আজকে অত্যন্ত পরিচিত একটি ঔষধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে ওষুধের নাম পরিচিত হলেও গভীরভাবে এই ওষুধের সঠিক কার্যকারিতা সম্পর্কে অনেকেই অপরিচিত। Naproxen Plus 500+20 ট্যাবলেট একজন রোগীকে কেন দেওয়া হবে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। কোন ডাক্তার যদি একজন রোগীকে Naproxen Plus 500+20 ট্যাবলেট খেতে পারে তাহলে কি পরিমানে খেতে হবে সেটাও আপনাকে জানতে হবে। তার কারণ হচ্ছে রোগী অবশ্যই আপনার পরিবারের সদস্য তাই আপনার রোগীর সঠিক চিকিৎসা হচ্ছে কিনা সেটা জানা আপনার একটি কর্তব্য।
Naproxen Plus 500+20mg এই ট্যাবলেট তৈরিতে মূলত দুইটি উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। দুইটি উপাদানের মধ্যে প্রথম উপাদান হচ্ছে ন্যাপ্রোক্সেন সোডিয়াম। এর পরবর্তী উপাদান হচ্ছে ইসমিপ্লাজোল ম্যাগনেসিয়াম। প্রথম উপাদান সাধারণত ৫০০ মিলিগ্রাম এবং দ্বিতীয় উপাদান সাধারণত ২০ মিলিগ্রাম যুক্ত করেই Naproxen Plus ট্যাবলেট তৈরি করা হয়েছে।
Naproxen Plus 500+20mg ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি
আমরা উপরে খুব সুন্দর ভাবে আপনাদের দুইটি উপকরণের কথা উল্লেখ করেছি যে দুটি দিয়ে এই ওষুধ তৈরি করা হয়েছে। সাধারণত ন্যাপ্রজেন এবং ইসমিপ্লাজল মূলত কি কাজ করে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব এই ট্যাবলেট এর মানব শরীরের কার্যকারিতা। সাধারণত অস্ট্রিওআর্থাইটিস এর বিরুদ্ধে লড়াই করতে পারে এই ওষুধ। অস্টিওআর্থাইটিক জনিত রোগে যারা আক্রান্ত এবং ডাক্তাররা যদি নিশ্চিত হতে পারে সেই রোগীর এই সমস্যা আছে তাহলে তিনি তাকে Naproxen Plus 500+20mg দিতে পারে।
এখানেও শেষ নয় যাদের রিউমারেড আর্থ্রাইটিস আছে। এই রোগ গুলো সাধারণত খালি চোখে দেখা যায় না তাই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে এবং সঠিক রোগ নির্ণয় করতে হবে। সঠিক রোগ নির্ণয় সম্পূর্ণ হলে অবশ্যই ডাক্তার আপনাকে Naproxen Plus 500+20mg ঔষধ দিতে পারে। এছাড়াও যদি অ্যালকাইলজিং রোগের লক্ষণ যদি কোন রোগের শরীরে দেখা দেয় বা কোন উপসর্গ যদি জেগে ওঠে তাহলে ডাক্তারেরা এই ওষুধের মাধ্যমে তার প্রিপারেশন পরিকল্পনা করতে পারে।
১টি বিষয় সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেই সেটা হচ্ছে এই ওষুধটি সাধারণত ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। যাদের তীব্র আঘাত জনিত ব্যাথা থাকে অথবা তীব্র শরীরের ব্যথা থাকে হঠাৎ করে ব্যথা জাগে এমন ব্যাথার বিরুদ্ধে ৩দিনের একটি ডোজ দেওয়া যেতে পারে এর বেশি নয়। এখানে যে মূল উপাদান দুইটি ব্যবহার করা হয়েছে সেই উপাদানের প্রথম টির কাজ হচ্ছে ব্যথা নাশক হিসেবে কাজ করা এবং দ্বিতীয় যে উপাদানটি আছে সেটা হচ্ছে গ্যাসের কাজগুলো করে থাকে। ব্যাথা নাশক ঔষধ খেলে স্বাভাবিকভাবে গ্যাস বৃদ্ধি পেতে পারে এবং সেই গ্যাস প্রতিরোধে পরের ওষুধটি অত্যন্ত কার্যকরী।
Naproxen Plus 500+20mg ঔষধ খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত এই ঔষধ ৩৭৫ মিলিগ্রাম এর সঙ্গে ২০০ মিলিগ্রামের যে ফরমেশন আছে সেটা প্রাথমিক অবস্থায় শুরু করা যেতে পারে। তবে অনেকের ক্ষেত্রে সরাসরি Naproxen Plus এর মাধ্যমে শুরু করা হয়। এটা দিনে দুইবার ব্যবহার করা হয় সকালে এবং রাতে। এই ওষুধটিতে একই সঙ্গে যেহেতু গ্যাসের ঔষধ এবং ব্যথার ঔষধ আছে তাই আপনি চাইলে খাবার আগে এবং পরে যেকোনো সময় এই ওষুধ খেতে পারবেন।
আবার দেখা যায় যে যাদের প্রাপ্তবয়স্ক এবং ওজন ৫০ কেজির উর্ধ্বে তাদের ক্ষেত্রেও ন্যাপ্রোক্সেন ওষুধ দিনে একবার ব্যবহার করা যাবে অথবা দুইবার ব্যবহার করা যাবে। এছাড়াও যাদের ওজন ৩০ কেজির ওপরে এবং ৫০ কেজের নিচে তাদের জন্য Naproxen Plus ৩৭৫/২০ মিলিগ্রাম ওষুধটি ব্যবহার করতে হবে। সঠিক ঔষধ একজন রোগীকে সুস্থতা এনে দিতে পারে আবার সেই ওষুধের ভুল ব্যবহার তার অসুস্থতা আরও বাড়িয়ে দিতে পারে তাই সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি ।