আপনারা হয়তো আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করেন এবং যাদের আমাদের তথ্যগুলো পড়তে ভালো লাগে তারা পুনরায় আমাদের তথ্যের জন্য অপেক্ষা করেন। আমি যখন এই ওয়েবসাইটে তৈরি করি তারপর পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। পরিবারে তিনজন অসুস্থ রোগীকে নিয়ে যখন আমাদের চিন্তা শেষ থাকে না তখন বিভিন্ন ধরনের ঔষধের সঙ্গে পরিচিতি আমাদের বেড়ে ওঠে। আস্তে আস্তে একটি ঔষধ থেকে অন্য ঔষধের সঙ্গে পরিচিত হয় এবং সেই ওষুধ সম্পর্কে আমাদের আগ্রহ বা জানার আকাঙ্ক্ষা বেড়ে যায়।
ডাক্তার সাহেব যখন রোগীকে নতুন কোন ঔষধ দেয় তখন মনে চিন্তা জাগে কেন এই ঔষধ ডাক্তার আমার রোগীকে সাজেস্ট করল এবং এই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম টা কি ডাক্তার ঠিক করে দিল বা ডাক্তার কি সঠিক চিকিৎসা করছে আমার রোগীর প্রতি। এই ধরনের চিন্তাভাবনা বা আগ্রহ থেকে আমি জানতে পারি যে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিছু অ্যাপস ব্যবহারের মাধ্যমে যেখানে খুব সুন্দর ভাবে ওষুধের ডিটেলস দেওয়া থাকে। কিছুদিন অ্যাপস ব্যবহার করলাম কিন্তু অ্যাপস ব্যবহার করতে খুব একটা ঝামেলা না হলেও বারবার অ্যাপসে প্রবেশ করা অথবা আলাদাভাবে অ্যাপস ইনস্টল করা অত্যন্ত ঝামেলার মনে হতো।
তখন অন্য উপায় খোঁজার চেষ্টা করলাম এবং দেখলাম বেশ কয়েকটি ওয়েবসাইট আছে যারা ঔষধ সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়। তবে সেই ঔষধ সম্পর্কে তথ্য পড়তে গিয়ে কিছু জটিলতা সম্মুখীন হয়ে যেমন মেডিকেল সাইন্স এর ভাষায় তারা বেশিরভাগ অংশগুলো লিখে থাকে যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সহজ নয়। অ্যাপস এর ক্ষেত্রেও আমি সেই একই জটিলতা অনুভব করেছি যার কারণে বিরক্তি অনুভব করেছে যার ফলে আমার ভেতর থেকে আগ্রহ হয় এমন একটি ওয়েবসাইট তৈরি করতে যেখানে বাংলা ভাষায় একেবারে সহজ ভাষায় মানুষ ঔষধ সম্পর্কে জানবে এবং জ্ঞান আহরণ করবে।
Rostil 135mg ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি
যদি কোন ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানতে হয় তাহলে আপনাকে ফলো করতে হবে সেই ঔষধ এর মূল উপাদান কি অর্থাৎ কোন গ্রুপের ঔষধ ওইটা। নামটা সাধারণত কোম্পানি নির্ধারণ করে দেয় এবং নামটা মোড়কীকরণের সঙ্গে যুক্ত কিন্তু আসল পরিচয় হচ্ছে ঔষধের মূল উপাদান। এখানে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড মেবেভেরিন হাইড্রোক্লোরাইড ১৩৫ মিলিগ্রামের মাধ্যমে Rostil 135mg ট্যাবলেট তৈরি করেছে। তাহলে সেই মূল উপাদানের তথ্যগুলো জানলেই আমরা এর কার্যকারিতা সম্পর্কে জানব।
সাধারণত যে রোগীদের শরীরে বিভিন্ন সময় মলাশয়ে প্রদাহ সৃষ্টি হয় এবং এই ধরনের সমস্যা নিয়ে রোগী যদি ডাক্তারের কাছে যায় তাহলে ডাক্তার সাহেব তাকে Rostil 135mg ট্যাবলেট নির্দেশ করতে পারে। তাহলে আমরা বলতেই পারি যে মলাশয়ে প্রদাহ বিরুদ্ধে লড়াই করতে পারে বা মলাশয়ের প্রদাহ বিরুদ্ধে কার্যকরী হচ্ছে Rostil 135mg ট্যাবলেট।
এছাড়াও পেটের বেদনা ও খিল অর্থাৎ অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে পেটে অত্যাধিক ব্যথা হয় এবং কিল হানার মত হয়। গ্রাম্য ভাষায় এই পেটের ব্যথার অনেক নাম আছে এই ধরনের বিরুদ্ধে বা এই ধরনের সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য Rostil 135mg ট্যাবলেট অত্যন্ত কার্যকরী। তবে নিশ্চিত হওয়ার জন্য অবশ্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এবং তিনি আপনাকে নির্ধারণ করে দেবে কি পরিমান ওষুধ আপনাকে খেতে হবে।
অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া অর্থাৎ দীর্ঘদিন ধরে ডায়রিয়া হচ্ছে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। নিয়ন্ত্রণ করবেন কিভাবে ডায়রিয়া কখন হচ্ছে আবার কখন সেটা ভালো হচ্ছে আপনার শরীরে বুঝতে পারছে না তাই নিয়ন্ত্রণ করাও হচ্ছে না। এ ধরনের লক্ষণ নিয়ে কোন রোগী যদি ডাক্তারের কাছে যান তাহলে অবশ্যই তিনি তাকে Rostil 135mg ট্যাবলেট খেতে বলবেন। এর বাইরে বিভিন্ন ধরনের কোষ্ঠকাঠিন্য এবং দীর্ঘমেয়াদি যন্ত্রণাদায়ক করুন এর সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ঔষধ অত্যন্ত কার্যকর।