নামটা শুনলে একটু ভিন্ন রকম হলেও এই ওষুধে রয়েছে অনেক কার্যকারিতা। বিভিন্ন ধরনের এনারবিক ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে এই ঔষধ এর রয়েছে বহুবিধ ব্যবহার। সহজ ভাষায় যদি প্রথমের দিকে আমরা পরিষ্কার করে আপনাদের সব কিছু বোঝাতে চাই তাহলে সহজ ভাষায় বলতে গেলে প্রায় ১০০ লোকের বিরুদ্ধে লড়াই করতে পারে এই ওষুধটি। এই কথাটি শোনার পর হয়তো অনেকেই অবাক হয়ে যাচ্ছেন এত ভালো একটি ওষুধ কিন্তু এ ওষুধ সম্পর্কে আপনারা কিছুই জানতেন না সেটা কিভাবে হয়।
ফ্লাজিল ট্যাবলেট মূলত এমন একটি ঔষধ যেটাতে ব্যবহার করা হয়েছে মেট্রোনিডাজল। এখন হয়তো বিষয়টা আপনাদের কাছে একেবারেই পরিষ্কার হয়েছে তার কারণ হচ্ছে মেট্রনিডাজল হচ্ছে এই ওষুধ তৈরির মূল উপাদান এবং এই মেট্রোনিডাজল যে কাজগুলো করে থাকে এই ওষুধের মূল কাজই হচ্ছে সেইটা। তাহলে চলুন আজকে জানার চেষ্টা করি ফ্লাজিল ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা এবং ফ্লাজিল ট্যাবলেট এর সঠিক খাওয়ার পরিমাপ সম্পর্কে।
ফ্লাজিল ট্যাবলেট মূল কি কাজ করে
যদি এই ট্যাবলেটের মূল কাজ সম্পর্কে আপনাদের বলতে হয় তাহলে সবার প্রথমে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এ্যানারবিক জীবাণু কি সে বিষয়টা আপনাকে জানতে হবে। এনারবিক জীবাণু এনারবিক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেকোনো রোগের শরীরে দেখা দিতে পারে। ডাক্তারেরা যদি উপলব্ধি করতে পারে তাদের শরীরে এই ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যার উপসর্গ আছে তাহলে তিনি সহজেই তাকে ফ্লাজিল ট্যাবলেট রেফার করবেন। তাই আপনাকে আগে জানতে হবে আপনার কি সমস্যা আছে এবং এর জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে।
এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত বিভিন্ন ধরনের সমস্যা যেমন ব্যাকটেরেমিয়া ব্রেন অ্যাপসেস পেলভিস এক্সেস এই ধরনের বিভিন্ন সমস্যা এছাড়াও অস্ত্র পাচারের পরবর্তী বিভিন্ন জায়গাতে ক্ষতের সংক্রমণ চিকিৎসায় ব্যবহার করা হয় ফ্লাজিল ট্যাবলেট। অনেক সময় দেখা যায় যে কোন সার্জারি হয়েছে কিন্তু পরবর্তী সময়ে সেই সার্জারি স্থানে ইনফেকশনের সৃষ্টি হয়েছে বা ক্ষদের সৃষ্টি হয়েছে সেই ইনফেকশন বা কত নিরাময়ের জন্য ডাক্তারেরা ফ্লাজিল ট্যাবলেট ব্যবহার করতে পারেন।
এছাড়াও বিভিন্ন ধরনের আরও সমস্যা আছে যেমন এনারবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ। যখন পারিবারিক কোনো সদস্যের দাঁতের ব্যথার কারণে আমি ডাক্তারের কাছে যাই তখন হঠাৎ করে ডাক্তার অন্যান্য ওষুধের সঙ্গে কেন জানি না আমাকে মেট্রোনিডাজল ৪০০ মিলিগ্রাম ট্যাবলেট দিল। আমি কিছু একটা বুঝতে পারলাম না এবং সেই ট্যাবলেট নিয়ে বাড়িতে আসলাম এবং বাড়ির সদস্যদের সঙ্গে আলোচনা করলাম তারা বলল হয়তো কোন একটা কারণ আছে যার কারণে দাঁতের ব্যথার সঙ্গে এই ওষুধ খাওয়া যায়।
ওপরে ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং আমার বাস্তব জীবনের ঘটনা তারপরে আমি যখন এই ঔষধের কার্যকারিতা সম্পর্কে জানার ইচ্ছে পোষণ করি বা জানার জন্য খোঁজাখুঁজি করি তখন ঠিক বুঝতে পারে তিনি ভুল করেননি। যে ডাক্তার আমাকে ওষুধটি দিয়েছেন তিনি একেবারে সঠিক কাজ করেছেন তার কারণ হচ্ছে এনারবিক জীবানুজনিত দাঁতের তীব্র সংক্রমণ রোধে মেট্রোলিডাজল গ্রুপের ঔষধ অত্যন্ত কাজ করে। এছাড়াও অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত বিভিন্ন সমস্যা বা এন্টিবায়োটিক ব্যবহার জনিত সিউডোমেনাস কোলাইটিস এর বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক্তারেরা সবসময় মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ রেফার করেন।
ফ্লাজিল ট্যাবলেট খাবার সঠিক পরিমাপ
মূলত প্রত্যেকটি ওষুধ খাওয়ার রয়েছে আলাদা আলাদা নিয়ম আজকের এই ওষুধটি যাদের বয়স ১০ বছরের ওপরে তাদের জন্য ২০০ মিলিগ্রাম করে দিনে ৩বার খাবার অনুমতি রয়েছে তবে যারা ২বার খাবেন তাদের জন্য রয়েছে ৪০০ মিলিগ্রাম করে খাওয়ার অনুমতি। অনেকের ক্ষেত্রেও ৮০০ মিলিগ্রাম করে খাওয়ার কথা থাকতে পারে তবে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা খেতে হবে এবং সর্বোচ্চ চিকিৎসার সময়কাল থাকবে দুইদিন। সাব্বিলে সহজ ভাষায় ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধের পরিমাপ নির্ণয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।