আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের এই আর্টিকেলে। আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে বিস্তারিত সকল ধরনের তথ্য গুলো আপনাদের সাথে শেয়ার করি। এছাড়াও আপনারা যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করেন এবং আমাদের দেওয়া আর্টিকেলগুলো পড়েন এর সাথে সাথে কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আমরা ঠিক তখনই যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য।
ঠিক সেরকমই আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে যে ওষুধটি সম্পর্কে আমরা আলোচনা করব সে ওষুধটির নাম হল mono cast 10 । হয়তো বা এই ওষুধটির সাথে আমাদের মধ্যে অনেকে পরিচিত রয়েছে। কারণ এই ওষুধটি সাধারণত যাদের শ্বাসকষ্টের সমস্যা অথবা এজমা রয়েছে তাদের জন্যই ডাক্তারেরা সাজেস্ট করে থাকেন।
বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে মধ্য বয়সের লোকদের এবং বয়স্ক লোকদের মাঝে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। একটু ঠান্ডা লাগলে যেন ইজমা বেশি হয়ে যায় ঠিক তখনই Mono cast 10 এই ওষুধটির প্রয়োজন পড়ে। ঔষধ ঠিক খাওয়ার জন্য এজমা রোগের রোগীরা অনেক আরাম পেয়ে থাকেন। অ্যাজমা হয়তো একেবারে কখনোই ভালো হয়ে যায় না তবে এই ওষুধটা খাওয়ার মাধ্যমে এই রোগের অনেকাংশেই কমে যায়।
আজকে আমরা এই mono cast 10 ওষুধটির যাবতীয় সকল তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা এই ওষুধটি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন আপনাদের প্রয়োজনীয় সব তথ্যগুলো।
mono cast 10 এর কাজ কি
আপনারা যারা জানতে চেয়েছেন mono cast 10 এর কাজ সম্পর্কে তাদের জন্যই মূলত আমাদের আর্টিকেলের এই অংশটুকু। এই ঔষধটি বিভিন্ন ধরনের অসুখ সারায়। মন্টিলুকাস্ট একটি সিলেক্টিভ ঔষধ। যা মুখে সেবন করা হয়ে থাকে। এই ওষুধটি সাধারণত এজমার প্রক্রিয়ার সাথে জড়িত যেমন ,শ্বাসপথে ইডিমা, অনৈচ্ছিক পেশীর সংকোচন, এবং কোষের পরিবর্তিত ক্রিয়াজনিত প্রদাহ, প্রক্রিয়া যা এজমার লক্ষণ সমূহের জন্য দায়ী। তাই আমি বলব যাদের উপরিউক্ত সমস্যাগুলো রয়েছে তারা মন্টিলুকাস্ট ঔষধটি খেতে পারেন এতে করে অনেক আরামদায়ক অনুভূতি হবে।
Mono cast 10 এর ব্যবহার
মন্টিলুকাস্ট ঔষধটি সাধারণত ডাক্তারেরা বেশিরভাগ সাজেস্ট করে থাকেন যাদের এজমা রোগ রয়েছে তাদের জন্য। সহযোগী থেরাপি হিসেবে এটি এজমার বিরুদ্ধে চিকিৎসায় নির্দেশিত থাকে। ১০ মিলিগ্রাম ট্যাবলেট ইজমা এবং সিজনাল এলার্জিক রায়ানাইটিস জনিত উপসর্গ দূরীকরণের জন্য ডাক্তারেরা রোগীদেরকে দিয়ে থাকেন।
এই ওষুধটির বাণিজ্যিক নাম মনো কাস্ট, জেনেরিক মন্টিলুকাস্ট সোডিয়াম, ধরন ট্যাবলেট পাউডার ফর সাসপেনশন। এ ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। যেকোনো ঔষধি হোক না কেন এবং আপনারা যতই ভালোভাবে জানেন না কেন যে কোন রোগের জন্য কোন ওষুধটি ব্যবহার করা হয় এরপরেও যেকোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।
mono cast খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণত ১৫ বছর বয়সের উপরে এবং বয়স প্রাপ্ত লোকদের জন্য মন্টিলুকাস্ট ওষুধটি সারাদিনে একটি সেবন করা উচিত। প্রতিদিন সন্ধ্যায় একটি করে ট্যাবলেট খাওয়া যাবে। ৬ থেকে ১৪ বছরের শিশুদের জন্য মন্টিলুকাস্ট ফাইভ ঔষধটি প্রতিদিন সন্ধ্যায় একটি করে চুষে খাওয়া যাবে। দুই থেকে পাঁচ বছরের শিশুদের জন্য মন্টিলুকাস্ট ৪ ওষুধটি প্রতিদিন একটি করে সন্ধ্যায় চুষে খাওয়া যাবে।
প্রত্যেকটি ওষুধের যেমন ভালো প্রতিক্রিয়া রয়েছে ঠিক তেমনি কিছু কিছু ঔষধে মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো ফুটে ওঠে। ঠিক সেরকমই মন্টিলুকাস্ট ওষুধটি খাওয়ার জন্য কারোর কারোর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলো হল। ফুসকুড়ি, বদহজম, মাথা ঝিমঝিম করা, পেটে ব্যথা, ডায়রিয়া ইত্যাদি। তাই এই ওষুধটি খাওয়ার আগে অবশ্য চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন তাহলে হয়তোবা এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো থেকে রক্ষা পাবেন।