লিভোফ্লক্সাসিন এর কাজ কি levofloxacin

সাধারণত এটা চোখের এক ধরনের ড্রপস তবে আমরা আজকে জানার চেষ্টা করব এর সঠিক কার্যকারিতা এবং কিভাবে এর ব্যবহার করতে হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এই চোখের ড্রপ তৈরি করছে এবং তারা অন্যান্যভাবে সেটার নামকরণ করছে। তবে যেই ভাবেই তৈরি করুক না কেন এর মূল উপাদান হচ্ছে লিভোফ্লক্সাসিন। আজকে আমরা এই উপকরণের সঠিক ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।

বর্তমানে মানুষ সব থেকে বেশি আস্থা হারাচ্ছে চিকিৎসা দেখিয়ে তার কারণ হচ্ছে মানুষের দূর্বলতার সেই সুযোগ নিয়ে কিছু শ্রেণীর মানুষ আছে যারা প্রতারণা করছে। এই প্রতারণা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে সঠিক তথ্য জানতে হবে এবং সব সময় চোখ কান খোলা রাখতে হবে। সবার প্রথমে আমরা এর ব্যবহার জানার চেষ্টা করব এবং এর পরে জানার চেষ্টা করব সঠিক মাত্রা অর্থাৎ কি পরিমানে ব্যবহার করা যাবে সেই মাত্রা। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটাও জানার চেষ্টা করব আমাদের এই ছোট্ট আর্টিকেল থেকে।

লিভোফ্লক্সাসিন কি কাজ করে

সাধারণত লিভোফ্লক্সাসিন চোখের ড্রপস এবং এটা বিভিন্ন ধরনের সংবেদনশীল প্রজাতির ব্যাকটেরিয়াজজনিত কঙ্কাভাইটিসের নির্দেশিত করা হয়। এখন আমরা জানার চেষ্টা করব সাধারণত কোন কোন রোগের বিরুদ্ধে এই জিনিসটা ব্যবহার করা হয় তাহলে হয়তো আপনাদের কাছে এ বিষয়টা পরিষ্কার হবে। সাধারণত আরবিক গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য যে ধরনের সমস্যা তৈরি হয় সেই ধরনের সমস্যার সমাধানে এটা ব্যবহার করা হয়। ক্যারিনে ব্যাকটেরিয়া প্রজাতি সমূহ এর পাশাপাশি আরও অন্যান্য । এছাড়াও আরবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটা লড়াই করতে পারে। যেমন ধরুন হিমু ফিলাস ইনফ্লু এমজি এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধানে ডাক্তারেরা নির্দেশ করতে পারেন।

এছাড়াও চোখের অন্যান্য সংক্রমনের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল কর্নিয়ার আলসার ইত্যাদি ধরনের বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারেরা এই জিনিসটা নির্দেশ করেন। তবে চোখের যে রোগ গুলো রয়েছে সেই রোগগুলোর সঙ্গে আমরা খুব ভালোভাবে পরিচিত নয় যার কারণে এইগুলো আমরা বুঝতে কম পারব তাই আমরা আশা করছি সহজ ভাষায় যেভাবে আপনাদের যতটুকু বোঝানো দরকার সেটুকু বোঝানো যায়। এখানে প্রায় ২০ ধরনের রোগের নাম রয়েছে যেই রোগের কারণে চোখে এই ড্রপস ব্যবহার করা হয় তবে আমরা এখানে সহজ ভাষায় বলার জন্য আপনাদের সামনে এই তথ্যগুলো আর তুলে ধরলাম না।

লিভোফ্লক্সাসিন ব্যবহারের সঠিক মাত্রা

প্রত্যেকটি জিনিসের সঠিক মাত্রা রয়েছে সেই মাত্রা মেনে যদি আমরা এই জিনিসটার সঠিক ব্যবহার না করি তাহলে তার উপকারিতা আমরা পাবো না। ০.৫% চোখের ড্রপসের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে প্রাপ্তবয়স্কদের এবং এক বছরের বেশি বয়সী শিশুদের জন্য জাগ্রত অবস্থায় প্রতি দুই ঘণ্টা পরপর আক্রান্ত চোখে এক থেকে দুই ফোঁটা করে প্রয়োগ করতে হবে। প্রতিদিন সর্বোচ্চ ৮ বার পর্যন্ত এই কাজ করতে হবে । ১.৫% চোখের ড্রপসের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং ছয় বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত জাগ্রত অবস্থায় প্রতি ৩০ মিনিট থেকে দুই ঘন্টা পর পর আক্রান্ত স্থানে এক থেকে দুই ফোঁটা প্রয়োগ করতে হবে। চতুর্থ দিন চিকিৎসা সমাপ্তির মাধ্যমে জাগ্রত হওয়ার সময় প্রতি এক থেকে চার ঘণ্টা পরপর আক্রান্ত চোখে এক থেকে দুই ফোটা দিতে হবে।

লিভোফ্লক্সাসিন পার্শ্ব প্রতিক্রি

যাদের বয়স এক বছরের নিচে তাদের ক্ষেত্রে এই ঔষধ প্রয়োগ করার কোন নির্দেশনা আমরা পাইনি। অতিরিক্ত ব্যবহার করা যাবে না অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে অনেকের ক্ষেত্রে ক্ষণস্থায়ী চোখে ঝাপসা দেখা অনেকের ক্ষেত্রে জ্বর আসা অনেকের ক্ষেত্রে মাথা ব্যথার মতন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ক্ষণস্থায়ী চোখ ও জ্বলা বা চোখ ব্যথা বা অস্বস্তির সৃষ্টি হতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করলে এগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে।