আপনি খেতে চলেছেন সেই ওষুধ সম্পর্কে যদি জ্ঞান আপনার না থাকে তাহলে স্বাভাবিকভাবেই মনে নানান ধরনের প্রশ্ন জন্ম নেয়। তবে আমরা প্রতিনিয়ত এই প্রশ্নগুলো দূর করার চেষ্টা করছি এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি শুধুমাত্র অপেক্ষায় আছি আপনারা কখন আমাদের আর্টিকেলগুলো পড়বেন। আজকে আমরা অপশন ইনফার্ম লিমিটেডের Bislol 2.5 ট্যাবলেট নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত অপরিচিত একটি ট্যাবলেট তবে আশা করছি এই আর্টিকেল পড়ার পরে এটা আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একটি ট্যাবলেট এ পরিণত হবে।
শুধুমাত্র ২.৫ মিলিগ্রামের ট্যাবলেট বাজারে রয়েছে এমন নয় এর পাশাপাশি আপনি ৫ মিলিগ্রাম এবং ১০ মিলিগ্রামের ট্যাবলেট বাজারে পেয়ে যাবেন। তবে সবার আগে আমরা জানার চেষ্টা করব এই ট্যাবলেটের ব্যবহার বা কার্যকারিতা এরপরে আমরা এর সঠিক মাত্রা অথবা সেবন বিধি সম্পর্কে জানব । এই বিষয়গুলো যদি আপনি পুরোপুরি জানতে পারেন তাহলে অবশ্যই এই ট্যাবলেট সম্পর্কে আপনার সঠিক ধারণা হবে। চলুন তাহলে মূল আলোচনার দিকে যাওয়া যাক।
Bislol 2.5 কি কাজ করে
উচ্চ রক্তচাপ অত্যন্ত খারাপ এবং অত্যন্ত সাংঘাতিক একটি রোগ। যাদের দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রয়েছে এবং যাদের এই উচ্চ রক্তচাপ কখনো নিয়ন্ত্রণ হয় না বা এই উচ্চ রক্তচাপের চিকিৎসা চলছে তাদের জন্য অত্যন্ত পরিচিত ঔষধ হচ্ছে Bislol 2.5 ট্যাবলেট। যারা এই ধরনের রোগী আছেন তাদের নিয়মিত চিকিৎসার জন্য ডাক্তারের অবশ্যই এই ট্যাবলেট বেছে নেন এর পাশাপাশি আরো অন্যান্য অনেক ঔষধ আছে তবে অবশ্যই এই জিনিসটা কোনভাবেই মিস করা যাবে না।
এছাড়াও অ্যাঞ্জিনার চিকিৎসায় ব্যবহৃত করা হয় এই ঔষধ। যদি সহজ ভাষায় বলা হয় তাহলে এককভাবে অথবা অন্যান্য উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহার করা হয় এটা। এই ওষুধের সঙ্গে আরও কিছু ঔষধ সম্মিলিতভাবে উচ্চ রক্তচাপ এর চিকিৎসা দেওয়া হয়। কিছু কিছু রোগের ক্ষেত্রে আবার এককভাবে দেওয়া হয় সেটা চিকিৎসকের ওপর নির্ভর করছে। সাধারণত এই ওষুধ শরীরের মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্ট কয়েকটি রাসায়নিক ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে। ওষুধটি হাইপার টেনশন ও অ্যাঞ্জিনার মতো স্বাস্থ্য পরিস্থিতিতে নিয়ন্ত্রণ পেতে রোগীদের সাহায্য করে।
Bislol 2.5 খাওয়ার সঠিক নিয়ম ও মাত্রা
খাওয়ার বিষয়ে বলতে গেলে ওষুধ টা হচ্ছে মুখে খাওয়ার একটি ঔষধ যা আপনাকে পানির সঙ্গে খেতে হবে। বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এই ওষুধের বিভিন্ন ধরনের মাত্রা নির্ধারণ করা হয়েছে তবে এখানে বুঝতে হবে রোগীর শারীরিক অবস্থা এবং তার মানসিক অবস্থা কেমন আছে। কিছু কিছু অসুস্থ রোগীর জন্য ৫ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামের মাত্রা নির্ধারণ করে দেন উপস্থিতি চিকিৎসক। তবে এই মাত্র যেকোনো সময় পরিবর্তন হতে পারে তার কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ অত্যন্ত সাংঘাতিক একটি রোগ তাই অন্যান্য ওষুধের সাথে সমন্বয় করতে গিয়ে এইমাত্র একটু কমবেশি হতে পারে যেটা চিকিৎসক সবথেকে ভালো বলতে পারবে ।
আমরা যতটুকু জানতে পেরেছি Bislol 2.5 ট্যাবলেট সর্বোচ্চ 20 মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন খাওয়া যেতে পারে এর বেশি নয়। অর্থাৎ আপনি যদি প্রতিদিন ২০ মিলিগ্রাম পর্যন্ত ট্যাবলেট খান তাহলে এর বেশি কখনই খাবেন না এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। আবার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাদের কিডনির বা যকৃতের সমস্যা আছে বা থাইরয়েড বা ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য। ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই সঠিক চিকিৎসা এবং সঠিক পরিমাপ নিয়ন্ত্রণ করতে হবে।
Bislol 2.5 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
কোন কোন রোগের ক্ষেত্রে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু যখন এই ঔষধ কারো শরীরে সঠিকভাবে কাজ করতে না পারে তখন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। শরীরের ব্যথা সৃষ্টি হতে পারে অনেকের ক্ষেত্রে মাথাব্যথা বা হাঁচি হতে পারে।