Metryl 400 এর কাজ কি মেট্রিল ৪০০ মি.গ্রা. ট্যাবলেট

আমরা প্রতিদিনের জীবনে কতই না কাজ করি। বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আমরা এই কাজগুলো করে থাকি। সব কাজে হয়তো আমরা সফল হতে পারি না আবার সব কাজে আমরা বিফল হইলাম। তাই বলে আমরা কোনভাবেই হাল ছাড়ি না। চিকিৎসা বিজ্ঞান ও ঠিক একই ধরনের জিনিস যেখানে হাল ছাড়ার কোন অপশন নেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাই চিকিৎসা বিজ্ঞান সবসময় চেষ্টা করে নিত্য নতুন ঔষধ তৈরি করতে যার ফলে মানব শরীরে সেই ঔষধ উপকারে আসতে পারে।

Metryl 400 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। কেন ডাক্তার প্রেসক্রাইব করে এবং এই ট্যাবলেট খাওয়ার ফলে আপনার শরীরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া জন্ম নেবে কিনা সেটা জানবো। মেট্রোনিডাজল গ্রুপের উপাদানের মাধ্যমে তৈরি করা হয়েছে Metryl 400 মিলিগ্রাম ট্যাবলেট। Metryl 400 মিলিগ্রাম ট্যাবলেট অপশন ইন ফার্মাসিটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। বর্তমান ইউনিট প্রাইজ হচ্ছে ১.৭০ টাকা। শুধুমাত্র ৪০০ মিলিগ্রাম এর ভেরিয়েন্ট বাজারে এভেলেবল রয়েছে এমন নয় এর পাশাপাশি ৫০০ মিলিগ্রামের ভেরিয়েন্ট এবং ২০০ মিলিগ্রাম এর ভেরিয়েন্ট বাজারে আপনি পাবেন। এছাড়াও স্যালাইন ফর্মেশন অথবা সিরাপ ফর্মেশনও আপনি এই ঔষধ বাজারে অ্যাভেলেবেল পাবেন।

Metryl 400 মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি

এনারুবিক ব্যাকটেরিয়াজনিত অস্ত্রপাচার পরবর্তী সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য মেট্রোলিডাজল গ্রুপের মেট্রিক ৪০০ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এই ঔষধ এর কাজ কি। এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের বিভিন্ন ধরনের ক্ষত এবং বিভিন্ন ধরনের ঘা এর বিরুদ্ধে লড়াই করার জন্য Metryl 400 মিলিগ্রাম ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এনআরবিক জীবাণু দ্বারা আক্রান্ত যেকোনো ধরনের সমস্যার সমাধানের জন্য এই ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারবেন। হতে পারে সেটা মানব শরীরের internal infinition হতে পারে সেটা অস্ত্র পাচারের পরবর্তী ইনফেকশন এছাড়াও হতে পারে মানব শরীরে ত্বকের ওপর যে ইনফেকশনগুলো আছে সেগুলো প্রত্যেকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটা কাজ করবে।

এনারবিক জনিত সংক্রমণের কারণে দাঁতের কোন ব্যথার সৃষ্টি হলে সেই ক্ষেত্রেও মেট্রো নিরাজল ঔষধ ব্যবহার করা হয়। একটু খেয়াল করে দেখুন দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে যখন আপনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার যখন আপনাকে মেট্রোনিডাজল গ্রুপের ঔষধ খেতে বলে তখন আপনি হয়তো হতভাগ হবেন। আপনি হয়তো মনে করবেন ডাক্তার ভুল করে আপনাকে এই অংশতে লিখেছে কিন্তু মূলত এটাই এমন একটি ওষুধ যেটা এই ধরনের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারে যেটা সম্পর্কে আমরা একেবারেই অজানা ছিলাম।

তীব্র আলসারেটিভ জিনজিভাইটিস এর বিরুদ্ধে লড়াই করার জন্য এই মেট্রোনিডাজল ৪০০ মিলিগ্রাম ট্যাবলেট অত্যন্ত উপকারী। এছাড়াও অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে যদি কোন সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যা সমাধানের জন্য এই ক্যাপসুল ব্যবহার করা যাবে। তবে আপনি যেটাই করেন না কেন একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে এবং একজন ডাক্তার আপনাকে যেই সাজেশন দেবে সেই সাজেশন অনুযায়ী আপনাকে চলতে হবে।

যারা প্রাপ্তবয়স্ক আছে অথবা যাদের বয়স ১০ বছরের উপরে তাদের ক্ষেত্রে ২০০ মিলিগ্রাম করে দিনে সর্বোচ্চ ৩বার দেওয়া যেতে পারে। এছাড়াও ৪০০ মিলিগ্রাম করে দিলে দিনে সর্বোচ্চ দুইবার ৪০০ মিলিগ্রাম করে দেওয়া যাবে। এই চিকিৎসা সময়কাল সর্বোচ্চ ৭দিন। সাত দিনের পরে কোন ধরনের ওষুধ সেবন করার প্রয়োজন পড়বে না যদি পড়ে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

যে সকল শিশুদের বয়স এক থেকে ৩ বছরের মধ্যে তাদের ৫০ মিলিগ্রাম করে দিনে সর্বোচ্চ তিনবার খাওয়ানো যেতে পারে। ৩-৭ বছর বয়সের শিশুদের জন্য ১০০ মিলিগ্রাম করে দিনে দুইবার। যে সকল শিশুদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে তাদের জন্য ১০০ মিলিগ্রাম করে দিনে সর্বোচ্চ ৩বার। এই চিকিৎসা সর্বোচ্চ ৭ দিন চালানো যাবে।